নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো স্বপ্নকে বাস্তবে রূপ দেই...

সাহিিতযক েপ্রািটন

নিজেকে চেনা বড় কঠিন, কখন ও আমি নদীর মত শান্ত, কখন বা হিমুর মত উদ্ভান্ত, কখন ও এই দুই সত্তা মিশে একাকার.।.।.।

সাহিিতযক েপ্রািটন › বিস্তারিত পোস্টঃ

হে আল্লাহ, তোমার জন্য এই আমি

২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

বেঁচে থাকা শুধু পেছনের অতীতের সওয়ারি হয়ে
আর বেঁচে থাকা দূরতম আশার পূজারি হয়ে;
হে আল্লাহ, আমার এ জীবন-
কথা না বলা থেকে আজ এই আমি
কানে না শোনা থেকে এই আমি
নিষিক্ত এক ভ্রুন হতে এই আমি
অস্তিত্ব হীন থেকে বাস্তবতার এই আমি।
তোমার দয়া, তোমার ভালবাসায় এই আমি
"এই আমি" হয়ে যাওয়া এক কাণ্ড মূল
তাতে জড়িয়ে পরা অনেক শাখা প্রশাখা
অনেক পাখ পাখালির মুখরিত বিকেল এই আমি;
স্বপ্নের ভেলায় ভেসে বেরানো এই আমি
হে আল্লাহ, তোমারি জন্য আজ এই আমি
আমার জীবন বৃক্ষের জীবন তুমি।
অনেক কবিতা লিখেছি
অনেক পড়া পড়েছি, অনেক জ্ঞানী হয়েছি
হয়ত লিখিনি কখনও
মুখ প্রাণ খুলে বলিনি কখনও
তুমি জীবন দাও বলে আজও আমি এই আমি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:



আপনার অপেক্ষায় আছেন

২| ২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

সাহিিতযক েপ্রািটন বলেছেন: গাড়ি কেন ভাই? তাও আবার ট্র্যাক্টর এই এলাকায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.