নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

৪১১৫ কিলোমিটার এবং আরো কিছু-শেষ পর্ব: ঘরে ফেরার পথে

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

গত সপ্তাহটা খুব ব্যাস্ত কাটায় ব্লগে আসার সময় পাইনি। কিন্তু আজ সকাল থেকে ল্যাব সার্ভার ডাউন বিধায় এই ধারাবাহিকের শেষ পর্বটি লিখতে বসলাম। আজকের পর্বে থাকছে ৭ তারিখে ভিশাখাপট্টম থেকে রওয়ানা করে দিল্লী হয়ে ঘরে ফেরার পথের গল্প। পথ যেহেতু একই তাই নতুন যা কিছু দেখেছি তাই লিখছি এখানে।



সকাল সকাল হোটেল থেকে বের হয়ে স্টেশনে পৌছে গেলাম।এবার আর স্লিপার ক্লাস নয়, এসি ক্লাসেই যাত্রা করব এবং সাথে দুইজন পরিচিত মুখও আছেন। ট্রেনে উঠে সবকিছু গুছিয়ে বাইরে এলাম। ট্রেনটির একটি ছবি নিলাম। বেচারা এত পথ পাড়ি দিবে!!







ট্রেনের এই ক্লাসে কিছু মজার বিষয় দেখলাম। একটি হল গ্রীন টয়লেট আর একটি টয়লেট ইন্ডিকেটর। ইন্ডিকেটরের কাজ বুঝলেও গ্রীন টয়লেটটা কি বুঝতে সরেজমিনে পর্যবেক্ষণ করলাম। রিজার্ভ ট্যাংক ছাড়া আর তেমন কোন পার্থক্য বুঝতে পারলামনা।











ট্রেন ছেড়ে দিলে সিটে ফিরে এলাম। আরামদায়ক সিট এবং প্রাইভেসিও আছে যা এ ধরনের দূরের যাত্রায় খুবই দরকার। তবে কাঁচের জানালা বাইরের প্রকৃতিকে শুধু দেখতেই দেয়, অনুভব করতে দেয়না।







সময় হলে গেল সকালের নাস্তার। আলুর চপ আর ঝালমুড়ি দিয়ে একটু ব্যাতিক্রমী নাস্তা করলাম। দুটোতেই পেলাম বাংলাদেশী খাবারের পূর্ণ স্বাদ।











নাস্তা শেষে শুরু হল আড্ডা সহযাত্রী ও পরিচিত মুখদের সাথে। মাঝে মাঝে বাইরে তাকিয়ে প্রকৃতি দেখতে চেষ্টা করলাম কিন্তু এসি কেবিনের বদ্ধ পরিবেশে প্রকৃতি দেখে তেমন মজা পেলামনা।



















দুপুরে সবাই মিলে হইচই করে খাবার খেলাম ভাগাভাগি করে। সহযাত্রী তার সাথে করে বাসা থেকে চিংড়িমাছ ভুনা নিয়ে এসেছিলেন। প্রায় ৪ মাস পর চিংড়িমাছ খেয়ে খুব মজা পেলাম।আর আমার কাছে খাবারের সাথে পাওয়া পানি আর মিষ্টি দইটি দেখতে ভালো লেগেছিল বেশ।











খাবারের পর আড্ডা, ঘুম.....এইসব করেই ৭ তারিখ পার হয়ে গেল। ৮ তারিখ সকালে কোন এক স্টেশনে পেয়ে গেলাম আমুলের রিটেইল স্টোর। যেখান থেকে কিনলাম আমার কিছু প্রিয় আইটেম যা দেরাদুনে সবসময় পাওয়া যায়না। মটকা কুলফি আর দুই ফ্লেভারের আমুল কুল কিনে নিলাম দুপুরের খাবারের পর ডেজার্টে খাব বলে।











ট্রেনে বসে এবার বাইরে নজর দিলাম। দূর পাহাড়ে দেখলাম একজন বিখ্যাত হকি খেলোয়াড়ের স্ট্যাচু। চলতে চলতে দেখলাম কোন এক মফস্বলে সদ্য ক্রিকেট ম্যাচ জয়ী দলের জয়োল্লাস। দেখে মনে পড়ে গেল ছোট বেলার দিনগুলো।











ট্রেন প্রায় দিল্লীতে পৌছে গেল। আগ্রা স্টেশনে দেখলাম মহারাজা এক্সপ্রেস নামের একটি লাক্সারী টুরিস্ট ট্রেন। যতদুর জানি ট্রেনটি খুবই বিখ্যাত তার সার্ভিসের জন্য। ইচ্ছে আছে একবার এতে ভ্রমনের।







সঠিক সময়ে দিল্লী পৌছে গেলাম। রাত ১১ টা পর্যন্ত স্টেশনে বিশ্রাম নিলাম এবং এদিক-ওদিক ঘুরলাম। অবশেষে রাতের ট্রেনে করে দেরাদুনে ফিরে এলাম। সমাপ্ত হল এক দীর্ঘ ভ্রমন।



ট্যুরটা অসাধারন ছিল আমার জন্য। আমার সেই অসাধারন স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করতেই ধারাবাহিকটি লিখেছিলাম। এটাই ছিল শেষ পর্ব। তবে বোনাস হিসেবে একটি পর্ব পাবেন যাতে ভিশাখাপট্টমে দেখা সাবমেরিন মিউসিয়ামের ভেতরের বর্ননা থাকবে সাথে অনেক অনেক ছবি। আশা করছি বোনাসটি খুব জলদি পেয়ে যাবেন।



**সমাপ্ত।



আগের পর্বগুলো:

Click This Link

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

পথহারা নাবিক বলেছেন: ভালো লেগেছে! আমি অনেকবার ইন্ডিয়াতে গিয়েছি তবে এইভাবে ঘুরতে যেতে পারিনি সে অবশ্য অন্য কথা। পোষ্টের জন্য ধন্যবাদ!!

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ

২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

আমিনুর রহমান বলেছেন:



চমৎকার বর্ণনা ও ছবি। পোষ্টে +++

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ

৩| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:০৪

সবুজ স্বপ্ন বলেছেন: আপনি দেরাদুনে কি করেন?

২৭ শে মে, ২০১৪ দুপুর ২:৫১

সাইফুল আজীম বলেছেন: এম.টেক রিসার্চ করছি ইউনাইটেড নেশন এর সেন্টার ফর স্পেস সাইন্স এন্ড টেকনোলজি এডুকেশন ইন এশিয়া এন্ড দা প্যাসিফিকে যা ভারতের দেরাদুনে অবস্থিত

৪| ২৯ শে মে, ২০১৪ সকাল ১০:৫০

সবুজ স্বপ্ন বলেছেন: ভাল লাগ্ল আপনার পেশা এবং রিসার্চ সম্পকে জেনে । দেশের সম্মানের কথা সবসময় খেয়াল রাখবেন ভাই। সুভ কামনা

৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করে যাচ্ছি শুধু ডীগ্রিই নয়, দেশের জন্য কিছু অর্জন করতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.