নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসের প্রতিচ্ছবি

মহা- প্রলয়ের আমি নটরাজ,আমি সাইক্লোন, আমি ধ্বংস!

ঘুমন্ত রাজকুমার

আমি নিরাপদ বাসস্থানের খোজে এক নীড়হারা পাখি।

ঘুমন্ত রাজকুমার › বিস্তারিত পোস্টঃ

ভার্সিটি ভর্তি নাকি জুয়া খেলার আসর?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২

কয়দিন পর যখন ভার্সিটিতে পোলাপাইনরে সিট দিতে পারব না তখন

শিক্ষামন্ত্রী বলবেন "আপনারা কম পাশ করেন , সব ঠিক হয়ে যাবে। কম পাশ করলে সিটের সমস্যা কমবে। ভাল ভার্সিটিতে ভর্তির প্রতি লালসা কমান, তা হলে তাদের উচিৎ শিক্ষা হবে। আগেকার মানুষ কম পড়াশুনা করত বলে তারা অনেক বেশি জানত।তাছাড়া পড়াশুনার মাধ্যমে মানুষের মাথায় ক্ষতিকর চিন্তা সহজে প্রবেশ করে। তাই কম পড়া ভালো বলে আমি বিশ্বাস করি।"

আমাদের দেশে শিক্ষা নামক যে রাজনীতির জাতাকল চলে তাতে প্রতিনিয়ত মফস্বলের মেধাবী শিক্ষার্থীরা পিষ্ট হচ্ছে।ভার্সিটি এখন ঘুষ আর রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু।আর এই ঘুষ মাথাচাড়া দিয়ে ওঠে ভর্তির সময়।এই ঘুষের কারনে খারাপ ছাত্ররা চান্স পায় আর ভাল ছাত্ররা বাদ যায়।রাবি,জবি র মত ভার্সিটিতেও প্রশ্ন ফাঁস অথবা নকলের মত কথা শোনা যায়।এখন পরিস্থিতি এমন হয়েছে যে ভাল ভার্সিটিতে পড়ার জন্য মেধার কোন মূল্য নেই টাকাই আসল।প্রতি বছর ভার্সিটিতে ভর্তির নামে জুয়া খেলার আসর বসে।আশা করি সরকার এ বিষয়ে সতর্ক দৃষ্টি দিবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.