নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সদয় খান

সাধারন একজন মানুষ কিছু অসাধারন সপ্ন নিয়ে দিন পার করছি । সাধারণ থাকতে চাই । তবে মাঝে মাঝে ভাবও মারি । আমার আশপাশের সবাইকে হাসি-খুশি রাখতে বেশি পছন্দ করি । ফেসবুকে লিখি আবার টুকটাক ব্লগে লিখি । আমার লিখা পড়ে কারও মুখে যদি একটুখানি হাসি ফুটে তাই যথেষ্ঠ । ধন্যবাদ ।

সদয় খান › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহর দেখতে এসে আর বাড়ি ফেরা হলো না স্কুল ছাত্র মনিরের ।।। থু-থু ফেলি এমন রাজনীতিতে !!!

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৯

পিকেটারদের দেওয়া আগুনে স্কুল ছাত্র মনির প্রাণ হারালো । মৃত্যুর সাথে কয়েকদিন পাঞ্জা লড়ে আজ সকালে সে চিরবিদায় নিল ।



বাবার সাথে ঢাকা শহর দেখতে এসে চিরবিদায় নিতে হল তাকে । তার এমন লাশ দেখে হয়তো তার স্নেহময় মা চিনতেও পারবে না ।



শরীরের ৯৫% পুড়ে গিয়েছিল তার । কত কষ্টেই না বিদায় নিল সে ! তার এই প্রাণহানীর জন্য কি শুধু কতিপয় পিকেটারই দায়ী ?!



এর জন্য দায়ী আমাদের ঐসব নেতা-নেত্রিরা যারা শুধুমাত্র ক্ষমতার লোভে জনগণের দোহায় দিয়ে এই লিলাখেলা শুরু করেছে ।



আমাদের দুই নেত্রি শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া ক্ষমতায় থেকে মানুষের উপকার করার জন্য বধ্য পরিকর । একটা প্রশ্ন দুই নেত্রির কাছে,মানুষের উপকার করার জন্য ক্ষমতায় থাকা কি এতটাই জরুরী ?!



মাদার তেরেছা তো আজীবন মানুষের উপকার করে গেছেন কিন্তু তিনি কোন দেশের ক্ষমতায় ছিলেন ?! কেন আপনারা বারবার "জনগণ" কে সামনে নিয়ে আসেন ?!



"জনগণ" তো খুব ভালভাবেই জানে আপনারা শুধু নিজেদের চিন্তা করেন । এটাই চরম সত্য । আপনারা যদি এতটুকুও জনগণের চিন্তা করতেন তবে এই ক্ষমতা দখলের লিলাখেলায় ব্যস্ত হতেন না ।



আপনারা কোনদিনও বুঝবেন না শরীরের ৯৫% আগুনে ঝলসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে একজন মানুষের কতটা কষ্ট সহ্য করতে হয় । আপনারা বুঝবেন না স্কুল পড়ুয়া সন্তাদের পুড়ে যাওয়া লাশ দেখতে একজন মায়ের কতটা কষ্ট হয় ।



এদের মত অনেকেই চিরবিদায় নিয়েছে প্রচন্ড কষ্টে পেয়ে । যাদের এই করুণ পরিনতির জন্য আপনারাই দায়ী ।



শেখ হাসিনা এবং খালেদা জিয়া আপনারা যে "জনগণ" এর কথা বলেন আমি তাদেরই একজন এবং আমি বলতে চাই যে এসব দূর্ঘটনার জন্য আপনারাই দায়ী,এসব খুনের জন্য সরাসরি আপনারাই দায়ী ।



দুজনেই তো আল্লাহ কে বিশ্বাস করেন তাই বলছি সেই আল্লাহর ইচ্ছায় আপনারা রাজ করছেন এবং করবেন । দুনিয়া থেকে আপনাদের চিরবিদায়ও হবে রাজকিয় ভাবে কিন্তু তারপর কি সব শেষ? কি হবে আপনাদের? কি জবাব দিবেন আল্লাহ তাআলার দরবারে ?!



আল্লাহ প্রতিটি মানুষের দুনিয়ার প্রতিটি কাজের বিনিময় দিবেন । আমার খুব দেখতে ইচ্ছা করে দুনিয়াতে আপনাদের কাজের বিনিময় গুলো পরকালে আল্লাহ তাআলা কিভাবে দেন ।



যেই "জনগণ" এর সেবা করার দায়িত্ব আপনাদের হাতে আল্লাহ দিয়েছেন সেই "জনগণ" কে আপনারা বাজারের পণ্যের মত ব্যবহার করছেন এবং এর ফল নিশ্চয় ভাল কিছু হবে না ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

খেয়া ঘাট বলেছেন: আল্লাহ প্রতিটি মানুষের দুনিয়ার প্রতিটি কাজের বিনিময় দিবেন । আমার খুব দেখতে ইচ্ছা করে দুনিয়াতে আপনাদের কাজের বিনিময় গুলো পরকালে আল্লাহ তাআলা কিভাবে দেন ।
মনিরের জন্য, মনিরের মা-বাবা, ভাই, বোন আত্মীয় স্বজনের জন্য বুক ফেঁটে কান্না আসছে।
কী অসভ্য বিভৎস বরাহ এদেশের ক্ষমতালোভী রাজনীতিবিদরা।

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

সদয় খান বলেছেন: দেখেও না দেখার ভান করেই জীবনটা কাটিয়ে দিলাম । ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.