নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

বিদেশী চোখে বাংলাদেশ:আমার দেখা-২ (দূর্যোগ ব্যবস্থাপনা)

৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:২০

আজ আর কোন দেশের মানুষের ভাবনা নয়, একটা বিষয় ও তার ব্যপারে বাংলাদেশ বিষয়ক ভাবনা নিয়ে লিখতে চলছি।



শুরু করি ২০১১ এর একটি ঘটনা দিয়ে। সার্ক আয়োজিত ১৪ দিনের এক ট্রেনিংয়ে প্রথমবার বাইরে যাওয়া। ট্রেনিংয়ে আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা দূর্যোগ ব্যবস্থাপনা নিয়ে ক্লাস নিতে গিয়ে বললেন বাংলাদেশ। আমি একটু কুকড়ে গেলাম। ভাবলাম এই বুঝি শুরু হল বন্যা, সিডর, ইত্যাদির করুণ বর্ননা। কিন্তু ইউএন-স্পাইডার থেকে আসা সেই কর্মকর্তা বললেন দূর্যোগ ব্যবস্থাপনা শিখতে হলে, বুঝতে হলে বাংলাদেশকে অনুসরণ করতে হবে। স্বল্প সম্পদ নিয়েই কিভাবে দূর্যোগ থেকে মানুষকে নিরাপদ রাখা যায় বা দূর্যোগ আক্রান্ত মানুষকে উদ্ধার ও পুনর্বাসন করা যায় তার রোল মডেল বাংলাদেশ। বিশেষতত সাইক্লোন পূর্ববর্তী সতর্কতা ও পরবর্তী সাড়া প্রদানে বাংলাদেশের সাফল্য অভাবনীয়। আহা, মনে হল কেউ কানে মধু ঢালছে। খুব ভালো লেগেছিল সেদিন।



এবার আসি বিগত নয় মাসের কথায়। আমার কোর্স আর্থ সাইন্স রিলেটেড তাই হট কেক হিসাবে দূর্যোগ ব্যবস্থাপনার নানা ফ্লেবারের কয়েকটি ক্লাস ছিল। ক্লাসে আমার মনযোগ নেই, অপেক্ষায় উদাহরনের। আর একসময় এলো সেই মাহেন্দ্রক্ষণ। নানা দেশ, নানা অর্গানাইজেশন, ইত্যাদি থেকে আসা সবারই একটাই উদাহরন-আমার বাংলাদেশ।



"শিখতে চাও দূর্যোগ ব্যবস্থাপনা তো বাংলাদেশকে দেখো"। এ যেনো দূর্যোগ ব্যবস্থাপনার মূল মন্ত্র এখন। যতবার বাংলাদেশের কথা এসেছে, ক্লাসে উপস্থিত আমরা দুই বাংলাদেশী বা কখোনো আমি একা গর্বিত.....না বোধহয় কিছুটা অহংকারী হয়েছি। নিজের দেশের ভালো শুনে এক-আধটু অহংকার দোষ বর্জিত।



২য় খন্ডের সমাপ্তি।



(একটা খবর দেই, সার্ক দূর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল দূর্যোগ ব্যবস্থাপনায় নানা মেয়াদে ট্রেনিং দেয় যা হয় সার্ক দেশসমূহের সংশ্লিষ্ট সংস্থা বা বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশেও গেলো বছর দুটি হয়েছে আর এ বছর আরো ট্রেনিং হবে। তাছাড়া অন্য দেশের ট্রেনিংগুলোতো আছেই। যাওয়া-আসা আপনার। তাও সেই দেশের ররাজধানী পর্যন্ত। বাকি সব খরচ ও ট্রাভেল তাদের। শেখার পাশাপাশি ভ্রমন হবে তাও তাদের খরচে। বরাদ্দ থাকলে নগদ টাকাও পেতে পারেন। আর এই কোর্সে বাইরে যেতে ভিসা নয়, সার্ক স্টিকার লাগে যা একদিনেই পাওয়া যায় পররাষ্ট্র মন্ত্রনালয়ের চিঠি নিয়ে পাসপোর্ট অফসের ৭ম বা ৮ম তলার অফিসে। আগ্রহীরা দেখুন এখানে- http://saarc-sdmc.nic.in/training.asp)



৩য় আসছে............

