নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উর্বর মস্তিষ্কের ফলন যেমন!

সাদাত আহমাদ যুবায়ের

সাদাত আহমাদ যুবায়ের › বিস্তারিত পোস্টঃ

ভারতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি

০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪০

সবাই বলে যার যার ধর্ম তাকে তাকে মানা উচিত, তারপরও কেন মুসলমানরা তাদের নিজ ধর্ম মানতে পারে না? যত দোষ সব মুসলমানদেরই কেন! কিছু দিন আগে দেখলাম "ফজরের আজানে মুম্বাইবাসীর ঘুম নষ্ট হয়ে যায়,তাই ফজরের আজান ব্যান করা হউক" ফজরের আযান ব্যান
সবাই যদিও ওয়াকিবহাল তারপরও বলি, আজান সর্বচ্চো পাঁচ থেকে ছয় মিনিট থেমে থেমে হয়, মুম্বাইবাসীর কান এতোই সেনসিটিভ যে ডোলের আওয়জে তার কিছুই হয় না,কিন্তু আজানের ধ্বনিতে কান কেন সারা গাইয়ে চুলকানী শুরু হয়ে যায়!
আজকে বিবিসি বাংলায় খবর প্রকাশিত হয়েছে- "ভারতে গরুর মাংস খেয়েছে সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ"
গরুর মাংস রাখার সন্দেহে হত্যা

যার যার ধর্ম সেই যদি পালন করবে- তো ইসলাম ধর্ম অনুসারে হিংস্র প্রাণি ছাড়া সব প্রাণীর গোস্ত খাওয়া হালাল (শুকরের গোস্ত ও যে প্রাণি পায়ে আকরে ধরে খায় সেগুলো ছাড়া)। তো গরু গোস্ত খেলে তাঁকে মরতে হবে কেন? আচ্ছা বুঝলাম হিন্দু ধর্মে গো-হত্যা মানা(কন্ট্রাডিকশন বাধে) তাই খেতে পারবে না, তো ইসলামে তো মূর্তি পূজো মানা! তো এখন আমাদের কি করা উচিত? আপসোস আমরা কিছুই করতে পারবো না, কারণ আমরা মুসলিমরা আমাদের ইচ্ছাই চলতে পারি না ধর্মের ক্ষেত্রে। চলতে হয় আল্লাহ (সুবঃ) ইচ্ছায় আ্রর রাসূল(সা) এর আদেশে। আমরা চাইলেও একজন মূর্তি পূজারীকে গিয়ে মেরে আস্তে পারি না। মুখে সাম্প্রদায়িকপ্রীতির কথা না বলে কর্মে তার প্রতিফলন হওয়া উচিত।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.