নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাছানোবো ফোকো-ওকা হচ্ছেন জাপানের একজন কৃষক। যিনি তার উৎপাদিত ফসল হতে ততটুকুই আনেন যতটুকু তার প্রয়োজন। বাকিটা রেখে আসেন অন্যের জন্য, সে হতে পারে কোন মানুষ, পশু, কিংবা পাখি। মাছানোবো ফোকো-ওকাকে পড়ে উপলব্ধি করা যায়। একজন কৃষকের নিকটও চিন্তার উপকরণ থাকতে পারে, শিক্ষা থাকতে পারে। একটা পাখিও বিভিন্ন ভাবে মানুষের উপকার করে। বিভিন্ন ভাবে সেও পরিবেশে অবদান রাখে।
সাধারণত দেখা যায় যে পাখি যেন ফল না খেতে পারে তার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়। আমরা এমনটা না করি, গাছের কিছু ফল পাখিদের জন্য বরাদ্দ রাখি। আমাদের বাড়ির সকল ফল গাছের ফল পাখিদের জন্য উন্মুক্ত, আমার কাছে তো বরং দেখতে আনন্দই লাগে যখন কোন পাখি এসে আমার লাগানো গাছের ফল তৃপ্তি করে খায়!
ছবিঃ আমাদের বাড়ির পেঁপে গাছ।
১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
পশু পাখি ছাড়া কি আমরা টিকে থাকতে পারব?
২| ১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: একজন সহজ সরল ভালো কৃষক ফোকো ওকা।
ছোটবেলা থেকেই আমার একজন কৃষক হওয়ার ইচ্ছা ছিলো। সেই ইচ্ছা এখনো আছে।
১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৫
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
ফোকো ওকার কাছ থেকে শেখার আছে আমাদের। বৃক্ষের প্রতি আমার একটা টান আছে। ছোট একটা বাগান করিছি, করোনার সময়, আমাদের প্রয়োজনীয় সবজির ৯০% নিজেই উৎপাদন করেছি।
আহমদ ছফার পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ বইটা পড়েছেন ?
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৪
মোস্তফা সোহেল বলেছেন: পশুপাখিদের চিন্তা আমাদের দেশের লোকেরা খুবই কম করে।