নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সদয় খান

সাধারন একজন মানুষ কিছু অসাধারন সপ্ন নিয়ে দিন পার করছি । সাধারণ থাকতে চাই । তবে মাঝে মাঝে ভাবও মারি । আমার আশপাশের সবাইকে হাসি-খুশি রাখতে বেশি পছন্দ করি । ফেসবুকে লিখি আবার টুকটাক ব্লগে লিখি । আমার লিখা পড়ে কারও মুখে যদি একটুখানি হাসি ফুটে তাই যথেষ্ঠ । ধন্যবাদ ।

সদয় খান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের জয় অতঃপর কাধে-কাধ মিলিয়ে ছাত্রলীগ,ছাত্রদল,শিবিরের একসাথে মিছিল...

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৪

খেলা তখন শেষের দিকে,বন্ধুরা মিলে খেলা দেখছিলাম হঠাত্‍ করেই ঠিক করা হল বাংলাদেশ জিতলে আনন্দ মিছিল করা হবে ।



যেই ভাবা সেই কাজ,জেতার আগেই কয়েকজনকে ফোন দেওয়া সারা । অতঃপর বাংলাদেশ জিতলো...আরে ভাই হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ জিতলো...



আমরা ৩০-৩৫ জন মিলে বিশালাকার "ছোট্ট" একটা মিছিল নিয়ে রাস্তায় নামলাম ।



স্লোগান কি দেওয়া হল বা দিলাম মনে নাই তবে মিছিলের অল্প সময়ে শতবারের বেশি "বাংলাদেশ বাংলাদেশ" বলে গলা বসিয়ে ফেলেছি ।



কাধে কাধ মিলিয়ে ছাত্রলীগ,ছাত্রদল,শিবির একসাথে মিছিল করলাম । ইনশাল্লাহ আবার হবে । এটাই সেই জয় যা আমাদের সকলকে এক করে দিতে পারে । একটায় কথা "বাংলাদেশ বাংলাদেশ" ।



লোকজন অবাক হয়ে আমাদের মিছিল দেখলো,অনেকে ফিক করে হেসে দিল । ভালই লাগলো এবং ঠিক করা হল "বাংলাওয়াস পার্ট টু" মুভিটা রিলিজ পেলে একটু বড় করেই মিছিল করা হবে ।



এখন শুধুই অপেক্ষা...



btw শুনলাম শনিবার নিউজিল্যান্ড নাকি হরতাল ডাকছে । কি বিপদ কন দেহি ?!



[ আমি বাংলাদেশের ব্যাটিং দেখলে উনারা খালি আউট হয়ে যায় । তাই ব্যাটিং খুব একটা দেখি না । যেমন আজকেও ৫ ওভার ব্যাটিং দেখছি এবং এরি মধ্যে ৩জন আউট । পরীক্ষিত ]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.