নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভ্রমণ নিয়ে সাধারণত ব্লগে লেখা হয়ে ওঠে না। অথচ আমি খুবই ভ্রমনপ্রেমি মানুষ। দেশে এ পর্যন্ত ৬০ জেলা ঘুরেছি। গত বছর 'সোলার পাওয়ার প্লান্টের' উপর ট্রেনিং করতে দেশের বাহিরে গিয়েছিলাম। সেখানে গিয়েও দর্শনীয় বিভিন্ন স্থানে ঘুরেছি, তারই একটা বেলুম কেইভ । এ পর্যন্ত গুহাটার প্রায় সারে তিন কিলোমিটার আবিষ্কার করা সম্ভব হয়েছে। ভিডিওটা সেখানেই করা।
১০ ই মে, ২০২৩ দুপুর ২:০৩
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
চ্যানেলেও তেমন ভিডিও নাই। যা আছে তা অনেক পুরনো। ১০ বছর আগের ভিডিও'ও আছে। যাইহোক এই হচ্ছে আমার চ্যানেল
১০ ই মে, ২০২৩ দুপুর ২:০৬
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
অবশ্য অনেক ভিডিও ল্যাপটপে পচছে। এডিট করে চ্যানেলে দেবো দেবো করে আর দেওয়া হয় না।
২| ১০ ই মে, ২০২৩ বিকাল ৩:১৮
শেরজা তপন বলেছেন: ভাল লাগল তবে একটু নয়েজ বেশী হয়ে গেছে!
১০ ই মে, ২০২৩ বিকাল ৫:৪৩
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
গুহার মধ্যে মেশিনের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয়, তাই কিছু কিছু স্থানে মেশিনের সাউন্ড নয়েজ সৃষ্টি করে।
৩| ১০ ই মে, ২০২৩ বিকাল ৪:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সোলার প্যানেল বিষয়ক পোষ্টের অপেক্ষায় আছি। দেশের জ্বালানি সংকট মোকাবিলায় এটা কতটুকু ভূমিকা রাখতে পারবে?
১০ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:২৮
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
সোলার পাওয়ার ব্যবহারে আমরা কতটা পিছিয়ে আছি সেটা কল্পনাও করতে পারবন না। আমাদের মোট উৎপাদন ক্ষমতা ছাব্বিশ হাজার মেগাওয়াট, পাশ্ববর্তী দেশ ভারতে শুধু সোলার দিয়েই উৎপাদন ক্ষমতা একলক্ষ মেগাওয়াট, এ বছর শেষে এটা একলক্ষ বিশ হাজার মেগাওয়াটে পৌছাবে। ভারতের মোট উৎপাদন ক্ষমতা চার লক্ষ মেগাওয়াট, এর মধ্যে ৪০% নব্য়নযোগ্য শক্তি হতে উৎপাদনের লক্ষমাত্রা ঠিক করেছে। পাকিস্তানের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার প্রায় ২৭% নবায়নযোগ্য শক্তি হতে উৎপাদিত হয়।
আমাদের মো্ট ক্ষমতার মাত্র ৩% সোলার পাওয়ার। ২০৩০ সাল নাগাদ এটা ১০% এ উন্নতি করার লক্ষ মাত্রা নেয়া হয়েছে।
সার্ভে করে দেখা গেছে যে সারা দেশে সরকারি বিল্ডিংয়ের ছাদ সমূহ হতে দুই হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এ বিষয়ে গত ডিসেম্বরে প্রধানমন্ত্রীর অফিসে প্রস্তাবও দেয়া হয়েছে, এখনো তার রেজাল্ট পাইনি। মনে রাখতে হবে সোলারের উপর শতভাগ বিদ্যুৎ উৎপাদনের সুযোগ নেই, কারন সোলার যে পাওয়ার পাওয়া যায় সেটা স্থির নয়, সূর্যের আলোর সাথে পরিবর্তন হয়। ভারতের অন্ধ্র প্রদেশের ১০০০ মেগাওয়াট ক্ষমতার একটা সোলার পাওয়ার প্লান্ট ভিজিট করেছিলাম, ওরা ওদের প্রিভিয়াস প্রডাকশন কার্ভ দেখিয়েছিল। সেখানে দেখা যায় কখনো কখনো ১০০০ মেগাওয়াট ক্ষমতার প্লান্টের উৎপাদন হঠাৎ করেই ১০০ মেগাওয়াটে নেমে আসে। সূর্যের আলো পরিবর্তনের সাথে উৎপাদনেও পরিবর্তন হয়, তবে চাহিদা কিন্তু পরিবর্তন হয় না। ফলে হঠাৎ করে উৎপাদন খুব বেশি কমে গেলে, তার প্রভাব অপর পাওয়ারপ্লান্টেও পড়ে (যেহেতু জাতীয় গ্রীডের মাধ্যমে সবগুলো প্লান্টই ইন্টার কানেক্টেড), এটা কারণে ব্লাকআউটও হতে পারে। তবে নির্দিষ্ট পরিমান লোড সোলার পাওয়ার প্লান্টের উপর দেয়া যায়।
৪| ১০ ই মে, ২০২৩ বিকাল ৪:২১
শাওন আহমাদ বলেছেন: বাকি ৪ জেলাও ঘুরে ফেলেন, বাই দ্যা রাস্তা এই গরমে আপনার মতো করে ঝর্ণায় চ্যাগায়ে থাকতে ইচ্ছে করছে।
১০ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আমি নিজের টাকায় খুব কমই ঘুরছি, বেশিরভাগই অফিসের টাকায় ঘুরেছি। অফিসের কাজে যখনই কোথাও গেছি, সময়করে সেখানকার বিভিন্ন স্থানও পরিদর্শন করে নিয়েছি। অফিসিয়াল সুযোগ হলে বাকি ৪ জেলাও আর বাকি থাকবে না, ইনশাআল্লাহ।
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০২৩ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: আপনার চ্যানেলের লিংক টা দেন।