নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

সুলতানা কামালের এই বক্তব্য কেন হিপোক্রেসি হবে না?

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৩



এমনিতেই অনেক অভিভাবক মেয়েদের দূরে কোথাও পড়তে দিতে চায় না, তারপর আবার এই ঘটনা। নিঃসন্দেহে এর রেশ অনেকদূর যাবে। অভিভাবকদের মানসিক ভীতি আরো বৃদ্ধি পাবে, যা নারী শিক্ষার পথকে কিছুটা হলেও সংকুচিত করবে।

এর থেকে উত্তরনের উপায় হচ্ছে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচারের মাধ্যমে অভিভাবকদের অন্তত এই মেসেজটুকু দেয়া যে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে বিষয়ে প্রতিটা বিশ্ববিদ্যালয়/কলেজ প্রশাসন সচেষ্ট থাকবে।

এই কথাগুলো না বলে সুলতানা কামালের মতো নারীবাদীর যা বললেন তাতে ঘুরেফিরে ঐ ইসলামিস্টদের টেনে এনে অপরাধীদের অপরাধকে খাটো করে দেখানো বা আড়াল করার অপচেষ্টা ব্যতিত আর কিছুই না।

"নারীর অগ্রযাত্রা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দেয়া হলো", সুলতানা কামালের এই বক্তব্যের মাধ্যমে বোঝা যায়, অপরাধ হওয়ার পর কে কি বলবে সেটা নিয়ে তিনি বেশ চিন্তিত! অথচ এটা যে একটা গর্হিত অপরাধ হয়েছে, এর যে বিচার হওয়া দরকার সে বিষয়ে তিনি নিরব!? কেমন যেন বিষয়টা ধামাচাপা দিতে পারলেই মনে হয় তিনি স্বস্তি পেতেন। মানুষ সাধারণত নিজে/নিজেদের অপরাধ ধামাচাপা দিতে চায়, সে হিসেবে প্রশ্ন যাগে তবে কি সুলতানা কামাল ইডেন ছাত্রীলীগের সভাপতি ইভানাদেরই প্রতিনিধি বা পূর্বসূরি?

এমন প্রশ্ন করার কারণ আছে, কোন এক নারীবাদীর মুখেই শুনেছিলাম, নারীদের এগিয়ে যাওয়ার পথে জড়তা নাকি একপ্রকার প্রতিবন্ধকতা, যারা বেশি জড়তা এবং লজ্জা দেখায় এগুলারে কয়েজন পুরুষের কাছে পাঠালেই নাকি জড়তা, লজ্জা-শরম সব কেটে যাবে!

যাইহোক, সুলতানা কামালের মতো মানুষের কাছ থেকে বিচক্ষণ ভূমিকা আশা করি। ঘুরিয়ে ফিরিয়ে ইসলামিস্টদের টেনে এনে অপরাধকে খাটো করে দেখানোর অপচেষ্টা তার ইমেজের সাথে মানানসই না।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৩

নাহল তরকারি বলেছেন: ইডেন কলেজ কে এখন কেউ সম্মানের চোখে দেখবে না।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৪

তানভির জুমার বলেছেন: এরা নারী স্বধীনতা, প্রগতিশীলতা, আর নাস্তিকতার কান্দে বন্দুক রেখে ইসলাম বিদ্বেষ চর্চা করে। আওয়ামীলিগের অপরাধগুলো কে আড়াল করে দায়ভারটাকে পুরা সমাজ ও জাতির উপর সমর্পন করে, এরা এই কাজে বেশ পারদর্শী। এই সুলতানা কামালরা জাতিকে বিভক্ত করে নিজেদের স্বার্থ হাসিল করে। আরো বহু আগেই এদের বিচারের আওতায় আনা উচিত ছিল।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৬

কামাল৮০ বলেছেন: প্রাপ্তবয়স্ক একজন মানুষের অধিকার আছে অন্যের ক্ষতি না করে স্বাধীন মতো চলার,এবং কথা বলার।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



একমত, হিপোক্রেসি করার স্বাধীনতাও সবার থাকা উচিত।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৪

