নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন: Lenovo S110 Ideapad

২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:০৩

অনেকদিন ধরেই ভাবছিলাম একটি ল্যাপটপ কিনব। আমার পছন্দ ছিল নেটবুক ক্যাটাগরি যা আমার প্রয়োজনের সাথে মানিয়ে যায় এই যেমন রিসার্চ পেপার লেখা, ব্রাউসিং করা, ইত্যাদি। তো অবশেষে গতকাল কিনলাম Lenovo S100 Ideapad. মাত্র ১.১৫ কেজি ওজন এবং ১০.১ ইন্চি মনিটর সম্বলিত নেটবুকটি মার্কেট প্রাইসের থেকে অনেক কম পেয়ে যাওয়ায় আর আমার চাহিদার সাথে মিলে যাওয়ায় কিনে নিলাম। চলুন একবার আমার নেটবুকটিকে দেখে নেই-



টপ ভিউ:







রাইট ভিউ:







লেফ্ট ভিউ:







সবশেষে:







নেটবুকটি লেনোভো আইডিয়া প্যাডের এস সিরিজের অন্তর্ভুক্ত। ইন্টেল এটম ডুয়াল কোর (সেকেন্ড জেনারেশন) প্রসেসরে চালিত যার ক্লক স্পীড ১.৬ গিগা হার্জ। ২ জিবি RAM এবং ৩২০ জিবি হার্ড ডিস্ক সম্বলিত নেটবুকটিতে তিনটি ইউ.এসবি ২.০ পোর্ট এবং একটি মেমরী কার্ড রিডার রয়েছে। সবমিলিয়ে আমার প্রয়োজন অনুযায়ী ঠিকই আছে।



এবার বলি আমার যা যা ভালো লেগেছে এই নেটবুকটিতে। প্রথমেই এর ব্লাক মেট ফিনিশিংটার কথা বলব এবং তারপরেই এর কম ওজন। এই দুটি গুন আমাকে নেটবুকটির ফ্যান বানিয়ে দিয়েছে এক দেখাতেই।



লেনোভোর এই নেটবুকে দুটি বিশেষ সুবিধা রয়েছে। একটি হল কুইক স্টার্ট বাটন যা পাওয়ার বাটনের উপরে অবস্থিত। এটি ব্যবহার করে খুব দ্রুত নেটবুকটিকে যেকোন ডেডিকেটেড ফাংশন ব্যবহার করতে অন করা যায় পাওয়ার বাটন ব্যবহার না করেই। এছাড়া রয়েছে রিকভারী অপটন যা কিনা উইনডোজ ক্রাশ করলে রিকভারী প্রসেসে দারুনভাবে সাহায্য করে যদিও এখনও এটার ব্যবহার করা হয়নি। কুইক স্টার্ট এবং রিকভারী বাটন, দুটিই আমার বেশ লেগেছে। সেই সাথে পাওয়ার বাটন, কুইক স্টার্ট এবং রিকভারী বাটনের অবস্থান ডিসপ্লে প্যানেলের বাম পাশে। এটাও আমার কাছে ভালো লেগেছে।



ব্যাটারি ব্যাকআপ এখনও তেমন একটা চেক করিনি তবে লেনোভো পাওয়ার ম্যানেজমেন্ট ফাংশন ব্যবহার করে ৪ ঘন্টার মত ব্যাকআপ পেয়েছি। আমি হাই পারফর্মেন্স অপশন ব্যবহার না করে ব্যালান্সড অপশন ব্যবহার করলে আরও বেশী পেতাম বলে ধারনা করছি।



ব্লুটুথ, ওয়াই-ফাই দুটোই বিদ্যমান নেটবুকটিতে এবং দুটোরিই পারফর্মেন্স অসাধারন। এই মুহুর্তে নেটবুক থেকেই ওয়াই-ফাই ব্যবহার করেই লিখছি।



টাচ্ প্যাড এবং কী-বোর্ড দুটোই রেসপন্সিভ। তবে সুবিধার জন্য আমি মাউস ব্যবহার করছি। কী-বোর্ডের কীগুলো টাইপিং সহায়ক মনে হয়েছে।



সবমিলিয়ে আমি সন্তুষ্ট।" যতটুক প্রয়োজন, ততটুকুই আয়োজন" এই লক্ষ্য নিয়েই নেটবুক কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম। Lenovo S110 Ideapad আমার লক্ষ্য পূরন করেছে। কোয়ালিটিতো আছেই, সেই সাথে প্রাইসের দিক দিয়েও আমার লক্ষ্য পূরন হয়েছে।



ছোট্ট একটি নেটবুক, হাল্কা, বোল্ড লুক এবং চাহিদামাফিক পারফর্মেন্স, আর কি চাই! আজকে আমি এত্তগুলো খুশী!



**দামটা এখানে উল্লেখ্য নয় কারন তাতে মার্কেট প্রাইস হিসেবে পাঠক কনফিউজড হতে পারেন তবে অনলাইন সেলের কারনেই আমি এই সুবিধাটি পেয়েছি।









মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: দামটাই জানতে ইচ্ছে হচ্ছিল । আর লেনোভো আমাদের অফিসে ইউজ করা হচেছ.... মোটামুটি লাগল ল্যাপটপটি

২৯ শে জুন, ২০১৪ দুপুর ১:৫৩

সাইফুল আজীম বলেছেন: মার্কেট প্রাইস ১৭০০০ রূপী কিন্তু আমি কিনেছি ৮২০০ রূপীতে।

২| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫২

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: ১০.১" বেশি ছোট হয়ে যায়। ১১.৬" নেটবুক খুব ভালো সাইজ। আপনি S215 কিনলে ভালো করতেন, ২৩,৩০০ টাকা দাম।

২৯ শে জুন, ২০১৪ দুপুর ১:৫৫

সাইফুল আজীম বলেছেন: আমার বাজেট এই একটুখানি। আগেও আমার একটি ১০.১" নেটবুক ছিল তাই ঠিকই আছে আমার জন্য।

ধন্যবাদ।

৩| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: তবে আমার কাছে এইচপিই ভাল লাগে বেশি।

২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:০০

সাইফুল আজীম বলেছেন: এইচ.পি ভালো তবে আমার বাজেটে আসেনি।

৪| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১:৪৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালো রিভিউ, আমার রিভিউতে এইচপি বেস্ট ওয়ান!
ভালো পোস্ট

২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:০৩

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ।

৫| ৩০ শে জুন, ২০১৪ রাত ৩:০২

কামরুল ইসলাম রুবেল বলেছেন: এটা কিনেছি তবে হাতে পৌছায়নি এখনো
Click This Link

৩০ শে জুন, ২০১৪ রাত ৩:৪৬

সাইফুল আজীম বলেছেন: আমার মতে ল্যাপটপ বা যেকোন ইলেকট্রনিক্স পণ্য সরাসরি কেনা ভালো

৬| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সংকলনে যাচ্ছে.....

২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৮

সাইফুল আজীম বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.