| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফ হাসনাত
অবেলার বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে গেছে সব।ভিজে যাওয়া পৃথিবীটা হাতে নিয়ে একা বসে আছি।শেষ দিনের রুদ্ধশ্বাস প্রতীক্ষায়...
![]()
শীত এলেই পাখা গজায়। রোজ রাতে
উড়ে বেড়াই আমি। কুয়াশার ভারে ডানা
ঝুঁকে পড়ে। ক্রমশ নিচের দিকে। তারপর...
... তারপর আমি মুখ থুবড়ে পড়ে থাকি;
তোমার সামনে। ঠিক তখন-
আমার দৃষ্টিসীমায় অনন্ত শূন্যতা আর
আমার অনুভূতির প্রখরতায় একেকটা
শীতার্ত সন্ধ্যা। যে সন্ধ্যাগুলোকে
আমি চিনি না। যে সন্ধ্যারা ঘন হয়ে
উঠতে উঠতে তোমার গন্ধ ছড়িয়ে যায়;
তোমার শ্বাসের গন্ধ, তোমার ঠোঁটের
মাদকতায় ভরা ঘ্রাণ। শীত এলে পাখা গজায়,
শীত এলে পাখাগুলো ক্রমশ ভারি হয়ে উঠে...
২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৫
সাইফ হাসনাত বলেছেন: ধন্যবাদ।
২|
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৬
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো অনেক।
শুভকামনা জানবেন। অনিঃশেষ।
২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৫
সাইফ হাসনাত বলেছেন: ধন্যবাদ, দীপংকর চন্দ...
৩|
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৮
এমএম মিন্টু বলেছেন: চমৎকার হয়েছে ভাই লেখে চলুন
২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
সাইফ হাসনাত বলেছেন: আবার আসার আমন্ত্রণ...
৪|
২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৯
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++ দারুন কবিতা ।
ভালো থাকবেন
২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৬
সাইফ হাসনাত বলেছেন: ধন্যবাদ।
৫|
২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৮
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । ![]()
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৭
অর্বাচীন পথিক বলেছেন: শীত এলেই পাখা গজায়
but i will go in rat hole