নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সদয় খান

সাধারন একজন মানুষ কিছু অসাধারন সপ্ন নিয়ে দিন পার করছি । সাধারণ থাকতে চাই । তবে মাঝে মাঝে ভাবও মারি । আমার আশপাশের সবাইকে হাসি-খুশি রাখতে বেশি পছন্দ করি । ফেসবুকে লিখি আবার টুকটাক ব্লগে লিখি । আমার লিখা পড়ে কারও মুখে যদি একটুখানি হাসি ফুটে তাই যথেষ্ঠ । ধন্যবাদ ।

সদয় খান › বিস্তারিত পোস্টঃ

রিপোস্টঃ এখনকার পিচ্চি পোলাপাইনB-)

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৯

জেনারেশন গ্যাপ বলে ইংরেজিতে একটা কথা আছে যার কিছু বাস্তব চিত্র আমার চোখে পড়েছে এবং তার কিছু তুলে ধরলাম ।



ছোটবেলায় আমরা জামাই-বৌ বা বৌ-বৌ বলে একটা খেলা খেলতাম কিন্তু আমাদের এলাকার পিচ্চি ছেলে-মেয়েদের দেখলাম বয় ফ্রেন্ড-গার্ল ফ্রেন্ড খেলতে । এক পিচ্চি ছেলে আরেক পিচ্চি মেয়েকে বলছে,"তুমি বুলে আমার গার্ল ফ্রেন্ড,ভাল ?!"

এরা বুঝে গেছে বিএফ-জিএফ কি জিনিস ।



আমরা যেখানে লুকোচুরি খেলেছি এরা সেখানে পাড়ার রাস্তায় হরতাল-হরতাল খেলে ।



আমরা টেনিস বল দিয়ে বোম বাসটিং খেলেছি আর এরা পলিথিনের মধ্যে বালু ঢুকিয়ে ককটেল মারামারি খেলে ।



ঈদ পরবী বা সালামি নেওয়ার জন্য আমরা এক প্রকার ঝাপিয়ে পরতাম আর এদের ঈদের পরবী দিলে নিতে চাই না,কেননা এরা শিখেছে…কারও কাছ থেকে কিছু নেবে না, কেও কিছু দিলে খাবে না এবং কাওরে কিছু দিবাও না !!!



আমরা ছোটবেলায় বিভিন্ন সিরিয়াল বা কার্টুনের ক্যারেক্টার (শক্তিমান,মুগলি) নিয়ে বা বিভিন্ন বাংলা ছড়া নিয়ে মজা করতাম । আর এরা বাংলা ছবির বিভিন্ন ডায়ালগ দেওয়ায় পটু । যেমন: খাইছি তোরে,বিয়া দিবি কিনা বলX(

শাকিব খান বা অনন্ত জলিল পর্যন্ত এদের হাত থেকে রেহাই পাই না ।



এখন আসি গালিগালাজের কথায় ।

আমরাও বিভিন্ন সিরিয়াস বাংলা গালি দিতাম এরাও দেয় তবে এতে কিছু নতুন গালি যুক্ত হয়েছে । যেমন: রাজাকার, নাস্তিক...



আমি জানি না আমাদের পরবর্তি প্রজন্ম কোনদিকে যাচ্ছে আর আমরাই বা কোনদিকে যাচ্ছি ।



এটাই হয়তো আধুনিক সভ্যতা আর অত্যাধুনিক প্রযুক্তির ছোয়া ।

--------------------------------------------



ব্লগে সবার ঈদ আর কোরবানি নিয়ে এত লিখা পড়েছি যে আমি এই বিষয়ে লিখার কিছু খুঁজে পাচ্ছি না । তাই একটা রিপোস্ট দিলাম,কিছু নতুন সংযোজন করে ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৩

শান্তির দেবদূত বলেছেন: আসলে! কালে কালে আরও কত কি দেখন! আজ কালকার পুলাপান সব ডিজিটাল ভার্সন :(

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৩

সদয় খান বলেছেন: হো ভাই...আপনি নিজেও তো দেখি কানে ইয়া বড় হেডফোন লাগাইয়া রাখছেন । আপনাদের কাছ থেকেই আমরা শিখতাছি ।

বিনীত ধন্যবাদ ভাই । ঈদের শুভেচ্ছা রইলো ।

২| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭

শান্তির দেবদূত বলেছেন: হা হা হা, আরে না ভাই, এটা হেডফোন না, ভার্চুয়াল রিয়ালিটি গগলস। ল্যাবে পড়েছিল, তাই পোজ দিয়ে ছবি তুলে ব্লগে লাগিয়ে দিয়েছি :) :)

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২০

সদয় খান বলেছেন: ও ও ও ও ও =p~ =p~ =p~

৩| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৮

নূর আদনান বলেছেন: :| :| :|

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৩

সদয় খান বলেছেন: কি ভাই এত চুপ মাইরা গেলেন যে B:-) B:-) B:-) ??? ঈদ মোবারাক ভাই ।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৩

অপ্রচলিত বলেছেন: অভিভাবকদের সচেতন হওয়া জরুরি।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৫

সদয় খান বলেছেন: তা ঠিক । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.