নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

বিদেশী চোখে বাংলাদেশ: আমার দেখা- শেষ খন্ড (টুকরো কথা)

০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৪:৫৭

ধারাবাহিকের শেষ খন্ড এটি। আজ আর কোন একটি দেশ নয় বরং কয়েকটি দেশের বাসিন্দাদের ভাবনা লিখছি টুকরো কথায়।



১. কোর্সমেটদের বড় একটা অংশ ছিল সোভিয়েত দেশগুলো যেমন কাজাকিস্তান, কিরগিস্তান,মঙ্গলিয়া,তাজিকিস্তান,উজবেকিস্তানের বাসিন্দা। তাদের বাংলাদেশ ভাবনা তেমনটা নয় তবে যখন শুনেছে বাংলাদেশে আছে সবচাইতে বড় সমুদ্র সৈকত তখন তারা বেশ উল্লাসিত হয়েছে। কারন, তাদের দেশে সমুদ্র বলে কিছু নেই। তাই তাদের চোখে আমরা বিশাল ভাগ্যবান।ভারতের অন্ধ্র প্রদেশের পাথুরে, বিপদজনক স্রোত ও খাড়িওয়ালা সৈকতে এদের লাফালাফি দেখে বলেছিলাম, ব্যাটা, আমার দেশে আয়, সৈকত কি বুঝবি, মনের খুশীতে লাফাবি, অক্কা পাওয়ার কোন ভয় নেই (অন্ধ্র প্রদেশের সৈকত পাথর আর আচম এটটাই বিপদজনক ছিল যে যাবার আগে স্লাইড সমেত প্রেজেন্টেশন দিয়ে সতর্ক করে দেয়া হয়েছিল বিপদগুলো সম্পর্কে। সত্যই আমরা ভাগ্যবান যে কক্সবাজার বা কুয়াকাটা যাবার আগে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হয়না)।



২. নেপালিরা বাংলাদেশকে তাদের বিদ্যাপীঠ মানে। বাংলাদেশ থেকে প্রতি বছর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ থেকে প্রচুর নেপালি গ্রাজুয়েশন শেষ করে তাদের দেশে সাফল্যের সাথে কাজ করছে। আমার কোর্সমেটের এক রিলেটিভ ডিএমসি গ্রাজুয়েট, কাঠমুন্ডুতে খুব পসার তার। কোর্সমেটের কাছে শুনেছি আদি নেপালি ভাষার সাথে বাংলা ভাষার অনেক মিল। তাই বাংলা বেশ বুঝে তারা। সবমিলিয়ে নেপালিরা বাংলাদেশের অন্যতম ভক্ত।



৩. ভিয়েতনামি তিন কোর্সমেটই আজব মানুষ ছিল। একজন ওভার স্মার্ট, একজন ছেলে হয়েও মেয়েলী ভাবসম্পন্ন আর ৩য় জন........ওরে বাবা, সে এক জিনিষ যাকে নিয়ে অনায়াসে কয়েকটা বিশাল ব্লগ লেখা যাবে। তবে একমাত্র ৩য় জনের সাথেই বাংলাদেশ নিয়ে কথা হয়েছিল। সে বিরাট ইতিহাসবিদ ও ভাষাবিদ। মুক্তিযুদ্ধের বিশাল ভক্ত। কারনও ১৯৭১ সালে আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল আর আমরা হারিয়ে দিয়েছিলাম পাকিস্তানকে তাই আমেরিকারও অপমান হয়েছে আর তাতেই সে খুশী। বঙ্গবন্ধুরর বিশেষ ভক্ত সে। কারনটা অজানা। তবে বাংলাদেশীদের রেস নিয়ে তার ধারনা আমারা চেঙ্গিস বংশের ধারক। এই বিষয়ে তার দেয়া বিশাল লেকচার আমি ঠিকমত না শুনায় কেনন তার এই ধারনার কারন জানা নেই।



জগতে নানা দেশ, তার নানা মানুষ। তাদের ভাবনাও নানা রকম। আমি গর্বিত যে আমার দেখা কয়েকজন নানা রকম মানুষের সবাই আমার দেশকে নিয়ে যারপরনাই উল্লাসিত। 'বাংলাদেশে নিমন্ত্রণ' এই বাক্যে সবাই এক পা এগিয়ে রাজি। হবেনা কেন? এ দেশের নাম বাংলাদেশ, আমার বাংলাদেশ।



ধারাবাহিকের সমাপ্তি................

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৭:৪০

আশিকুর রহমান ১ বলেছেন: অসাধারন পোস্ট

০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৮:২২

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ

২| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৮:৩০

আকাশ_১৪৩ বলেছেন: Just read it. Pls give the links of previous posts of this topic. Thank You!

০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৯

সাইফুল আজীম বলেছেন: এই নিন-
Click This Link

Click This Link

Click This Link

৩| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

আরজু পনি বলেছেন:

আপনার এই সিরিজটার প্রায় সবগুলো পোস্ট দেখেছি।
খুবই আশা জাগানিয়া ।

অনেক ধন্যবাদ রইল।।

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:২৬

সাইফুল আজীম বলেছেন: অনেকে সাহস পেলাম ভাই।

৪| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:২০

আলাপচারী বলেছেন: ভালো খুব ভালো লাগল। এই খরার বাজারে।

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:২৭

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ

৫| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:১৫

আখাউরা পূলা বলেছেন: েপালি এক ছাত্র আমাদের সাথে BSc করতেসে! ;)

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:২৬

সাইফুল আজীম বলেছেন: কোথায়?

৬| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:২০

অলওয়েজ ড্রিম বলেছেন: Sheshtao r gulir motoi valo hoyece.

০২ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৫৬

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ

৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০১

মনিরা সুলতানা বলেছেন: দারুন একটা সিরিজ মিস করেছিলাম
চমৎকার অভিজ্ঞতা :)

২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১২

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ

৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৩

শরৎ চৌধুরী বলেছেন: মনিরা সুলতানার সাথে সম্পূর্ণ একমত।

২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.