নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

প্রবাসে ইফতার :(

৩০ শে জুন, ২০১৪ রাত ৯:০৬

প্রবাসে রমযান মাস পার করা এবারই প্রথম নয়। ২০১২ সালেও রমযান মাসটি দেরাদুনেই কেটেছিল। আমি এবং কোর্সমেট হিমেল ভাই মিলে সেবার পার করেছিলাম রমযান। এবারও আমরা দুইজন একসাথে পার করতে চলেছি রমযান।



আজ প্রথম রোযায় পরিবার-প্রিয়জন থেকে দূরে আমার দুই বাংলাদেশী রমযানের শুরুটা শাহী ভাব নিয়েই শুরু করব বলে আয়োজন করলাম যতটা পারি।



পরিকল্পনা ছিল ছোলা-মুড়ি রাখব ইফতারে। তাই ছোলা কিনে, আগের দিন রাতে ভিজিয়ে, বিকেলে স্বিদ্ধ করে, নানা রকম তাজা সব্জি মিশিয়ে হিমেল ভাইয়ের সরাসরি তত্বাবধানে ছোলা তৈরি করলাম। বলতে বাকি রাখেনা যে তা খুবই সুস্বাদু হয়েছিল।







ছোলা-মুড়ি তো হল কিন্তু আর কি কি করা যায়? বিকেল হতেই বেড়িয়ে পড়লাম এবং ইফতারের প্লেটে যোগ করলাম-



অরেন্জ ড্রিংকস



আইসক্রীম উইথ চকোলেট সিরাপ



জিলাপী



স্যান্ডউইচ/পিজ্জা



ফ্রেন্চ ফ্রাই



সালাদ এবং



ফল







ইফতারের আগে আগে সবকিছু সাজিয়ে বসে পড়লাম ইফতারে। আযানের সাথে ইফতার শুরু করলাম।



প্রবাস জীবনে সবকিছু ছাপিয়ে একাকীত্ব বড় হয়ে উঠে বিশেষ করে এমন দিনগুলোতে। ভাবিনি এবারও রমযান প্রবাসে পর করব কিন্তু অবশেষে তাই হতে যাচ্ছে অতএব একাকীত্ব, কষ্টকে বাই বাই বলে রমযানকে বরন করাই শ্রেয়। দুই বাংলাদেশী আজ সেটাই করলাম।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৪ রাত ৯:৫১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ছোলা ছাড়া সব তো দেখি বিদেশি খাবার। পিয়াজু বেগুনি কই?

৩০ শে জুন, ২০১৪ রাত ১০:১৫

সাইফুল আজীম বলেছেন: প্রবাসে পিয়াজু বেগুনি কই পাব? ছোলা তৈরি করলাম নিজেরাই।

২| ৩০ শে জুন, ২০১৪ রাত ১১:০৬

চানাচুর বলেছেন: ইফতারের আয়োজন ভালো হয়েছে। তবে ব্লেন্ডিং করে তাতে পেয়াজ মিশিয়ে সহজেই পেয়াজু বানাতে পারতেন। ভাজাভাজি না খেলে যেন রোজা রোজাই লাগে না 8-|

৩০ শে জুন, ২০১৪ রাত ১১:১৬

সাইফুল আজীম বলেছেন: সময়ের বড়ই অভাব যে। আপাতত ছোলাই সই।

৩| ৩০ শে জুন, ২০১৪ রাত ১১:০৬

চানাচুর বলেছেন: ডাল ব্লেন্ড করে*

৩০ শে জুন, ২০১৪ রাত ১১:১৭

সাইফুল আজীম বলেছেন: বুঝেছি :)

৪| ৩০ শে জুন, ২০১৪ রাত ১১:০৭

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আমি ইংল্যান্ডে আছি। প্রবাসে এটাই প্রথম রোজা আমার। পিয়াজু বেগুনি খেতে খুবই ইচ্ছা করে। ভাবছি কাল পরশু বেগুন কিনে এনে বেগুনি বানাবো। ঘরে ব্লেন্ডার নাই বলে পিয়াজু করতে পারছি না। আপনি ছোলা করেছেন, তাই ভাবলাম চেষ্টা করলে পিয়াজু বেগুনিও করতে পারতেন হয়তো।

৩০ শে জুন, ২০১৪ রাত ১১:২৩

সাইফুল আজীম বলেছেন: পারতাম তবে আমরা দুই বাংলাদেশী খুবই কাজের চাপে আছি তাই ১ম রোযায় ছোলাই সই।

৫| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রথম রোজায় আজকে আমি ভাত দিয়ে ইফতার করেছি।

০১ লা জুলাই, ২০১৪ রাত ৩:৫৭

সাইফুল আজীম বলেছেন: :||

৬| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১২:৫৫

মাহবু১৫৪ বলেছেন: প্রথম রোজার ইফতার করলাম কাজ়ে থাকতেই। বাসা থেকে বিস্কিট আর কলা নিয়ে গিয়েছিলাম।

০১ লা জুলাই, ২০১৪ রাত ৩:৫৭

সাইফুল আজীম বলেছেন: :(

৭| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১:০১

মূহুর্ত বলেছেন: :(( :(( :(( :(( :((

০১ লা জুলাই, ২০১৪ রাত ৩:৫৮

সাইফুল আজীম বলেছেন: :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

৮| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৫৮

বাকি বিল্লাহ বলেছেন: প্রবাস কথাটা শুনলেই বুকের মধ্যে কেমন যেন করে...... :(

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৮

সাইফুল আজীম বলেছেন: :( :(( :( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.