নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সদয় খান

সাধারন একজন মানুষ কিছু অসাধারন সপ্ন নিয়ে দিন পার করছি । সাধারণ থাকতে চাই । তবে মাঝে মাঝে ভাবও মারি । আমার আশপাশের সবাইকে হাসি-খুশি রাখতে বেশি পছন্দ করি । ফেসবুকে লিখি আবার টুকটাক ব্লগে লিখি । আমার লিখা পড়ে কারও মুখে যদি একটুখানি হাসি ফুটে তাই যথেষ্ঠ । ধন্যবাদ ।

সদয় খান › বিস্তারিত পোস্টঃ

B-)একটু দেখে নিন আপনি কোন ক্যাটিগরির স্টুডেন্টB-)

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২২

যেকোন ক্লাস রুমে বিভিন্ন ক্যাটিগরির ছাত্র থাকে, সেটা ইডুকেশনের যেকোন লেভেলরই হোক না কেন ।



(যেহুতু আমি নিজে ছেলে মানুষ তাই শুধু ছাত্রদের ক্যাটিগরাইজ্ড করলাম)



১. পড়ুয়া : এরা পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না এবং বুঝতে চাইও না । ক্লাস মিস বা ফাঁকি দেওয়ার কথা এরা সপ্নেও চিন্তা করতে পারে না ।



২. নেতা : ইনারা ক্লাসের মাতাব্বর । ইনাদের ছাড়া যেকোন সম্মলিত কাজ বা প্রোগ্রাম প্রায় অসম্ভব । মাঝে মাঝে মাতাব্বরিটাও মাত্রাতিরিক্ত হয়ে যায় ।



৩. মেয়ে পাগল : ক্লাসের মেয়েদের প্রতি সজাগ দৃষ্টি রাখা এদের গুরুদায়িত্ব ;)



৪. জোকার : এদের সংস্পর্সে সময়টা ভালই কাটে । এরা সবাইকে হাসিখুশি রেখে ক্লাস মাতিয়ে রাখে :)



৫. বাচাল : এদের বোলচালে ক্লাস অস্থির । এদের বিরাট বিরাট মামা-চাচা থাকে । এদের মতে, এদের চাকরি হবে নাতো কার হবে :P



৬. গায়ক : এরা প্রায়ই ক্লাসে চিপা গলায় গান গেয়ে ওঠে :-/



৭. বাউলা : এদের চুল-দাড়িতেও অনুভূতি আছে, কাটলে হয়তো ব্যাথা লাগে । হোক না যত খুশি লম্বা তাতে আপনার কি! ।



৮. বেকবেঞ্চার : এরা ক্লাসে সবার পেছনে না বসলে টিচারের লেকচার বুঝতে পারে না ।



৯. বিটকাল : ক্লাসে গ্যাঞ্চাম বা ফ্রেন্ডদের না খোঁচাইলে এদের রাতে ঘুম আসে না X((। এদের অনেকেই আবার পড়াশোনাই খুব ভাল রেজাল্ট করে ।



১০. লাজুক : বলতেই লজ্জা লাগছে :D



১১. চুপচাপ : এরা কিভাবে যে এত সাইলেন্ট থাকে এরাই জানে । এরা নিতান্তই ভাল মানুষ,কয়েকজন আবার মিচকা শয়তান টাইপ হয় :|



১২. মেয়ে বিদ্বেসী : এরা মেয়েদের কাছ থেকে যতটা পারা যায় দুরে থাকার চেষ্টা করে ।



১৩. ধার্মিক : প্রায় সব ক্লাসেই এদের দেখা যায় । এরা দুনিয়া,আখিরাত উভয় দিকেই নজর রাখে ।



১৪. লেটকামার : এরা ক্লাসে নিয়মিত ভাবে দেরিতে আসে । এরা কখনই টিচারের আগে ক্লাসে ঢোকে না ।



১৫. গুন্ডা : ভিলেন না থাকলেতো কিছুই জমে না X(। ইনারা মারামারির মধ্যে আছেন (বিশেষ করে স্কুলে) । এরা জীবনে কত যে টিচারের মার খেয়েছে !!! ।



এছাড়াও আরো থাকতে পারে । একজন ছাত্রের মাঝে উপরের একাধিক গুণই! থাকতে পারে ।



একবার মনে করে দেখুন আপনি কোন ক্যাটিগরির ছাত্র বা কোন ক্যাটিগরির ছাত্র ছিলেন ।



ধন্যবাদ ।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৯

শূন্য পথিক বলেছেন: =p~

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯

সদয় খান বলেছেন: :)

২| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩০

তিতাস একটি নদীর নাম বলেছেন: =p~ =p~ =p~ =p~ ৮ এবং ১১ এর সম্মিলিত প্রয়াস। :P :P :P :P :P

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৩

সদয় খান বলেছেন: আমি সেই ছোটবেলা থেকে ৮নং । ধন্যবাদ আপনাকে ।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৮

লিংকন১১৫ বলেছেন: লেটকামার :P :P :P :P :P

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮

সদয় খান বলেছেন: এত আগে গিয়া হইবো কি !!! তাই না বোস ?! ধন্যবাদ আপনাকে ।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমি ১১,১২ টাইপের।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৯

সদয় খান বলেছেন: ধুর ভাই আপনার সাথে আমার মিল নাই :( । ধন্যবাদ আপনাকে ।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৮

কালীদাস বলেছেন: হা হা হা :D

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৮

সদয় খান বলেছেন: মজা নেওয়ার জন্য ;) ধন্যবাদ আপনাকে ।

৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৯

অর্থনীতিবিদ বলেছেন: সুদীর্ঘ ছাত্র জীবনের বিভিন্ন পর্যায়ে নানা ঘটনাবলীর সাথে ১ থেকে ১৫ পর্যন্ত ধরণগুলোর সবগুলোর সাথেই দেখি কিছু না কিছু মিল আছে। :P

০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৯

সদয় খান বলেছেন: জি জি থাকবেইতো...নিজের ক্লাসে বসেই এটা লিখেছি । অনেক ধন্যবাদ আপনাকে ।

৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৩৫

শান্তির দেবদূত বলেছেন: আহ হায়, আমি তো মাল্টিপল ক্যাটাগরির স্টুডে !
মজা পেলাম পোষ্টটা পড়ে। :) :) :)

০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:২২

সদয় খান বলেছেন: ভাই আমার অবস্থাও একি । প্রায় সব গুলোই আছে =p~। ধন্যবাদ পড়ে মজা পাওয়ার জন্য ।

৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
১ নাম্বার।

১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৯

সদয় খান বলেছেন: জেনে খুশী হলাম...বিনীত ধন্যবাদ ।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৫

অপ্রচলিত বলেছেন: ১৪ :) :) :) :)

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২

সদয় খান বলেছেন: আহেন কোলাকুলি করি । ধন্যবাদ =p~ =p~ =p~

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫১

আউলাঝাউলা পাগল বলেছেন: ভাইরে আমরতো দেখি অনেকগুলা মিল আছে ২,৬,৭,৮,৯,১৩,১৪ B:-) B:-)

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৪

সদয় খান বলেছেন: বস আপনি এতদিন কই ছিলেন ?! ভাল থাকবেন ।

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
লেট কামার একদম পছন্দ না /:)

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৫

সদয় খান বলেছেন: =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.