![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০৫ সালে আমাদের বাসার জন্য প্রথম মোবাইল কেনা হয় যেটা আব্বু ব্যাবহার করতো । সেই মোবাইল কেনার আগে আমি সবাইকে ঢাক-ঢোল পিটিয়ে জানিয়েছিলাম । কেনার পর আমার একটাই কাজ ছিল,গেমস খেলা ।
কলেজ লাইফে এ প্রথম পার্সনাল মোবাইল হাতে পাই,নিজের মোবাইল,যা ইচ্ছা তাই করবো,ভাবি আলাদা। ততদিনে খুব ভালভাবেই শিখে ফেলেছি মোবাইলে কি! করতে হয়
সে সময় আননওন কোনো নাম্বার থেকে কল আসলে বুকের ভেতর ধরপরানি শুরু হয়ে যেত, যদি কোন মেয়ে কল করে থাকে ।
তখন সেই আননওন কল ধরার জন্য কন্ঠ যতটা পারা যায় মধুর করে "হ্যালো" বললতাম আর বেশিরভাগ সময় চিকনা টাইপ পুরুষালি কন্ঠ ঐপাশ থেকে বলে উঠতো,
"বাই এইডা কুন জাগা ?"
তখন ইচ্ছা করতো মোবাইল এর ভিতরে হাত ঢুকায় দিয়া ঐ বেটার কানের উপর একটা থাবড়া দিয় ।
যাক এটাতো আর সম্ভব না তাই রাগে গজ গজ করতে করতে লাইন কেটে দিতাম । এই সমস্যা টা এখনও প্রায়ই হয় ।
নতুন নতুন মোবাইল পেয়ে বেশিরভাগ ছেলের একটা কোমন ডায়লগ থাকে "দোস্ত একটা মাইয়ার নাম্বার দেনা !"
অপরিচিত মেয়ের সাথে মোবাইল এ ভাব জমিয়ে প্রথম দেখা করতে গিয়ে তাদের "রূপ!" দেখে টম কার্টুনের মত সেখান থেকে চুইইইইই! করে পালিয়ে যেতে ইচ্ছা করতো ।
সে সময় গুলার কথা মনে পরলে খুব মজা লাগে । মাঝে মাঝে খুব মিসও করি ।
লাইফ এর এক একটা ধাপের এর সাথে সাথে আমাদের জীবনধারাও পাল্টে যাচ্ছে । আমরা কেমন জানি নির্জীব হয়ে যাচ্ছি ।
তারপরেও আমরা প্রতিদিনি বলছি “হ্যাঁ…আমি ভাল আছি ।”
এটায় বা খারাপ কি ?!
ভাল তো...!
ভাল না...?
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২২
সদয় খান বলেছেন: ভাল থাকতে পারাটাই সবচেয়ে বড় ব্যাপার । ধন্যবাদ আপনাকে ।
২| ০৬ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:৫৯
পরোবাশি২০১৩ বলেছেন: You and I are some of the lucky ones...valo achi...nothing much...But millions are not even like uas.
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৫
সদয় খান বলেছেন: হননন...ধন্যবাদ আপনাকে ।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০২
বশর সিদ্দিকী বলেছেন: আমি মোবাইল নিয়া পরছিলাম সবচেয়ে মারাত্মক প্রবলেমে। টাকা ঢুকাইতে পারতাম না। কারন ফাইনান্স প্রবলেম। আব্বার কাছে টাতা চাইলে আগে পিছনের ১০ টাকার হিসাব দিতে হইতো।
এছারা ১০ টাকার উপর কখোনই রিচার্জ করতে পারতাম না।
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৯
সদয় খান বলেছেন: আব্বার কাছে টাকা চাইলে আগে পিছনের ১০ টাকার হিসাব দিতে হইতো... খাটি কথা বলছেন । আশা করি সেই দিন আর নাই । শুভ কামনা ।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩
দি সুফি বলেছেন: মিগ 33 চালাইতাম সারাদিন!
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪২
সদয় খান বলেছেন: সেই মজা ছিল এসবে । ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৯
আকরাম বলেছেন: ভালো আছি, ভালো আছি; তবু বলতে হবে!
ভাল তো...!
ভাল না...?