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:২৩

খেয়া ঘাট বলেছেন: আপনার পোস্টগুলো বেশ আগ্রহ নিয়ে পড়ছি। ভালোই লাগছে।

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪০

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ

২| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৪৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি জলবায়ুর পরিবর্তন নিয়ে কাজ করি। বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে কোন সেমিনার হলে ১ বারের জন্য হলেও নিজের দেশের নাম দেখি সেখানে যদিও সেটা বেশিভাগ ক্ষেত্রেই রিস্ক মাত্রা বুঝাতে ব্যবহৃত হয়।

আপনার অবিজ্ঞতা যেনে খুশি হলাম।

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৭

সাইফুল আজীম বলেছেন: আমি কাজ করছি অনেকটা একই থীম নিয়ে। তবে আমার রিসার্চ শুধু থীম থার্মাল ইনভায়রনমেন্ট নিয়ে।

৩| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪০

মিথিলা মাহমুদ বলেছেন: শুধু মাত্র আমরাই বোধহয় নিজেদের নিয়ে এতটা হীনমন্নতায় ভুগি...পোষ্ট খুব ভালো লাগছে :)

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৯

সাইফুল আজীম বলেছেন: একদিন আমরাই সেরা হব। তবে যারা হীনমন্নতায় ভুগে তারা ভুগতেই থাকবেন। এটা একটা ব্যাধি আমি মনে করি।

৪| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২০

অলওয়েজ ড্রিম বলেছেন: Onk valo lagce. Desher j kono positive kicu shunle mon valo hoye jay.

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১০

সাইফুল আজীম বলেছেন: দেশতো ভাই আমাদের, তার সুনাম মানে আমাদের আনন্দ।

৫| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগছে সিরিজটা।

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:৩৪

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ

৬| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

আলাপচারী বলেছেন: অগনণ খারাপ সংবাদের ভিড়ে আপনার লেখা সন্ধ্যা তারার মতো জ্বল জ্বল করছে।
এবার আমার হীণমন্নতা রোগ যদি একটু কাটে!

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৩৬

সাইফুল আজীম বলেছেন: দেশ আমাদের। দেশকে আমরাই এগিয়ে নিব। হয়তো নানা কারনে আমরা হতাশ, (আমি নিজেও নানা কারনে হতাশ) কিন্তু এই হতাশা দূর করতে পারলে আমরা ও দেশ দুজনেই এগিয়ে যাব। আমি কথাটি বিশ্বাস করি মনে-প্রানে।

৭| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:২২

আখাউরা পূলা বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++
ভালা লাগসে :)

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:৩০

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

েবনিটগ বলেছেন: :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ।

৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫১

মনিরা সুলতানা বলেছেন: সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি :)

২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

সাইফুল আজীম বলেছেন: আহা! যা বলেছেন। আগামী মাসে ছুটিতে দেশে যাচ্ছি। ভাবতেই খুশী খুশী লাগে!

১০| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩

জুন বলেছেন: আমার ছেলেও এই বিষয়ে এআইটিতে ব্যাংককে পড়াশোনা করছে। সেও আপনার মতই বলেছে বাংলাদেশের কথা।৬ মাস আগে একবার টোকিও ইউনিভার্সিটির আমন্ত্রনে ১২ দিনের সুনামীর উপর এক সেমিনার /ওয়ার্কশপে গিয়েছিল। এখন আবার কি এক সিম্পোজিয়ামে ডেকেছে ৫ দিনের জন্য।দুবারই সব খরচ ওরাই দিয়েছিল।
এখনই ওকে আন্তর্জাতিক সংস্থায় চাকরীর জন্য, পিএইচডির জন্য অফার ।আমরা বলি বাবা তুমি আগে যা পড়ছো সেটা পাশ করো তারপর এসব চিন্তা।
আপনি ঠিকই বলেছেন ডিজাস্টার ম্যনেজমেন্টে বাংলাদেশের অনেক সুনাম আছে। বিশেষ করে ঝড় বন্যা এসবে।
+

২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১১

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

সাইফুল আজীম বলেছেন: আপনার ছেলে অনেক মেধাবী। তার জন্য অনেক শুভকামনা।

১১| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৫

মনিরা সুলতানা বলেছেন: বাহ খুব মজা তাহলে ,জাবার সময় দিল্লি হয়ে যাবেন তো ?
তাহলে আমাদের এখান থেকে ঘুরে যাবেন ।।আমার বাসা থেকে দিল্লি ১৫থেকে ২০ মিনিট এর রাস্তা ...

এখানে আমরা ৫ টা পরিবার আছি মিলে মিশে ।দিল্লি তে অবশ্য আরো অনেকে আছেন ।

শুভকামনা :)

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩০

সাইফুল আজীম বলেছেন: না আপু, সরাসরি দেরাদুন থেকে যাব উপাসনা এক্সপ্রেসে করে। তবে মার্চে দিল্লী যাব একবার। তখন অবশ্যই ঘুরে আসব গুরগাও। আসলে দেরাদুন ছেড়ে কোথাও যেতে হলে আমাকে অনেক ফরমালিটিস অনুসরন করতে হয় তাই হুট করে দিল্লী আসতে পারিনা নাহলে যেকোন শুক্রবার দিল্লী চলে আসতাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.