নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসের প্রতিচ্ছবি

মহা- প্রলয়ের আমি নটরাজ,আমি সাইক্লোন, আমি ধ্বংস!

ঘুমন্ত রাজকুমার

আমি নিরাপদ বাসস্থানের খোজে এক নীড়হারা পাখি।

ঘুমন্ত রাজকুমার › বিস্তারিত পোস্টঃ

১০০ টি দুর্লভ বিলুপ্তপ্রায় খনার বচন (পার্ট-১)

১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩০

০১.

পূর্ব আষাঢ়ে দক্ষিণা বয়,

সেই বৎসর বন্যা হয়।

০২.

মঙ্গলে ঊষা বুধে পা,

যথা ইচ্ছা তথা যা।

০৩.

পাঁচ রবি মাসে পায়,

ঝরা কিংবা খরায় যায়।

০৪.

বামুন বাদল বান,

দক্ষিণা পেলেই মান।

০৫.

বেঙ ডাকে ঘন ঘন,

শীঘ্র হবে বৃষ্টি জান।

০৬.

আউশ ধানের চাষ,

লাগে তিন মাস।

০৭.

খনা বলে শুন কৃষকগণ

হাল লয়ে মাঠে বেরুবে যখন

শুভ দেখে করবে যাত্রা

না শুনে কানে অশুভ বার্তা।

ক্ষেতে গিয়ে কর দিক নিরূপণ,

পূর্ব দিক হতে হাল চালন

নাহিক সংশয় হবে ফলন।

০৮.

যদি বর্ষে ফাল্গুনে

চিনা কাউন দ্বিগুণে।

০৯.

যদি হয় চৈতে বৃষ্টি

তবে হবে ধানের সৃষ্টি।

১০.

চালায় চালায় কুমুড় পাতা,

লক্ষ্মী বলেন আছি তথা।

১১.

আখ, আদা, পুঁই,

এই তিনে চৈতি রুই।

১২.

চৈত্রে দিয়া মাটি,

বৈশাখে কর পরিপাটি।

১৩.

দাতার নারিকেল, বখিলের বাঁশ,

কমে না বাড়ে বারো মাস।

১৪.

সোমে ও বুধে না দিও হাত,

ধার করিয়া খাইও ভাত।

১৫.

ভরা হতে শুন্য ভাল যদি ভরতে যায়,

আগে হতে পিছে ভাল যদি ডাকেমায়।

মরা হতে তাজা ভাল যদি মরতেযায়,

বাঁয়ে হতে ডাইনে ভাল যদি ফিরে চায়।

বাঁধা হতে খোলা ভাল মাথা তুলে চায়,

হাসা হতে কাঁদা ভাল যদি কাঁদে বাঁয়।

১৬.

জৈষ্ঠতে তারা ফুটে,

তবে জানবে বর্ষা বটে।

১৭.

কি করো শ্বশুর লেখা জোখা,

মেঘেই বুঝবে জলের রেখা।

কোদাল কুড়ুলে মেঘের গাঁ,

মধ্যে মধ্যে দিচ্ছে বা।

কৃষককে বলোগে বাঁধতে আল,

আজ না হয় হবে কাল।

১৮.

বাঁশের ধারে হলুদ দিলে,

খনা বলে দ্বিগুণ বাড়ে।

১৯.

গাই পালে মেয়ে

দুধ পড়ে বেয়ে।

২০.

শুনরে বাপু চাষার বেটা,

মাটির মধ্যে বেলে যেটা।

তাতে যদি বুনিস পটল,

তাতে তোর আশার সফল।

২১.

যদি বর্ষে মাঘের শেষ,

ধন্য রাজার পূণ্য দেশ।

২২.

মাঘ মাসে বর্ষে দেবা,

রাজ্য ছেড়ে প্রজার সেবা।

২৩.

চৈতের কুয়া আমের ক্ষয়,

তাল তেঁতুলের কিবা হয়।

২৪.

আমে ধান, তেঁতুলে বান।

২৫.

সাত হাতে, তিন বিঘাতে

কলা লাগাবে মায়ে পুতে।

কলা লাগিয়ে না কাটবে পাত,

তাতেই কাপড় তাতেই ভাত।

২৬.

ডাক ছেড়ে বলে রাবণ,

কলা রোবে আষাঢ় শ্রাবণ।

২৭.

কি কর শ্বশুর মিছে খেটে,

ফাল্গুনে এঁটে পোত কেটে।

বেড়ে যাবে ঝাড়কি ঝাড়,

কলা বইতে ভাঙবে ঘাড়।

২৮.

ভাদরে করে কলা রোপন,

সবংশে মরিল রাবণ।

২৯.

গো নারিকেল নেড়ে রো,

আম টুকরো কাঁঠাল ভো।

৩০.

সুপারীতে গোবর, বাঁশে মাটি,

অফলা নারিকেল শিকর কাটি।

৩১.

খনা বলে শুনে যাও,

নারিকেল মূলে চিটা দাও।

গাছ হয় তাজা মোটা,

তাড়াতাড়ি ধরে গোটা।

৩২.

