![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব সময় ভয়ে থাকি, ভয়ে থাকি একজন মুসলমান
হওয়ার কারণে, কারণ আমি মানুষ, মানুষ অবচেতন
মনে অনেক কিছু করে ফেলতে পারে, আমি
ভয়ে থাকি একমাত্র প্রভু, একমাত্র সৃষ্টিকর্তা
আল্লাহর জন্য নির্দিষ্ট ইবাদাত অন্য কিছুর প্রতি যেন
না হয়ে যায়! ভয়ে থাকি সারা জীবন আমি মুসলিম দাবি
করলাম, যদি মৃত্যুর আগে মুখ দিয়ে কালেমা না বের
হয়! যদি মুসলিম হিসেবে মরতে না পারি! আমি মাজার
দেখলে মুখ ঘুরিয়ে হাটি, যদি মনের ভুলে
কৌতূহলে মাজারে গিয়ে কিছু চেয়ে আসি! আমি
পত্রিকার পাতায় রাশি চক্রর পাতা দেখলে বন্ধ করে
ফেলি যদি কৌতূহলে নিজের রাশিতে আজ কি আছে
দেখে ফেলি! অনেক অনেক গুনাহ হচ্ছে, করছি
আমি জানি, কিন্তু রাহমাতাল্লিল আলামিন বলেছেন "
“যে ব্যক্তি কোন
কিছুকে আল্লাহর সাথে শরীক্ করা অবস্থায়
মৃত্যুবরণ করে, সে জাহান্নামে
যাবে।” (মুসলিম);
“আমি তাদের আমলের প্রতি মনোনিবেশ করব,
অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধুলিকনায় পরিণত
করে দেব।” (সূরা, ফোরক্বান-২৫:২৩)
আমরা বুঝি না, আমি নিজেও না, আমি মুসলিম দাবি করি,
কিন্তু আল্লাহ ইচ্ছা করলেই আমাকে অমুসলিম
বানিয়ে দিতে পারেন!(আস্তাগফিরুল্লাহ), এটা আমার বা
আমাদের নিয়ন্ত্রণ না, ইট ইজ অল মাইটি আল্লাহ (সুবঃ)
হুমসওভার হি ওয়ান্ট টু গাইড! আস্তাগফিরুল্লাহ
...আস্তাগফিরুল্লাহ...আস্তাগফিরুল্লাহ...
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩০
গেম চেঞ্জার বলেছেন: আস্তাগফিরুল্লা! আস্তাগফিরুল্লা! আস্তাগফিরুল্লা!