| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমন্ত রাজকুমার
আমি নিরাপদ বাসস্থানের খোজে এক নীড়হারা পাখি।
*** বিয়েতে ১০০-১৫০ ভরি সোনার গহনা দেওয়া লাগত! এতে জুকারবার্গের ব্যপক অর্থের প্রয়োজন হত! আর সেই অর্থ যোগাতে ফেসবুকের ৩%-৪% শেয়ার বিক্রি করে দিতে হত!
*** বিয়ে বাড়িতে ঢোকার আগেই গেট ধরা কালচারে সিস্টেম খেয়ে জুকারবার্গ তার একগাদা শালা-শালীদের খপ্পড়ে পড়তো! তাকে লবনের লেমন জুস খেতে হত! এরপর টাকার জন্য শালা-শালীদের হাউকাউ কাউমাউ শুনতে শুনতে মানিব্যাগ হালকা করে সেখান থেকে মুক্তি পেতে হত!
*** গেটের ঝামেলো শেষ করে বিয়ের আসরে বসতে না বসতেই জুকারবার্গের জুতা জোড়া লোপাট হয়ে যেত! পরে পয়সার বিনিময়ে সেই জুতা জোড়া উদ্ধার করা লাগতো! আর সেই জুতা উদ্ধারের টাকা যোগাতে ফেসবুকের ১%-২% শেয়ার বিক্রি করা লাগলেও লাগতে পারত!
*** এরপর মেয়ের মামি, চাচি, ফুপু, খালারা এসে মেয়ের গায়ে জুকারবার্গের দেওয়া গহনা গুলো পরীক্ষা করে দেখতো, যে জুকারবার্গ খাঁটি স্বর্নের গহনা দিছে নাকি সিটি গোল্ড, এমিটেশনের গহনা দিয়ে ধাপ্পা দিছে! এমন কি সবঠিক ঠাক থাকলেও জুকারবার্গকে তারা শুনিয়ে শুনিয়ে বলতো, গয়না তো খুবই হালকা! ওজন কম কম লাগছে!
*** মেয়ের দূরের আত্নীয়রা জুকারবার্গকে শুনিয়ে শুনিয়ে বলতো, ছাওয়াল তো ডাক্তার ও না ইঞ্জিনিয়ারও না! শুনছি ফেসবুক না ফেসপাউডার নামে কি জানি একটা বানাইছে! বলতে পারেন একদম ফাতরা পোলাপাইন! মাইয়াটা জলে পড়লো!
*** খাওয়া দাওয়ার সময় জুকারবার্গ একটু শান্তিতে খাওয়া দাওয়া করতে পারতো না! শালা-শালীরা জ্বালাতো! এমনকি খাওয়া শেষে হাত ধোয়ার পানিও দিতনা! এই হাত ধোয়ার পানি জোগাড় করতে শালা-শালীদের খরচা প্রদান করতে হতো! আর এই খরচা যোগাড় করতে ফেসবুকের ২%-৩% শেয়ার বিক্রি করে দেওয়া লাগতো!
*** সারা দিনের বিয়ের হাঙ্গামা শেষে জুকারবার্গ রাতের বেলা যেই বউয়ের মুখ ঘোমটা টেনে দেখতে যাবে, তখনই খাটের তলায় কাশির শব্দহতো! জুকারবার্গ ভয়ে আৎকে উঠতেই খাটের তলা থেকে শালা-শালীরা বের হয়ে বলতো,দুলাভাই, আপনার হোমের সিকিউরিটি সিস্টেম খুবই দুর্বল! সিকিউরিটি হার্ড করেন!
*** শালা-শালীরা বের হয়ে গেলে নতুন বউয়ের হাতে জুকারবার্গকে গরম একগ্লাশ দুধ খেতে হত! তারপর বউ নিজেই ঘোমটা সরিয়ে বলতো,তোমার এইসব ফেসবুক টেসবুক আমার পছন্দ না! আজ থেকে ওসব বাদ! ব্যস জুকারবার্গ আর কি বিলাই মারবে! তার আগে এভাবে তার বউই বিলাই মেরে দিত!
