![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্ভেজাল প্রকৃতি প্রেমী । সার্টিফিকেটের জোরে শিক্ষিত আসলে গবেট। মনে যা আসে লিখি। সাহিত্যের বিচারে না, মনের ইচ্ছায়, পরিবর্তনের মানসে...
অসময়ে যাত্রা করে
হইলো না ভেদ রুপরেখা
রইলো সুজন অ-দেখা।।
আবেগের তাড়নায় পড়ি
খাইলাম শুন্যে গড়াগড়ি
মোহের টানে এই আনাড়ি
জল ভাবে অগ্নিশিখা।।
চাওয়া হলো সর্বনাশা
ভুল সময়ের বদ পিপাসা
দুরদেশে বন্ধুয়ার বাসা
যান পড়ে রয় বড়লেখা।।
আত্মবিশ্বাস কাল হইলো
দুরদেশো কাছে দেখাইলো
সাদিক তাজিন যথা রইলো
ভাগ্যে দর্শন নাই লেখা।।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৮
নেওয়াজ আলি বলেছেন: সুপার লেখা।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: বেশ লিখেছেন
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।