![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।
নগর পরিকল্পনাবিদ এই আমার কাছে চন্ডীগড় শহরটি পরিকল্পনার অন্যতম একটি আদর্শ। শুধু আমি নয়, প্রতিটি পরিকল্পনাবিদ এবং স্থপতির কাছে এটি একটি মান স্বরূপ। তো সেই আদর্শ শহর ভ্রমনে গিয়েছিলাম ২০১২তে। সেই ভ্রমনের স্মৃতিগুলো চার পর্বে তুলে ধরছি ব্লগে।
আজ প্রথম পর্বে থাকছে চন্ডীগড়ের জন্মদাতা স্থপতি ও পরিকল্পনাবিদ লি কর্বোসিয়ার মিউসিয়ামের বর্ননা। এটি চন্ডীগড়েই অবস্থিত। পরিকল্পনাকালীন সময়ে এটি ছিল লি সাহেবের অফিস যা এখন মিউসিয়ামে পরিনত হয়েছে।
দেরাদুন থেকে চন্ডীগড় মাত্র ৩ ঘন্টা দূরে। কিন্তু চন্ডীগড়ে বেশী সময় কাটাতে চাই বলে সকাল ৬টায় বেরিয়ে পড়লাম হোস্টেল থেকে। আমি, আমার সহপাঠিনী এবং একজন ডিপার্টমেন্টাল সাইন্টিস্ট.....এই তিনজনের যাত্রা শুরু হয়ে গেল। গাড়িতে উঠেই ঘুম দিলাম। তাই খুব বেশী ছবি তোলা হয়নি যাত্রাপথে। তবে পথে পোয়ান্টা লেকে নজরে এল অতিথি পাখির দল।
হিমাচল প্রদেশ পাড়ি দেওয়ার পথে দেখলাম শিখ ধর্মালম্বীদের উপাসানালয় গুরুদুয়ারা। দেখে মনে হয় রাজ প্রাসাদ!
ঠিক ৯টায় পৌছে গেলাম চন্ডীগড়ে। টি-৬০ মডেলের একটি ট্যাংক আমাদের স্বাগত জানাল। চন্ডীগড় একটি ইউনিয়ন টেরিটরি যার গভর্নর জেনারেল সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা হন আর তাই বোধহয় ট্যাংক দিয়ে স্বাগত জানানো (মুক্তিযুদ্ধের সময় ভারতীয় মিত্র বাহিনীর অধিনায়ক জেনারেল জ্যাকব একসময় চন্ডীগড়ের গভর্নর জেনারেল ছিলেন)।
আমরা উঠলাম আই.টি.পি.আই গেস্ট হাউসে। কিছুটা বিশ্রাম এবং সকালের নাস্তার পর শুরু হল চন্ডীগড় ভ্রমন। প্রথমে গন্তব্য মিউসিয়াম। আমাদের ড্রাইভার দেরাদুনী তাই চন্ডীগড় তার অচেনা। আর সে কারনেই ট্যাবের জিপিএসই সই। ঘুরতে এসে নিজেই গাইড বনে গেলাম। পথে যেতে যেতে দেখলাম চন্ডীগড়ের বিখ্যাত স্থাপত্যকলা ওপেন হ্যান্ডের রেপ্লিকা।
মিউসিয়ামে পৌছোতেই মিউসিয়ামের ট্যাগ এবং মডেল আমাদের স্বাগত জানাল। যেদিকেই তাকাই একটা থিমেটিক ব্যাপার।
মিউসিয়ামের শুরুতেই লি সাহেবের জীবনকাহিনীর সচিত্র বর্ননা। তার নানা বয়সের ছবি, কর্মকালীন ছবি, লি সাহেবের ব্যবহার করা ড্রয়িং ইন্সট্রুমেন্টস, ইত্যাদি খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখা এখানে।
এরপর এল চন্ডীগড়ের ইতিহাস। চন্ডীগড়ের পরিকল্পনা তৈরিতে জড়িত কর্তাব্যক্তিদের নাম, প্রথম সার্ভে প্লান, প্রথম তৈরিকৃত গাইড ম্যাপ, ইত্যাদি সব কিছু সাজিয়ে রাখা হয়েছে এমনভাবে যাতে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ দেখলেই চন্ডীগড় সম্পর্কে জেনে যাবে।
কর্তাব্যক্তিদের নাম:
প্রথম সার্ভে প্লান:
প্রথম তৈরিকৃত গাইড ম্যাপ:
চন্ডীগড়ের ইতিহাস:
ইতিহাস জানবার পর সময় এল চন্ডীগড়ের কিছু স্থাপত্যকলার আসল ডিজাইন দেখার। ওপেন হ্যান্ড, এসেম্বলী হল এবং সুকনা লেকের মূল নকশা যা লি সাহেব করেছিলেন তা দেখতে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হল।
ওপেন হ্যান্ড:
এসেম্বলী হল:
সুকনা লেক:
মিউসিয়ামের শেষ অংশ ছিল এটি। এরপর সুভ্যেনুর শপে গিয়ে টুকটাক শপিং করলাম।বাইরে এসে দেখলাম একটি ভাষ্কর্য কিন্তু থিমটা ঠিক বুঝতে পারলামনা। আমি বরাবরই ডিজাইন সেন্সে অপরিপক্ক তাই সৌন্দর্য দেখারর সার। থিম বুঝে হবে টা কি??
