![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা কি এই রায় চেয়েছিলাম??? যে শহীদের রক্তের মূল্যে, বীরাঙ্গনার সম্ভ্রমের মূল্যে বিচারকেরা সুযোগ সুবিধা ভোগ করছে এই রায় কি তাঁদের সাথে বিশ্বাসঘাতকতা নয়??? নাকি এ প্রশ্ন করাও আদালত অবমাননার পর্যায়ে পড়বে??? অন্তত এই ক্ষেত্রে আদালত অবমাননার দোহাই দিয়ে বিচারকদের দায়মুক্তি দেয়া উচিত নয়... কারণ এখানে শহীদের রক্তের মূল্য, বীরাঙ্গনার সম্ভ্রমের মূল্য জড়িত... কসাই কাদের মোল্লার এই "ভি" চিহ্ন সকল শহীদ, বীরাঙ্গনা সর্বোপরি আমাদের প্রতি কতটা অপমানজনক তা কি বিচারকেরা কখনো উপলদ্ধি করতে পারবে???
এই রায় ৩০ লক্ষ শহীদের সাথে বিশ্বাসঘাতকতা, এ রায় ৪ লক্ষ বীরাঙ্গনার সাথে বিশ্বাসঘাতকতা, যারা আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য সবকিছু উৎসর্গ করেছে... আমরা ন্যয় বিচার চাই... আমরা কসাই কাদের মোল্লার বিরুদ্ধে এই রায় প্রত্যাখান করলাম। আমাদের সাথে অংশগ্রহণ করুন শাহবাগ, ঢাকায় আর ন্যয় বিচার দাবি করুন।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০২
অপূর্ণ রায়হান বলেছেন: প্রতিবাদ চলুক , শয়তান রাজনীতিবিদদের কলজে কাপিঁয়ে দেওয়া হোক
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩১
আমিই মিসিরআলি বলেছেন: রায় শোনার পর থেকে অজানা আশংকায় অন্তরাত্মা কেঁপে উঠেছিল,
আমরা নতুন প্রজন্ম কি আবার ১৯৭১'র অপেক্ষায় আছি !!!
আরেকটা গনজাগরনের দরকার ।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩
খুব সাধারন একজন বলেছেন: জাগবে মানুষ,
উঠবে রব,
রাজাকারের-
দেখব শব।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭
ইখতামিন বলেছেন:
বসে থাকার সময় পেরিয়ে গেছে বহু আগেই.
চলো সবাই.
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭
শুভসকাল বলেছেন: জাগো বাহে কুণ্ঠে সবাই..........................চলে এসো শাহবাগ মোড়ে ।দেখে যাও,বাঙালীরা গর্জে উঠেছে ।