ইমরোজ৭৫ বলেছেন: এ কেমন শিক্ষা যেখানে সার্টিফিকেট পেতে হলে বড় ভাইদের যৌন সুখ দিতে হয়? এমন বাজে প্রতিষ্ঠান কে বন্ধ করা উচিত।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ওনার মূলধন হচ্ছে , ওনার মা । মায়ের নাম ছাড়া অন্যার কিছু নেই । একেবারে গুরুত্বহীন । বয়স হলে মাথা এমনিতেই তেতে যায় তাই ছেড়ে দিন ।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৬

আহমেদ জী এস বলেছেন: প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন,



আপনার এই লেখাটি পড়ে মনে হলো, আপনিও জবরদস্ত একটা হিপোক্রেসি করলেন। আপনি কি , যেখান থেকে কয়েকটি লাইন মাত্র এই লেখার শুরুতে বিশাল করে দিলেন, সুলতানা কামালের সেই মতামতটি আদৌ সবটা পড়েছেন ? পড়েন নি, বোঝা যায় নতুবা ভিন্ন কোন উদ্দেশ্যে এই লেখাটার অবতারনা করেছেন ।
সুলতানা কামাল সেখানে যে এই কথা্ও বলেছেন তা সম্পূর্ণ এড়িয়ে গেলেন কেন ? -------------------
"আবারও বলছি, এ পরিস্থিতির জন্য ইডেন কলেজ ছাত্রলীগ নেতৃত্ব একা দায়ী নয়। ইডেন কলেজ ছাত্রলীগকে পরিচালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় ছাত্রলীগ, সেই ছাত্রলীগকে পরিচালনার দায়িত্বে থাকা আওয়ামী লীগের নেতৃত্ব—সবারই এখানে দায়বদ্ধতা আছে। কেউই তাদের নিজ নিজ দায়িত্ব পালন করেনি। বরং সবাই এই জবাবদিহিহীন অনাচারকে প্রশ্রয় দিয়ে চলেছে। দুঃখজনক বিষয় হচ্ছে, কেউই আমাদের সন্তানদের ভবিষ্যৎ যে ধ্বংস হয়ে যাচ্ছে, তা নিয়ে শঙ্কা বোধ করছে না।"
তিনি আরও লিখেছেন ---
"কোনো তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে? কোনো ঘটনা ঘটার পর সেটা সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হয়। সেটাই নিয়ম। পত্রিকান্তরে যে খবর এসেছে, সে অনুযায়ী কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে, কোনো বিচারিক প্রক্রিয়ার আশ্রয় না নিয়েই ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব কয়েকজনকে বহিষ্কার করল। এর মাধ্যমে সত্যিকার অপরাধী চিহ্নিত হলো কি না, বিচার নিরপেক্ষ ও স্বচ্ছ হলো কি না, তা বোঝা গেল না। এ সিদ্ধান্ত যেভাবে নেওয়া হয়েছে, সেটাও সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের যথেচ্ছাচারের স্বাক্ষর রাখে।"
অথচ আপনি প্রশ্ন রেখেছেন, একটা গর্হিত অপরাধ হয়েছে তার যে বিচার হ্ওয়া দরকার সে ব্যাপারে সুলতানা কামাল নিরব কেন ? ঐ মতামত কলামের সবটা পড়ে কি আপনার মনে হয় যে, আসলেই তিনি হিপোক্রেসি করেছেন ? আপনি কি কোন কারনে বায়াসড ??

পাঠক , আপনাদের সুবিধার জন্যে প্রথম আলোতে প্রকাশিত সুফিয়া কামালের মতামত কলামটির লিংক, যেখান থেকে লেখক এটা তুলে ধরেছেন -দায়টা শুধু ইডেন কলেজ ছাত্রলীগের নয়
আপনাদের কি মনে হয় ?

