নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সদয় খান

সাধারন একজন মানুষ কিছু অসাধারন সপ্ন নিয়ে দিন পার করছি । সাধারণ থাকতে চাই । তবে মাঝে মাঝে ভাবও মারি । আমার আশপাশের সবাইকে হাসি-খুশি রাখতে বেশি পছন্দ করি । ফেসবুকে লিখি আবার টুকটাক ব্লগে লিখি । আমার লিখা পড়ে কারও মুখে যদি একটুখানি হাসি ফুটে তাই যথেষ্ঠ । ধন্যবাদ ।

সদয় খান › বিস্তারিত পোস্টঃ

আসুন এই সেনা কর্মকর্তার জন্য সবাই একটু দোয়া করি ।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৯

(ছবিতে বাম পাশের জন লেফটেন্যান্ট তানভীর)



বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বেতছড়া ক্যাম্পের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট তানভীর আজ রোববার সাঙ্গু নদীর পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন। তাঁকে খোঁজার জন্য সেনাবাহিনী ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালাচ্ছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।



বিস্তারিত জানতে গোসলে নেমে সাঙ্গুতে নিখোঁজ সেনাকর্মকর্তা

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২১

মাহবুব জামান আশরাফী বলেছেন: ফিরে আয় বন্ধু

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৪

সদয় খান বলেছেন: ইনশাল্লাহ

২| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৫

ইসপাত কঠিন বলেছেন: প্রথম আলোতে কমেন্ট প্রদানকারী ফারুক হোসেন নামক মানসিক বিকারগ্রস্ত ব্যাক্তিটির কমেন্টটি দেখুন। জুভেন ওয়াহিদ নামক পাঠক সাংগু নদীর প্রচন্ড স্রোতের কথা বলার পরেও লিখেছেন স্রোত হয়তো ছিলো না।

বাস্তবে অতি শান্ত সাংগু নদী বৃষ্টি ও পাহাড়ী ঢলে কি ভয়াবহ অশান্ত এবং খরস্রোতা হয়ে ওঠে তা না দেখলে বোঝার নয়। আর গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে সাংগু নদী এখন পূর্ণযৌবনা সর্বনাশা নদীতে রূপ নিয়েছে।

উদ্ধার অভিযান চলছে।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯

সদয় খান বলেছেন: লেফটেন্যান্ট তানভীর এর সাথে উপরের ছবিতে যাকে দেখতে পাচ্ছেন সেই লেফটেন্যান্ট জুভেন ওয়াহিদ । আমার বন্ধু । তার মাধ্যমেই সব জেনেছি এবং ছবিটাও জুভেনের ফেবু একাউন্ট থেকেই নেওয়া ।

"ফারুক হোসেন" টাইপ মানুষকে নিয়ে কথা বলার মত ভাষা আমার নাই ।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৯

ডাসট ইন দা উইনড বলেছেন: আমিন.........আশা করছি ওকে জীবিত ফিরে পাবার, ফিরে আসুক আমাদের সবার মাঝে.........

ফারুক হোসেন নামের এক শুওরের ঔরসজাত বেজন্মা লিখেছে, "নদীতে নাকি স্রোত ছিলোনা"

কালে কালে এইসব বেজন্মা শুয়রের ঔরস থেকেই নতুন শুয়র জন্ম নেয়.....

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১১

সদয় খান বলেছেন: দোয়া করুন যেন সে ফিরে আসে ।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮

শ্রাবণধারা বলেছেন: দোয়া রইলো।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩০

সদয় খান বলেছেন: আমরাও করছি । বাকি আল্লাহ কপালে যা রাখছেন ।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


আশা করছি , উনি সুস্থ এবং সহি সালামতেই ফিরে আসবেন ...


খবরটা পাওয়ার পর থেকেই খারাপ লাগছে!




০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৭

সদয় খান বলেছেন: ইনশাল্লাহ

৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৩

ইসপাত কঠিন বলেছেন: সকল আশা-প্রত্যাশার মৃত্যু ঘটিয়ে লেঃ তানভীরের মৃতদেহ তার ডুবে যাওয়ার এলাকার ১ কিমি দুর থেকে উদ্ধার হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫

সদয় খান বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । আল্লাহ তাকে জান্নাত দান করুক ।

৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৪

ডাসট ইন দা উইনড বলেছেন: ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন.........

আল্লাহপাক ওর বাবা মা সহ সকল কে এই শোক কাটিয়ে উঠার শক্তি দান করুন

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১১

সদয় খান বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । আল্লাহ পাক তাকে শহীদের দরজা দান করুক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.