নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

তাঁরা মন্ত্রী নাকি কমেডিয়ান?

২০ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:০৫


বিনোদন ক্ষুধা বলেও কিছু একটা আছে। খাদ্য যেমন পেটের ক্ষুধা নিবারন করে, কমেডি তেমন বিনোদনের ক্ষুধা নিবারন করে৷ কিন্তু লক্ষ্য করলাম এ দেশে ভালো কোন কমেডিয়ান বের হয় না। তবে এটাও স্বীকার করতে হয়, কমেডিয়ান বের না হলেও সরকারের মন্ত্রীসভা মানুষের বিনোদনের কোনই ঘাটতি রাখেনি। এজন্য মন্ত্রীপরিষদকে ধন্যবাদ না জানালে তাদের প্রতি অন্যায় করা হবে। সুতরাং এই সুযোগে মানুষের বিনোদনের যোগান নিশ্চিত করার জন্য মন্ত্রীপরিষদকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

কিন্তু বিষয়টা এমনও হতে পারে, প্রতিভা থাকা স্বত্তেও কেউ হয়তো কমেডিকে প্রফেশনালী নেয়ার সাহস পায় না। কারণ মন্ত্রীদের কমেডির কাছে প্রতিভাবান কমেডিয়ানরা মার্কেটে টিকতে পারবে না, এমন আশংকা থেকেই হয়তো কেউ পেশাদার কমেডিয়ান হতে চায় না।

এখানে সমস্যাটা হচ্ছে, এই মন্ত্রীরা তো আর আজীবন ক্ষমতায় থাকবে না, আজ অথবা কাল ক্ষমতার চেয়ার ছাড়তেই হবে। এই-যে ভালো কোন কমেডিয়ান তৈরি হচ্ছে না, মন্ত্রীদের ক্ষমতা হারানোর পর পাবলিকের কমেডির চাহিদা কে পূরণ করবে?

আমি জানি, মন্ত্রীদের ছাড়াও পাবলিক আরো অনেক উৎস থেকে কমেডির চাহিদা পূরণ করে থাকে। যেমন কেউ পায়ুপথে বায়ু ত্যাগ করলো, পাবলিক তা ছড়িয়ে বিনোদন পায়। কারো বাচ্চা হলো, পাবলিক তা ছড়িয়ে বিনোদন পায়। কারো ডিভোর্স হলো, পাবলিক তা ছড়িয়ে বিনোদন পায়। কারো প্রেম হলো, পাবলিক তা ছড়িয়ে বিনোদন পায়। এমনকি কেউ মারা গেল, পাবলিক সেখান থেকেও মৌমাছির মতো বিনোদন সংগ্রহ করে নেয়। শর্ত একটাই, 'কারো' নামক ব্যক্তিটিকে সেলিব্রিটি হতে হবে। তাই মন্ত্রীদের ক্ষমতা হারানোর পরেও হয়তো পাবলিকের তেমন একটা সংকটে পড়তে হবে না। তারা ডোবা, নালা, পলিথিন সহ বিভিন্ন উৎস থেকে প্রাথমিক ধাক্কাটা ঠিকই সামলে নেবে।

কিন্তু আমরা যারা কমেডি দেখে বিনোদনের পাশাপাশি, প্রতিটা দৃশ্যকে পাঠ করি এবং গভীরে ঢুকে বিশ্লেষণের চেষ্টা করি তাদের কী হবে!? কারো ব্যক্তিগত এক্টিভিটি থেকে উৎপন্ন হয়ে ফেসবুকের মাধ্যমে প্রচার পাওয়া কমেডিতে যে আমাদের রুচি হয় না।

তাই মন্ত্রীদের অনুরোধ করবো, একদিকে ফোকাস দিন। দয়াকরে পার্টটাইম মন্ত্রী-পার্টটাইম কমেডিয়ান খেলা বন্ধ করেন। হয় ঠিকঠাক মন্ত্রীত্ব করেন, না হয় পদত্যাগ করে কমেডিতে ফুল টাইম সময় দেন, চিন্তা করবেন না, কমেডি করেও অনেকদূর যাওয়া যায়, বিশ্বে এমন বহু নজীর আছে। আপনাদের এসব ডাবল এক্টিভিটি একদিকে যেমন দেশে কমেডিয়ান শূন্যতা তৈরি করছে, অন্যদিকে আপনাদের অধীনস্থ মন্ত্রণালয়কে লাটে উঠাচ্ছে। অর্থাৎ করাতের মতো উভয় দিকেই রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:১৩

জ্যাক স্মিথ বলেছেন: পররাষ্ট্র মন্ত্রীর বয়স হয়ে গেছে, দিন দিন উনার বেফাঁস মন্তব্যের সংখ্যা বাড়তেই আছে। উনার এখন অবসর প্রোয়োজন।

২০ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:২০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



বয়স ঠিকই আছে, তিনি ফ্রুটিকা খেয়েছেন।

২| ২০ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৫

জটিল ভাই বলেছেন:
জীবনে বাঁচতে গেলে বিনোদনের প্রয়োজন আছে।
এই দূর্মূল্যের বাজারে এমন ফ্রি বিনোদনের বড্ড দরকার.......

২০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




কিন্তু ভবিষ্যতে যখন এরা ক্ষমতা হারাবে তখন কি হবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.