এভাবেই বন্ধ হয়ে যেত ফেসবুক! কারণ বাঙ্গালী বউদের আদেশ (ঘ্যানঘ্যানানিপ্যানপ্যানানি) বলে কথা! আর এইভাবে ফেসবুক বন্ধের কারণে সারা বিশ্বের মানুষের বিনোদন বন্ধ হয়ে যেত!
♦তাই পরিশেষে বলতে হয় জুকারবার্গ বাঙ্গালী মেয়ে বিয়ে না করে চায়নীজ মেয়ে বিয়ে করে নিজের সহ গোটা বিশ্বের বিনোদন সচল রেখেছেন!
:-D
২|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:৪৩
শহুরে আগন্তুক বলেছেন: মজা লাগলো!
৩|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:৪৬
আসিক ইসলাম বলেছেন: হা ...হা....হা.....
৪|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:৪৬
শাহানা বুলবুল বলেছেন: চাইনিজ হলেও বৌ কিন্তু বেশ সুন্দরী,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
৫|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:৪৭
ঘুমন্ত রাজকুমার বলেছেন: ধন্যবাদ।
৬|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:৫১
ঘুমন্ত রাজকুমার বলেছেন: হে হে হে টেকা থাকলে সবই পাওয়া যায়।
![]()
৭|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:৫৩
মাহমুদুর রাহমান বলেছেন: আপ্নে ঝাতিকে অপবাদ দিলেন, মানুষ বালা না।
৮|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:৫৬
খাটাস বলেছেন: মেড ইন চায়না???
:#>
৯|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:৫৭
ঘুমন্ত রাজকুমার বলেছেন: হাছা কথাই তো কইছি।বিয়ার সময় টের পাবেন। ![]()
১০|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:০০
ঘুমন্ত রাজকুমার বলেছেন: জ্বি ভাই।চায়নীজ জিনিস।কতদিন টিকে সেটাই দেখার বিষয়। ![]()
১১|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:১৬
joos বলেছেন: মেয়ের দূরের আত্নীয়রা জুকারবার্গকে শুনিয়ে শুনিয়ে বলতো, ছাওয়াল তো ডাক্তার ও না ইঞ্জিনিয়ারও না! শুনছি ফেসবুক না ফেসপাউডার নামে কি জানি একটা বানাইছে! বলতে পারেন একদম ফাতরা পোলাপাইন! মাইয়াটা জলে পড়লো!
১২|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৫২
ঘুমন্ত রাজকুমার বলেছেন:
![]()
১৩|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:১০
ফারিয়া বলেছেন: আগেও সিমিলার কিছু পড়েছিলাম! মজা পেলাম আবারো!
১৪|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:১৪
নৈঋত বলেছেন: পোস্টটি পড়ে ভালো লাগলো
১৫|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:১৬
লিংকন১১৫ বলেছেন:
১৬|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:০৬
কবিেহপী বলেছেন: মেড বাই চায়না। আপনার খবর আছে !!!
টাওয়ারে গন্ডোগল আছে আপনার !!!!!
সময় হলে গুঁতা দিয়েন
http://www.bdenvironment.com/
১৭|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:০৬
স্বাধীন শোয়েব বলেছেন: বাঙ্গালি মেয়ের ঝাল বেশি। আমেরিকানরা ঝাল খায় না।
১৮|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:০৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১৯|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:১১
মাসুম আহমদ ১৪ বলেছেন:
অনেক মজা পাইছি
২০|
০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৪
ঘুমন্ত রাজকুমার বলেছেন: সবাইকে ধন্যবাদ।
![]()
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:৪১
যোগী বলেছেন:
আমেরিকানরা ফিলিপিনো বিয়ে করে সুনেছি কিন্তু চাইনীজ করে সুনিনি