যদি না হয় আগনে পানি,

কাঁঠাল হয় টানাটানি।

৩৩.

বিশ হাত করি ফাঁক,

আম কাঁঠাল পুঁতে রাখ।

গাছ গাছি ঘন রোবে না,

ফল তাতে ফলবে না।

৩৪.

বার বছরে ফলে তাল,

যদি না লাগে গরু নাল।

৩৫.

তাল বাড়ে ঝোঁপে,

খেজুর বাড়ে কোপে।

৩৬.

এক পুরুষে রোপে তাল,

অন্য পুরুষি করে পাল।

তারপর যে সে খাবে,

তিন পুরুষে ফল পাবে।

৩৭.

নিত্যি নিত্যি ফল খাও,

বদ্যি বাড়ি নাহি যাও।

৩৮.

চৈত্রেতে থর থর

বৈশাখেতে ঝড় পাথর

জ্যৈষ্ঠতে তারা ফুটে

তবে জানবে বর্ষা বটে।

৩৯.

জল খেয়ে ফল খায়,

যম বলে আয় আয়।

৪০.

দিনের মেঘে ধান,

রাতের মেঘে পান।

৪১.

বেল খেয়ে খায় পানি,

জির বলে মইলাম আমি।

৪২.

আম খেয়ে খায় পানি,

পেঁদি বলে আমি ন জানি।

৪৩.

শুধু পেটে কুল,

ভর পেটে মূল।

৪৪.

চৈতে গিমা তিতা,

বৈশাখে নালিতা মিঠা,

জ্যৈষ্ঠে অমৃতফল আষাঢ়ে খৈ,

শায়নে দৈ।

ভাদরে তালের পিঠা,

আশ্বিনে শশা মিঠা,

কার্তিকে খৈলসার ঝোল,

অগ্রাণে ওল।

পৌষে কাঞ্ছি, মাঘে তেল,

ফাল্গুনে পাকা বেল।

৪৫.

তিন নাড়ায় সুপারী সোনা,

তিন নাড়ায় নারকেল টেনা,

তিন নাড়ায় শ্রীফল বেল,

তিন নাড়ায় গেরস্থ গেল।

৪৬.

আম লাগাই জাম লাগাই

কাঁঠাল সারি সারি-

বারো মাসের বারো ফল

নাচে জড়াজড়ি।

৪৭.

তাল, তেঁতুল, কুল

তিনে বাস্তু নির্মূল।

৪৮.

ঘোল, কুল, কলা

তিনে নাশে গলা।

৪৯.

আম নিম জামের ডালে

দাঁত মাজও কুতুহলে।

৫০.

সকল গাছ কাটিকুটি

কাঁঠাল গাছে দেই মাটি।



[কৃতজ্ঞতা: খনার বচন, নারীগ্রন্থ প্রবর্তন, ঢাকা

পঞ্চম সংস্করণ

১১ জানুয়ারি, ২০০৭, ২৮ পৌষ, ১৪১৩]

মন্তব্য ১৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ++++++++

২| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

কয়েস সামী বলেছেন: কাজে লাগবে।

৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১

বন্ধু_রাশেদ বলেছেন: দারুন

৪| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৮

গ্রাম্যবালিকা বলেছেন: অসাধারন।

পোষ্টদাতাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয়তে :)

৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩

অনীনদিতা বলেছেন: কোন কথা হবেনা।ফা..টা ফা..টি:)
সোজা প্রিয়তে:)

৬| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

আশিক মাসুম বলেছেন: ++++ প্রিয়তে রাখিলাম

৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: +++++++


খনার বচন নিয়ে একটা সিরিজ লেখার ইচ্ছা ছিল কিন্তু ৩ পর্ব লিখে তারপর আলে লিখা হয়নি :( আপনার থেকে আরো খনার বচন জানতে চাই।

৮| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: +++++++


খনার বচন নিয়ে একটা সিরিজ লেখার ইচ্ছা ছিল কিন্তু ৩ পর্ব লিখে তারপর আলে লিখা হয়নি :( আপনার থেকে আরো খনার বচন জানতে চাই।

৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬

শান্তা273 বলেছেন: ++++++
প্রিয়তে।

১০| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩০

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার পোস্ট।প্রিয়তে রাখলাম :)

১১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৭

ঘুমন্ত রাজকুমার বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ।আমার কাছে ১০০ টা আছে।বাকীগুলো পরবর্তীতে দিব। :)

১২| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

খিয়ারি বলেছেন: থ্যাংকু ।

১৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:১০

ফারজানা শিরিন বলেছেন: ভালো লাগলো ।

১৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৪

শাকিল ১৭০৫ বলেছেন: এক কথায় অসাধারণ

১৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৬

তন্দ্রা বিলাস বলেছেন: ভাল লাগল। পোস্ট দাতাকে অনেক ধন্যবাদ।

১৬| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩২

মুদ্‌দাকির বলেছেন: অনেক গুলাই বুঝিনাই, অর্থ সহ দিতেন :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.