নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসের প্রতিচ্ছবি

মহা- প্রলয়ের আমি নটরাজ,আমি সাইক্লোন, আমি ধ্বংস!

ঘুমন্ত রাজকুমার

আমি নিরাপদ বাসস্থানের খোজে এক নীড়হারা পাখি।

ঘুমন্ত রাজকুমার › বিস্তারিত পোস্টঃ

ব্লগে আমার প্রথম লেখা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

যতদিন থেকে ব্লগে বিভিন্ন গল্প কবিতা অথবা প্রবন্ধ পড়ি ততদিন থেকে ইচ্ছা ইশ যদি আমিও লিখতে পারতাম! আমি কোন বিখ্যাত বা জনপ্রিয় লেখক নই।আর লেখা জিনিসটা সবসময় আমার কাছে বিরক্তিকর।আর আমি গুছিয়ে লিখতে পারিনা।মনের এলোমেলো কথাগুলো এলোমেলো করে লিখি।

আমি ব্লগার রিয়েল ডেমোন ভাইয়ের খুব বড় ভক্ত।তার লেখাগুলো কখনো আমি মিস করিনা।মুলত তাকে দেখেই আমার মনের মদ্ধে লেখালেখি করার ইচ্ছা জাগে।আমি লেখালেখিতে ভীষন আনাড়ি।আমি বড় বড় লেখকদের অনুকরন করার চেষ্টা করি।

নিজের সম্পর্কে বলতে গেলে আমি খুব আত্মকেন্দ্রিক।নিজের মধ্যে থাকতে পছন্দ করি।তবে দুনিয়াটাকে খুব কাছ থেকে দেখার চেষ্টা করি।গান শুনতে ভীষন পছন্দ করি বিশেষ করে বাংলা গান।অবসর সময়টা গান শুনেই কাটাই।

আমার পৃথিবীটা বড় কিন্তূ আমার কাছে খুব ছোট।আমার এই ছোট জীবনে অনেক কিছু পাইছি আবার হারাইছি।অনেক অচেনা বন্ধু কাছে পাইছি আবার কাছের বন্ধুকে হারাইছি।আর পেয়েছি এক প্রিয়তমাকে যে আমার জন্য অনেক কিছু।আমার সব দুঃখ কষ্টে তাকে কাছে পাইছি।তার কাছে আমি সারাজীবন ঋনী।

মানুষকে খুব বিশ্বাস করি আর তার ফলস্বরুপ অনেকের কাছে প্রতারিত হইছি।তবুও আমার কারো প্রতি কোন অভিযোগ নেই।যাদের খুব কাছে পাইছি তাদের সারাজীবন কাছেই পেতে চাই সৃষ্টিকর্তার কাছে আমার এটাই প্রার্থনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.