![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েদের স্তনেরপ্রতি কেন আকৃষ্ট হয় না এমন পুরুষ পাওয়া কঠিন। আসলে একজর পুরুষ সবসময় সুন্দর চেহারা এবং স্তনের আকৃতি সুন্দর এমন মেয়েদের এমন পুরুষ পাওয়া খুঁজে কঠিন, নারী শরীর হাজারো রহস্য লুকিয়ে আছে নারীঅঙ্গে। রমনীর স্তন গড়নের প্রতি আকৃষ্ট হননি, এমন পুরুষ পাওয়া কঠিন। আর শুধু পুরুষদের কথাই বা বলছি কেন, মহিলাদেরও নিজেদের স্তন নিয়ে গর্বের শেষ নেই।
নারিরাও তাদের স্তনের প্রতি সচেতন হয়। স্তনের আকৃতি, গঠন নিয়ে ভাবনার শেষ নেই তাদের। অধোবস্ত্র (ব্রা) পরার আগে হাজার বার ভাবেন হন বেশিরভাগ রমনি। কিন্তু আপনি কি জানেন, রমনীর স্তনের প্রতি পুরুষদের এত আকর্ষণের কারণ কী? Huffington পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা বেশ কয়েকটি কারণ খুঁজে পেয়েছেন যা এখানে শেয়ার করা হল।।
'নারীর স্তনের - রমনীর স্তনের প্রতি কেন আকৃষ্ট পুরুষরা' পড়ুন তেমনই ১০টি কারণ:-
শুরুতে এক সুন্দরী রমনীর স্তন দেখতে অত্যন্ত সুন্দর হয় যা সৃষ্টিকর্তার অপুর্ব সৃষ্টি, দৃষ্টিনন্দন হয়। আকৃতি বা সাইজ যেরকমই হোক। তাই রমনীর স্তন এর সৌন্দর্যের প্রতি পুরুষরা আকৃষ্ট হবেন এটাই সাভাবিক। এক জন রমনীর স্তন তার ব্যক্তিত্ব ও রমনীর সৌন্দর্য হাজার গুন বৃদ্ধি করে যা সাবইকে মানতে হবে। যদিও শুনতে খারাপ লাগছে তারপরও বলে হয়, পুরুষরা তার বিপরিত লিঙ্গের শরীরের যে অংশে চোখ সবার আগে যায়, তা হল একজন রমনীর স্তন।
©somewhere in net ltd.