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



লিঙ্ক দেয়ার জন্য ধন্যবাদ, এই কলামের পুরোটা আমার পড়া হয়নি।পুরো বক্তব্যকে সমর্থন জানাই, কিন্তু এর মাধ্যেও তিনি উদ্দেশ্যপ্রনিত ভাবে দুএকটা বাক্যের মাধ্যমে ইসলামকে খোঁচা মেরেছ, বিষয়টা নিন্দনীয়। অপরাধ যেটা হয়েছে সেটার বিষয়ে প্রতিবাদ করার রাইট কেবল তার একার নয়, সকলেরই আছে।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০০

তানভির জুমার বলেছেন: আহমেদ জী এস বলেছেন: প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন,
আপনার এই লেখাটি পড়ে মনে হলো, আপনিও জবরদস্ত একটা হিপোক্রেসি করলেন। আপনি কি , যেখান থেকে কয়েকটি লাইন মাত্র এই লেখার শুরুতে বিশাল করে দিলেন, সুলতানা কামালের সেই মতামতটি আদৌ সবটা পড়েছেন ? পড়েন নি, বোঝা যায় নতুবা ভিন্ন কোন উদ্দেশ্যে এই লেখাটার অবতারনা করেছেন ।
সুলতানা কামাল সেখানে যে এই কথা্ও বলেছেন তা সম্পূর্ণ এড়িয়ে গেলেন কেন ? -------------------
"আবারও বলছি, এ পরিস্থিতির জন্য ইডেন কলেজ ছাত্রলীগ নেতৃত্ব একা দায়ী নয়। ইডেন কলেজ ছাত্রলীগকে পরিচালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় ছাত্রলীগ, সেই ছাত্রলীগকে পরিচালনার দায়িত্বে থাকা আওয়ামী লীগের নেতৃত্ব—সবারই এখানে দায়বদ্ধতা আছে। কেউই তাদের নিজ নিজ দায়িত্ব পালন করেনি। বরং সবাই এই জবাবদিহিহীন অনাচারকে প্রশ্রয় দিয়ে চলেছে। দুঃখজনক বিষয় হচ্ছে, কেউই আমাদের সন্তানদের ভবিষ্যৎ যে ধ্বংস হয়ে যাচ্ছে, তা নিয়ে শঙ্কা বোধ করছে না।"
তিনি আরও লিখেছেন ---
"কোনো তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে? কোনো ঘটনা ঘটার পর সেটা সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হয়। সেটাই নিয়ম। পত্রিকান্তরে যে খবর এসেছে, সে অনুযায়ী কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে, কোনো বিচারিক প্রক্রিয়ার আশ্রয় না নিয়েই ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব কয়েকজনকে বহিষ্কার করল। এর মাধ্যমে সত্যিকার অপরাধী চিহ্নিত হলো কি না, বিচার নিরপেক্ষ ও স্বচ্ছ হলো কি না, তা বোঝা গেল না। এ সিদ্ধান্ত যেভাবে নেওয়া হয়েছে, সেটাও সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের যথেচ্ছাচারের স্বাক্ষর রাখে।"
অথচ আপনি প্রশ্ন রেখেছেন, একটা গর্হিত অপরাধ হয়েছে তার যে বিচার হ্ওয়া দরকার সে ব্যাপারে সুলতানা কামাল নিরব কেন ? ঐ মতামত কলামের সবটা পড়ে কি আপনার মনে হয় যে, আসলেই তিনি হিপোক্রেসি করেছেন ? আপনি কি কোন কারনে বায়াসড ??

পাঠক , আপনাদের সুবিধার জন্যে প্রথম আলোতে প্রকাশিত সুফিয়া কামালের মতামত কলামটির লিংক, যেখান থেকে লেখক এটা তুলে ধরেছেন -দায়টা শুধু ইডেন কলেজ ছাত্রলীগের নয়
আপনাদের কি মনে হয় ?


আপনার কি মনে হয় দেশের এই অবস্থার জন্য সুলতাা কামালরা দায়ী নয়?

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৩

নিরীক্ষক৩২৭ বলেছেন: ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি।
সে মুক্তিযুদ্ধবিরোধী, নারী-বিদ্বেষীদের কথা বলছে আর আপনি ধরে নিলেন ইসলামিস্টদের কথা বলছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



এই শব্দগুলো দ্বারা সামগ্রিক ভাবে ইসলামকে ঘায়েল করারই চেষ্টা হয় সেটাতো কারো অজানা নয়।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৮

