নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য ও বিভিন্ন বিষয়ে নিজেস্ব চেতনা

সাব্বির আহমেদ রাবিন

আমার সম্পর্কে বলার কিছুই নাই তবে কলমের বিদ্রোহ তখনি কাজে আসে যখন শত্রুপক্ষ বা যাদের উদ্দেশ্যে লেখা তারা প্রকৃত শিক্ষিত হবে।আমাদের দেশ ধীরে ধীরে শিক্ষিত হয়ে উঠছে প্রকৃত শিক্ষায়।তবে আরো কিছুটা পথ পাড়ি দিতে হবে।

সাব্বির আহমেদ রাবিন › বিস্তারিত পোস্টঃ

বেঁচে থাকার স্বাভাবিক প্রক্রিয়া

১৩ ই মে, ২০২০ রাত ২:৫৩

"স্বাভাবিক" শব্দটির অর্থ আপনার কাছে কেমন?একজন মানুষের কোন পর্যন্ত আপনার কাছে স্বাভাবিক?অন্য একজন মানুষের স্বাতন্ত্র বোধ,ইচ্ছা-অনিচ্ছা,ব্যক্তিগত স্বাধীনতা স্বাভাবিক নাকি অস্বাভাবিক এ ব্যাপারে মন্তব্য করার অধিকার কি আপনার থাকা উচিত?একজন মানুষের ধারণা,স্বপ্ন আপনার থেকে আলাদা হতে পারে এটা বোঝার ক্ষমতা কি আপনার আছে?

অনেক গুলো প্রশ্নবোধক বাক্য ছুড়ে দিয়ে লেখাটি শুরু করলাম।এবার এই বিষয়ে আমার জ্ঞান তুলে ধরি।স্বাভাবিক শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাই স্বভাব+ইক।প্রত্যেক প্রাণীর নির্দিষ্ট স্বভাব আছে।যেমন কোকিলের স্বভাব কাকের বাসায় ডিম পাড়া,বাবুই পাখির স্বভাব বিপরীত লিঙ্গের আকর্ষণ অর্জনের লক্ষে বাসা তৈরী করা ইত্যাদি।আর এগুলো এই সমস্ত প্রাণীদের পক্ষে স্বাভাবিক।কিন্তু "মানুষ" যার আদান-প্রদানের জন্য ভাষা রয়েছে,কাজের বিভিন্ন দিক রয়েছে তার স্বভাব জাতিগত ভাবে কোন ছকে বাঁধা যেতে পারে বলে মনে হয় না।প্রত্যেক মানুষের সুবিধা-অসুবিধা,পরিবারের ধরণ,অবস্থা ও অবস্থান ইত্যাদি নানা বিষয়ের উপর ভিত্তি করে তার স্বভাব এবং চিন্তা ধারা গড়ে ওঠে।আবার তা পরিবর্তন ও হয়।যেমন ধরুন একজন মানুষ ছোটবেলা থেকে ভেবে আসছে সে জীবনে এমন একজন জীবন সঙ্গী বেছে নেবে যে হবে স্বাধীনচেতা,ব্যক্তিত্ববান ও ক্যারিয়ার সচেতন।কিন্তু হঠাৎ করে জীবনের একটা নির্দিষ্ট সময় মনে হলো তার আসলে এমন একজনকে জীবন সঙ্গী করা উচিৎ যে বিনা বাক্যে ঘরের চাকরানী হতে রাজি থাকবে।এই ভাবনার পরিবর্তন হতে পারে তার নিজের কোন অযোগ্যতার কারনে বা তার স্বজনদের কথা চিন্তা করে।আমার কাছে তার এই দুই ভাবনা বা উপলব্ধিই স্বাভাবিক যদি বিয়ের আগে দুজন মানুষ দুজনের চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনা দুজনকে খোলাখুলিভাবে বলে নেয়।আবার আমার কাছে এটাও স্বাভাবিক যদি বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের বিচ্ছেদ হয়ে যায়।এখানেও একই কথা মানুষের স্বভাব বা চিন্তাধারা বদল হয়।জোর করে মনের বিরুদ্ধে মেকি আবদ্ধকরণ আমার কাছে কোন অর্থ বহন করে না।

