নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সদয় খান

সাধারন একজন মানুষ কিছু অসাধারন সপ্ন নিয়ে দিন পার করছি । সাধারণ থাকতে চাই । তবে মাঝে মাঝে ভাবও মারি । আমার আশপাশের সবাইকে হাসি-খুশি রাখতে বেশি পছন্দ করি । ফেসবুকে লিখি আবার টুকটাক ব্লগে লিখি । আমার লিখা পড়ে কারও মুখে যদি একটুখানি হাসি ফুটে তাই যথেষ্ঠ । ধন্যবাদ ।

সদয় খান › বিস্তারিত পোস্টঃ

আপনার বাবা কোন দল করেন ???!!! আজব রাজনীতি এবং আরও আজব জীবন :((!!!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:২৯

[কষ্ট করে পড়ে দেখুন হয়তো থারাপ লাগাবে না ]



একজন মানুষ জন্মের পর থেকে বয়স বাড়ার সাথে বিভিন্ন ভাবে ক্যাটিগোরাইজড্ হতে থাকে ।

আমি যতটুকু জানি সে ক্যাটিগোরাইজড্ হবে এভাবে...



সবার আগে সে মানুষ,তারপর ধর্ম (যেমনঃ মুসলমান),তারপর তার জাতি (বাঙালি),তারপর ধীরে ধীরে তার পেশা বা কর্ম (ডাক্তার),তার রাজনৈতিক মতাদর্শ (আওয়ামিলীগ,বিএনপি,জামাত) তারপর ইত্যাদি ইত্যাদি ।



কিন্তু ইদানিংকালে এই নিয়মটা অনেকটাই পাল্টে গেছে । যেমন একজন বাঙালির ক্ষেত্রে সবার আগে সে মানুষ বলে বিবেচিত তারপরপরই প্রশ্ন আসে সে কোন দল করে এবং সে অনুযায়ি তার সাথে ব্যবহার করা হয় ।



এরপর তার পেশা,জাত-পাত,ধর্ম নিয়ে জানতে চাওয়া হয় ।



ছেলে-মেয়েদের কাছে জানতে চাওয়া হয় "বাবা কি করেন?" যার উত্তরে বাবার পেশা বা কর্ম সম্পর্কে বলতে হয় । কিন্তু বর্তমানে "কি করেন" প্রশ্ন দ্বারা "বাবা কোন দল করেন?" তার উত্তর দিতে হয় ।



কোন বিশ্ববিদ্যালয়ে পড় জানতে চাওয়ার পরপরই চোখ মিটমিট করে প্রশ্ন করা হয় "ক্যাম্পাসে পলিটিকস করো নাকি ?!" তারপর সাবজেক্টে,ইয়ার,রেজাল্ট ।



মেয়ের জন্য জামাই খোঁজার ক্ষেত্রেও ঐ একই প্রশ্ন ।



চিকন গলায় গার্জিয়ানরা বলাবলি করে, "এই ছেলে আবার শিবির-টিবির করে নাতো?! এরা আল্লাহ খোদার নাম করে মানুষ মেরে বেড়াচ্ছে । ছাত্রলীগ(দল) হলেতো আরও বিপদ! একেকটা বদের হাড্ডি । কোথায় যে কি করে বেড়ায় মাবুদ জানে । আর খবরদার প্রগতিশীল হলে কিন্তু কানে ধরে বেড় করে দেবে । বেটাদের গা-গোসল নেই,চুল-দাড়ি-মোছ রেখে কি বিচ্ছিরি অবস্থা !!!" ।



মামার ব্যাপারেও ঐ একি কথা । "আমার মামা অমুক দলের বিরাট নেতা । আমার চাকরী ওয়ান-টুকা মামলা" । মামা যত বড়ই ডাক্তার-ইঞ্জিনিয়ার হোক না কেন ভাগ্নের জন্য কিছু করতে হলে পলিটিকালি মজবুত হতে হবে ।



বর্তমান রাজনীতি আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে গেছে । জীবনে একবার হলেও এসব কথা বা প্রশ্নের সম্মুখীন একজনকে হতেই হবে ।



বর্তমানে আমাদের দুই নেত্রি এমন এমন একটা সিচুয়েশন তৈরি করেছেন যাতে করে জনগণ শুধু তাদের নিয়েই ব্যস্ত । ইভেন বেচারা পোলাপাইনরা গার্লফ্রেন্ড এর চেয়ে উনাদের কথাই বেশি ভাবছে ।



খেলতে থাকেন আমাদের নিয়ে । আজ আপনাদের দিন,হয়তো আমাদের দিনও একদিন আসবে ।



সেই প্রতিক্ষায়...



ধন্যবাদ ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: থারাপ বলেন নাই। পরিস্থিতি এমনই।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

সদয় খান বলেছেন: জি ভাই । অবস্থা খুব খারাপ । পারলে আপনার মত শীতনিদ্রাই ছলে যেতাম ।

অনেক ধন্যবাদ ভাই । ভাল থাকুন ।

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৪

খেয়া ঘাট বলেছেন: খেলতে থাকেন আমাদের নিয়ে । আজ আপনাদের দিন,হয়তো আমাদের দিনও একদিন আসবে ।

সেই প্রতিক্ষায়
++++++++++++++++++++++++++++++++

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০০

সদয় খান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.