নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সদয় খান

সাধারন একজন মানুষ কিছু অসাধারন সপ্ন নিয়ে দিন পার করছি । সাধারণ থাকতে চাই । তবে মাঝে মাঝে ভাবও মারি । আমার আশপাশের সবাইকে হাসি-খুশি রাখতে বেশি পছন্দ করি । ফেসবুকে লিখি আবার টুকটাক ব্লগে লিখি । আমার লিখা পড়ে কারও মুখে যদি একটুখানি হাসি ফুটে তাই যথেষ্ঠ । ধন্যবাদ ।

সদয় খান › বিস্তারিত পোস্টঃ

মোবাইলে কত কি হয় !!! ;)

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:১৮

প্রচন্ড মাথা ব্যাথা করছিল । একজনের ফোন আসল তারপর কিছু কথা হল । কি কথা হল নিচের লিখাটা পড়লে আশা করি তা বোঝা যাবে...



মোবাইল ফোন আমাদের কাছে অতি অতি অতি প্রয়োজনীয় এক বস্তু । কতইনা উপকার করে আমাদের । মোবাইলে কথা বলতে গিয়ে কত রকম কথা আমরা বলি । প্রয়োজন অনুসারে আমরা কিছু আজব ধরনের কথা মোবাইলে বলে ফেলি, যেমনঃ-





--খুব মাথা বেথা,আমার মাথাই একটু হাত বুলিয়ে দাও না !



--তোমার কপালে হাত দেয়, কত জর হয়েছে দেখি !



--মনটা খুব খারাপ তোমার কাঁধে একটু মাথা রাখি !



--খুব ভয় করছে,আমার হাতটা একটু ধরো না !



--প্লিজ আর কাঁদবে না,এইতো আমি তোমার চোখ মুছে দিচ্ছি !





এরকম আরো কত কথা আমরা বলে ফেলি । কিন্তু দুজন দুপ্রান্তে বসে মোবাইলে এসব কাজ কিভাবে সম্ভব ? আসলে সম্ভব না । তারপরেও আমরা বলি ( বিশেষ করে কোপত-কোপতিরা ) । এর সবই আমাদের তুখোড় কল্পনা শক্তি ।



একটা কথা শুনি, “মোবাইল আমাদের দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ” । হ্যাঁ এর মাধ্যমে আবেগ কমে গেলেও আমাদের কল্পনা শক্তি হয়েছে অনেক বেশি বেগমান ।



ওপরের কথা গুলো অন্যের কাছে খুব “পুতুপুতু” টাইপ হলেও যারা এসব বলে তাদের কাছে অনেক অর্থবহন করে এবং অনেক সময় তা কাজ করে যায় । বলার সময় কল্পনার দ্বারা এমন অনুভূতি জন্মায় যা প্রচন্ড মাথা ব্যাথাও ভাল করে দেয় ( তবে খাম্বায় বারি লেগে মাথা ব্যাথা হলে তা ভাল না হওয়ার সম্ভাবনায় বেশি !!! ) ।



ধন্যবাদ ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:১৬

খেয়া ঘাট বলেছেন: বলার সময় কল্পনার দ্বারা এমন অনুভূতি জন্মায় যা প্রচন্ড মাথা ব্যাথাও ভাল করে দেয় ( তবে খাম্বায় বারি লেগে মাথা ব্যাথা হলে তা ভাল না হওয়ার সম্ভাবনায় বেশি !!! =p~ =p~ =p~ =p~ =p~

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:২২

সদয় খান বলেছেন: পড়ার জন্য এবং আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:৫৮

উড়োজাহাজ বলেছেন: খুব মাথা বেথা,আমার মাথাই একটু হাত বুলিয়ে দাও না !

--তোমার কপালে হাত দেয়, কত জর হয়েছে দেখি !

--মনটা খুব খারাপ তোমার কাঁধে একটু মাথা রাখি !

--খুব ভয় করছে,আমার হাতটা একটু ধরো না !

--প্লিজ আর কাঁদবে না,এইতো আমি তোমার চোখ মুছে দিচ্ছি !

হা; হা: হা: ইমোশন। আমার যখন প্রত্যক্ষ দুনিয়া থেকে চলে যাবো তখন তোমরা স্মরণ করো- আমি বলেছি:

"মানুষ ব্যায়াম করে শরীর থেকে মেদ ঝড়ায়, আর আমি সাধনা করে ঝড়াই আবেগ।"

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৩:০৯

সদয় খান বলেছেন: কথা সত্য...

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D :D :D

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১২

সদয় খান বলেছেন: B-) ;) B-)

৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৬

নাসিব ইমরোজ নূর বলেছেন: B:-) B:-) B:-) /:) /:) /:) /:) :-B :-B :-B :-B :-B :-B

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮

সদয় খান বলেছেন: মজা পাইছেন !!!! B-) B-) ;) B-) B-)

৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৬

নাসিব ইমরোজ নূর বলেছেন: B:-) B:-) B:-) /:) /:) /:) /:) :-B :-B :-B :-B :-B :-B

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:১৯

সদয় খান বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.