লি কুর্বেসিয়ার মিউসিয়াম দর্শন সমাপ্ত। পরিকল্পনাবিদ সাইফুল আজীম তার গুরুর কর্মদর্শনে ধন্য।
*২য় র্পবে থাকবে পরবর্তী গন্তব্য রোজ গার্ডেন এবং ওপেন হ্যান্ড ভাস্কর্যেরর বর্ননা।
২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১
সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ
২য় পর্ব আসছে কাল।
২| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯
লিখেছেন বলেছেন: আপনি ভারত বর্ষের কোণ কোণ শহরে ভ্রমণ করেছেন ? ভবিষ্যতে ভারত গেলে আপনাকে ভ্রমণ পরামর্শক হিসেবে নিয়োগ দিতে ইচ্ছক। উল্লেখ্য পদটিতে সন্মানি নেই , কিন্তু সন্মান আছে।
২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১
সাইফুল আজীম বলেছেন: দিল্লী ও তার আশেপাশের শহরগুলো, আগ্রা, দেরাদুন ও তার আশেপাশে মুসৌরি, হরিদুয়ার, রিষিসিকেশ, চন্ডীগড়, হায়দ্রাবাদ, ভিশাখাপট্টম, কলকাতা.......
পরিকল্পনা আছে অমৃতসর এবং গোয়া যাওয়ার।
এ পর্যন্ত ভ্রমনকৃত সব স্মৃতিই এক এক করে ব্লগে আসবে। আশা করছি সেগুলো আপনার ভার্চুয়াল গাইড হবে। তাছাড়া বিনা সম্মানীর পরামর্শক হতেও আমার আপত্তি নেই
৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৭
আমি লিখতে চাই না বলেছেন: ছবিগুলোই সবচে ভালো লাগলো ।পরের পর্বের অপেক্ষায় রইলাম ।
২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ।
কাল অপেক্ষার ইতি টানব ২য় পর্ব দিয়ে।
৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১১
সাইফুল আজীম বলেছেন: কাল পাবেন
৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !
সাথেই আছি
২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ
৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৬
মনিরা সুলতানা বলেছেন: চণ্ডীগড় আমার ও অনেক ভাল লেগেছে ,একজন নাগরিকের দৃষ্টিকোণ থেকে ,পর্যটক হিসেবে । শহরের পুরনো বৃক্ষ গুল ও মন কেড়েছিল ।
আমি যখন রোজ গার্ডেনে যাই অফ সিজন ছিল তাই খুব মন মুগ্ধকর কোন অভিজ্ঞতা নাই ে ব্যাপারে ।
আপনার লেখায় একটা আকর্ষণ আছে ,ভাল লাগছে আপনার বর্ণনা গুল । শুভকামনা রইল
২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২
সাইফুল আজীম বলেছেন: আপু আমি ভাগ্যবান যে সবকিছু শতভাগ পেয়েছিলাম। ইন্টারন্যাশনাল কোর্সের এই এক সুবিধা। ট্যুরগুলো অসাধারন হয়।
৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৫
জুন বলেছেন: চন্ডীগড় গিয়েছিলাম সিমলা কুলু মানালী ভ্রমন শেষে । অত্যন্ত প্ল্যান্ড একটা বিশাল সিটি যা আপনি উল্লেখ করেছেন। এখানে রক গার্ডেন আমাকে আভিভূত করেছিল সবচেয়ে বেশী।তারপর সুকনা লেক এক দম শেষে রোজ গার্ডেন কারন সে সময় ফুলের সিজন ছিলনা
ভালোলাগলো আপনার পোষ্ট। মনে পড়লো বছর কয়েক আগের কথা ।
+
২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
সাইফুল আজীম বলেছেন: পরের পর্বে রোজ গার্ডেনের ফুলের ছবি আপনার কষ্ট দূর করবে।
পর্ব ৩ এ রক গার্ডেন এবং ৪ এ সুকনা লেক আসছে.....
৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৯
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !! শেয়ার করার জন্য ধন্যবাদ।
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৫
সাইফুল আজীম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯
মামুন রশিদ বলেছেন: চন্ডীগড়ের ম্যাপ মাকড়শার জাল মনে হয় । সুন্দর পোস্ট ।
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮
সাইফুল আজীম বলেছেন: এটা আসলে গ্রিড আয়রন প্যাটার্নে করা শহর যা আমাদের জানালায় থাকা গ্রিলের মত।
ধন্যবাদ।
১০| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
জেরিফ বলেছেন: চমৎকার পোস্ট ।অপেক্ষায় পরের পর্বের
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮
সাইফুল আজীম বলেছেন: কাল পাবেন ভাই
১১| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৪
সোজা কথা বলেছেন: ছবিগুলা খুব সুন্দর হয়েছে।বর্ণনাও খুব ভালো লাগল।
২২ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ
১২| ২১ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৩
বাকি বিল্লাহ বলেছেন: হায়দ্রাবাদ যাওয়ার আমার ইচ্ছে আচ্ছে ... যদি হায়দ্রাবাদ নিয়ে কিছু লিখতেন
২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
সাইফুল আজীম বলেছেন: ২০১২ সালে কয়েকদিনের জন্য হায়দ্রাবাদ গিয়েছিলাম। ঘুরেছিলাম মিউজিয়াম, রামুজি ফ্লিম সিটি এবং শহরের এদিক-ওদিক। এছাড়াও স্যাটেলাইট কমিনিকেশন সেন্টার এবং আমাদের হেড কোয়ার্টারে ট্যুর ছিল। তখন ব্লগে লিখতামনা তাই লেখা হয়নি। সময় পেলে কোন একদিন লিখব হায়দ্রাবাদ নিয়ে যত দ্রুত সম্ভব।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪
পথহারা নাবিক বলেছেন: সুন্দর!! অপেক্ষায় থাকলাম ২য় পর্বের!!