রানার ব্লগ বলেছেন: সুলতানা কামালের সব থেকে বড় নেগেটিভিটি তিনি বিশিষ্ট লেখিকা নারীদের আলোকবর্তিকা সুফিয়া কামালের মেয়ে। বাংলাদেশের যে সকল ততথাকথিত ইসলামের ঝান্ডাধারি ( জানি না ঝান্ডা টা কোথায় ধরে আছেন) তাদের দুই চক্ষু ইন্দ্রিয়ের জন্য ভয়ানক জয়বাংলা রোগ। তো তিনি যাহাই বলবেন তাহাই আপনাদের বুকে মান কচুর মতো চুলকানি হবে। এটাই স্বাভাবিক। তিনি বলেছেন এই ঘটনার কারনে কিছু বেয়াদব মৌলবাদ নারী শিক্ষা নিয়ে তাদের মাড়ি প্রদর্শনী তে নেমে যাবে যার প্রভাব সুদুরপ্রসারি।

আপনাদের মতো অতি সংবেদনশীল ঝান্ডাধারীদের একটাই সমস্যা মুক্তিযুদ্ধবিরোধী, নারী-বিদ্বেষীদের নিয়ে কিছু বললেই তাহাতে ইসলাম ফোবিয়া ট্যাগ দিয়ে একধরনের ইন্দ্রিয় সুখ লাভ করেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



এটাকে পুঁজি করে কেউ কেউ নারীশিক্ষার বিরুদ্ধে বলবে, এটা অস্বীকার করি না। সেটাকে আমি সমর্থন করি না। কিন্তু যখন কতিপয় হুজুরদের অপকর্মকে পুঁজি করে ইসলামকে আক্রমণ করা হয় সে ব্যপারে কী বলবেন? ইট মারলে পাটকেল খেতে হবে। যদিও আমি এদের কাউকেই সমর্থন করি না। যারা ইসলামকে পুঁজি করে অপকর্ম করে তাদের বিরুদ্ধেও আমার লেখা আছে, আবার যারা হুজুরদের অপকর্মের দায়ে ইসলামকে আক্রমণ করে তাদের বিরুদ্ধেও বলি। ধর্মান্ধ, সুশীল, নারীবাদীদের মতো একদিকে ঝুঁকে পড়ি না। যা সত্য তাই বলার চেষ্টা করি।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ইসলাম আর ধর্মান্ধতা এক নয়। উনি ইসলাম নিয়ে কিছু বলেন নি। মুক্তিযুদ্ধ বিরোধী এবং নারী বিদ্বেষী দের সাথে ইসলামের কি সম্পর্ক?

৩০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:০২

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



ইনাদের টার্গেট যে ধর্মই সেটা ওপেন সিক্রেট।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১১

শ্রাবণধারা বলেছেন: " নিরীক্ষক৩২৭ বলেছেন: ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি।
সে মুক্তিযুদ্ধবিরোধী, নারী-বিদ্বেষীদের কথা বলছে আর আপনি ধরে নিলেন ইসলামিস্টদের কথা বলছে।"

আপনি তো সাংঘাতিক বলগার দেখা যাচ্ছে!!!

আহমেদ জী এস ভাই অনেক ধন্যবাদ বিষয়টিকে পরিষ্কার করার জন্য।

৩০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:০৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



আহমেদ জি এস ভাইকে আমিও ধন্যবাদ জানিয়েছি। যেকোন বিষয়ে নির্মোহ থাকার চেষ্টা করবেন, ধর্মান্ধ, সুশীলান্ধ, নারীবাদন্ধের মতো এক দিকে কেন ঝুঁকে পড়েন?

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১২

শ্রাবণধারা বলেছেন: " নিরীক্ষক৩২৭ বলেছেন: ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি।
সে মুক্তিযুদ্ধবিরোধী, নারী-বিদ্বেষীদের কথা বলছে আর আপনি ধরে নিলেন ইসলামিস্টদের কথা বলছে।"

এর উত্তরে লেখক বলেছেন:
"এই শব্দগুলো দ্বারা সামগ্রিক ভাবে ইসলামকে ঘায়েল করারই চেষ্টা হয় সেটাতো কারো অজানা নয়।"

আপনি তো সাংঘাতিক বলগার দেখা যাচ্ছে!!!

আহমেদ জী এস ভাই অনেক ধন্যবাদ বিষয়টিকে পরিষ্কার করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.