এবার আসা যাক ব্যক্তিগত স্বাধীনতা এর বিষয়ে।স্বাধীনতা দুই প্রকার।কর্মের স্বাধীনতা ও চিন্তার স্বাধীনতা।

প্রথমে আসা যাক কর্মের স্বাধীনতা প্রসঙ্গে। প্রথমত, স্বাধীনতা শব্দটা কোনভাবেই আপেক্ষিক নয়।অনেকে বলেন, "আমি অমুক কে স্বাধীনতা দিয়েছি"।স্বাধীনতা কেউ কাউকে দেয়ার মতো কোন বিষয় না।আপনি যদি কাউকে স্বাধীনতা দিতে চান সেটা তার স্বাধীনতা কখনোই হতে পারে না।দ্বিতীয়ত, কোন মানুষ যদি কারো উপর নির্ভরশীল হয় তার পক্ষে স্বাধীন হওয়া সম্ভব না। আপনাকে আপনার মূখ্য ও গৌণ চাহিদাগুলো পূরণ করার যোগ্যতা অর্জন করতে হবে যদি আপনাকে স্বাধীন হতে হয়।

এবারে চিন্তার স্বাধীনতা। একজন মানুষের চেতনা তৈরী হয় বিভিন্ন প্রক্রিয়ার সংমিশ্রণে।তার পূর্ব অভিজ্ঞতা,অনুসরণীয় ব্যক্তিত্ব এবং শিক্ষক নির্ধারণ,জীবনে চলার পথে নানা প্রতিবন্ধকতা ইত্যাদি বিষয় মিলে মানুষের মনন গঠিত হয়।আমার কাছে মনে হয় একজন মানুষের চিন্তার ও কর্মের স্বাধীনতা অবশ্যই থাকা উচিৎ যতক্ষণ না তা অন্যের জন্য ক্ষতিকারক হয়।বিষয়টা পরবর্তী অনুচ্ছেদে পরিষ্কার করছি।

এবার শেষ বিষয় আর সেটা হলো কোন যোগ্যতা সম্পন্ন ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ বা মন্তব্য করার অধিকার অন্য ব্যক্তির আছে কিনা। ।প্রথমত, কোন ব্যক্তি আপনার সাথে তার সম্পর্কের দাবী নিয়ে অবশ্যই আপনার চিন্তা,স্বভাব বা অভ্যাস সম্পর্কে মন্তব্য করার বা আপনাকে পরামর্শ দেয়ার অধিকার রাখে এবং আপনারও সেই পরামর্শ গ্রহন বা বর্জনের অধিকার আছে।দ্বিতীয়ত, আপনাকে এটা মাথায় রাখতে হবে স্বাধীনতা শুধু আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়।নিজের স্বাধীনতা সম্পর্কে আপনাকে যেমন সচেতন হতে হবে তেমনি অপরের স্বাধীনতা সম্পর্কেও আপনাকে সচেতন হতে হবে।স্বাধীনতা শব্দের অর্থ যা ইচ্ছা তা করা না।আপনি কারো থেকে কিছু আত্মসাৎ করলে বা কাউকে আঘাত করলে অন্যের স্বাধীনতা ভূলন্ঠিত হচ্ছে।আমার এই গোটা লেখাটিই আসলে একে অপরের স্বাধীনতাকে মূল্যায়ন করা নিয়ে।
মানুষ হোক সতন্ত্র,মানুষ হোক স্বাধীন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২০ রাত ৩:৫৩

রাজীব নুর বলেছেন: ব্যাক্তিগত হতাশায় ভূগছেন নাকি?
মানুষের কোনো স্বাধীনতা নেই।

২| ১৩ ই মে, ২০২০ ভোর ৪:৩৬

নেওয়াজ আলি বলেছেন: ভালো বই পড়ুন । ছবি দেখুন ।

৩| ১৩ ই মে, ২০২০ সকাল ৭:২৫

রুদ্র নাহিদ বলেছেন: মানুষ সবসময়ই স্বতন্ত্র থাকে শুধু এর মুক্তচিন্তার শেকল সহজে ভাঙ্গতে চায় না। শেখানো নিয়ম-নীতি, কালচার, শিক্ষা ইত্যাদি মুক্তচিন্তা করতে প্রতিবন্ধক। তাই স্বতন্ত্রের চেয়ে অনুকরণ জনপ্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.