নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাঠ্যপুস্তকে আমরা যে ইতিহাস পড়ে বড় হয়েছি তার শুরু সিরাজুদ্দৌলা থেকে, এবং সে ইতিহাস পরাজয়ের ইতিহাস। এরপর ব্রিটিশ শাসনে গোলামীর ইতিহাস। অর্থাৎ যে ইতিহাস আমাদের পড়ানো হয় তা পরাজয়ের এবং গোলামীর। একাত্তরে জয়ের যে ইতিহাস বর্তমান পাঠ্যপুস্তকে পড়ানো হয় তাকেও বেঁধে দেয়া হয়েছে পরনির্ভরশীলতার শেকলে! যে জাতি পরাজয় এবং গোলামীর ইতিহাস পড়ে বড় হয়, সে জাতি কী করে জয় করবে? যে জাতি গোলামের ইতিহাস পড়ে বড় হয়, সে জাতি কী করে মাথা উঁচু করে দাঁড়াবে?
কোথায় স্বাধীন সুলতানী বাংলার ইতিহাস। কোথায় নোয়াখালীতে জন্ম নেয়া ফখরুদ্দীন মুবারক শাহ? কোথায় অবিভক্ত বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ? ইউজবাক শাহ, তুগরাল খান, শামসুদ্দিন ফিরোজ শাহয়েরা কোথায়? কোথায় বাংলা সালতানাত?
ইদানীং ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির ইতিহাস যুক্ত করা হয়েছে। কিন্তু সেখানেও আল্টিমেটলি বাংলাকে পরাজিত হিসেবেই দেখানো হয়েছে। বিপরীতে যেই সেনেরা বাংলা ভাষাকে রুখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে তাদের দেখানো হয়েছে হিরো হিসেবে!
ইতিহাসের স্রোত থেকে আসে বর্তমান। বর্তমানের উপর নির্ভর করে ভবিষ্যৎ। তাই ভবিষ্যৎ নির্মাণে দরকার ইতিহাসের পূর্ণ পাঠ। কেবল পরাজয় আর গোলামীর খণ্ডিত ইতিহাস কখনোই রাজনৈতিক, অর্থনৈতিক, এবং সামাজিকভাবে শক্তিশালী রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হতে পারে না।
১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
ধন্যবাদ
২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: এক কথায় বলতে গেলে, আমরা গোলামী করেই মজা পাই, তাই গোলামীর ইতিহাস পড়াই। তাছাড়া আমাদের বিভিন্ন কারণে তেলবাজীও করা লাগে, ফলে অনেক সত্য ইতিহাস বলতে আমরা লজ্জা পাই!
সামিউল ইসলাম বাবুর কথার সাথে একমত।
১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১১
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
এখন তো আবার সেলফি তুলে দেখাতে হয়।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯
সোনাগাজী বলেছেন:
'৭১'এর মুক্তিযুদ্ধকে পরনির্ভরতার শেকলে কে বা কাহারা বেঁধেছে? কাজটা তো আপনি শুরু করেছেন বলে মনে হচ্ছে!
১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আপনে জানেন না তাই হুট করে একটা কথা বলে দিলেন। বর্তমান উচ্চ মাধ্যমিকের বই পড়ে দেখেন, একেবারে ইন্দিরা গান্ধির ছবি সহ দিয়েছে।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৩
সোনাগাজী বলেছেন:
ইন্দিরা গান্ধির ছবি কেন থাকবে না? ১কোটী মানুষকে থাকত দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছেন, অস্ত্র দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন!
আপনি কি সৌদীদের ছবি দিতে চান?
১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৮
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
স্যার বলেছে গরুর রচনা লিখতে, ছাত্র লিখছে 'গরু নদীতে পানি পান করতে গেল, এরপর নদীর বর্ণনা দেয়া শুরু করলো'।
আসলে ছাত্রটা নিজের সম্পর্কে রচনা লেখতে পারে না। ঐ ছাত্রের সাথে আপনার পার্থক্য কী?
এখানে সৌদি আসলো কোথা হতে?
১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আরেক দেশে বসে বসে দেশ নিয়ে চিন্তা করা লোক
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: এই বিষয়ে আমার কোনো ধারনা নেই।
তা চুপ থাকলাম।
১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৮
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
ওকে
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৭
জ্যাক স্মিথ বলেছেন: আমি দীর্ঘ গবেষণায় দেখেছি আমাদের মধ্যে গোলামী এবং ছোটলোকি একটা মানসিকতা আছে, তবে এটা ইতিহাসের কারণে, না ঠিক কি কারণে তা অবশ্য জানিনা।
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর একটা বিষয় আলোচনা করেছেন।
আমাদের জ্ঞানী ব্যক্তির অভাব নেই। দূরদর্শী জ্ঞানী মানুষের বড় অভাব।
আর সঠিক ইতিহাসটা আমাদের পড়ানো হয়না।