নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

ফিরে এলাম সামুতে এবং সেই খুশিতে কিছু ড্রোনগ্রাফি

০৯ ই জুন, ২০১৯ ভোর ৬:৩৩

প্রায় চার বছর দুই মাস পর সামুতে ফিরে এলাম। সময়ের সাথে কত বদলে গেছি। সংসারী হয়েছে তা প্রায় বছর তিন হতে যাচ্ছে। প্রবাসী হয়েছি তাও দুই বছর হতে যাচ্ছে। তবে যা বদলায়নি তা হল আমার পেশা, সময়ের সাথে যা এখন নেশা। কৃষিতে ড্রোনের ব্যবহার নিয়ে এখনও কাজ করে যাচ্ছি। বর্তমানে কোপেনহেগেন ইউনিভার্সিটিতে কর্মরত। নিজের একটা মাঝারি মানের ড্রোন আছে যা দিয়ে ফটোগ্রাফি করি অবসরে। এটাই আমার নেশা। শখের বশে এয়ারপোর্টে গিয়ে প্লেন স্পটিংও করি প্রায়। প্রতি মাসে সুযোগ পেলেই ইউরোপ ঘুরতে বের হয়ে যাই। এ পর্যন্ত ২০টি দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে। সবমিলিয়ে সময় ভালোই যাচ্ছে।

কি একটা অভিমানে যে সামু ছেড়েছিলাম ঠিক মনে নেই কিন্তু ফিরে যখন এসেছি তখন মান-অভিমান ভুলে যেতে চাই। লিখব ড্রোনগ্রাফি নিয়ে, প্লেন স্পটিং নিয়ে, ইউরোপ ভ্রমন নিয়ে এবং দৈনন্দিন সাদামাটা জীবন নিয়ে। আশা করছি আমার লিখতে ভালোই লাগবে এবং আপনাদের পড়তেও।

আজকে ফিরে আসার পোস্টে তাই ড্রোন দিয়ে আমার তোলা কিছু ছবি সবার জন্য:

এখানে দিলাম ছয়টি ছবি। আমি ব্যক্তিগত ড্রোন ডিজেআই স্পার্ক দিয়েই ছবিগুলো তুলেছি যা ১০০-১৫০ মিটার উপর থেকে তোলা। ছবিগুলো আমার বাসার পাশের সৈকত, পোতাশ্রয় কিংবা অফিস ক্যাম্পাস অথবা কোপেনহেগেনের এদিক-ওদিক তোলা। ছবিগুলো নিয়মিত ইন্সট্যাগ্রামে আপলোড করি, আজ থেকে সামুতে আপলোড করতে চেষ্টা করবো।













ছবি যেহেতু কথা বলে তাই আর বিতাং লিখছিনা তবে ফুটবল মাঠের ছবিটিতে আসলে বাংলাদেশ বনাম শ্রীলংকার স্থানীয় ক্লাবের ক্রিকেট ম্যাচ হচ্ছিল।

পরের পোস্টে আরও কিছু ছবি থাকবে। সবাইকে আগাম আমন্ত্রণ। এছাড়াও আগামী সপ্তাহে মাদ্রিদ এবং বার্সেলনা ঘুরতে যাচ্ছি। ফিরে এসে চেষ্টা করবো ছবি ব্লগ লিখতে।

সামুতে ফিরে আসা আনন্দের হোক। স্থানীয় সময় অনুযায়ী শুভরাত্রি!

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৯ সকাল ৭:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
স্বাগতম !
শুভ প্রত্যাবর্তন ।
আপনি কোন দেশে থাকেন।
পোস্টে এ প্লাস।

০৯ ই জুন, ২০১৯ দুপুর ১২:১৮

সাইফুল আজীম বলেছেন: ডেনমার্কে থাকি ভাই

২| ০৯ ই জুন, ২০১৯ সকাল ৭:০৭

নজসু বলেছেন:


পুনরায় স্বাগতম আপনাকে।
ব্লগের ক্রান্তিকালে আনন্দময় হোক ব্লগীয় পথ।
৩য় ছবিটা অসাধারণ হয়েছে।
এরপর ৫ম টা ভালো লেগেছে।
অন্যগুলোও ভালো লেগেছে।

নতুন ছবির প্রত্যাশায় রইলাম।

৩| ০৯ ই জুন, ২০১৯ সকাল ১১:১১

হাসান কালবৈশাখী বলেছেন:
ছবি দেয়ার আগে দ্রনের ছবিটা উপরে দেয়া উচিত ছিল।
কত দিয়ে কিনছেন এটাও উল্লেখ দরকার ছিল।

০৯ ই জুন, ২০১৯ দুপুর ১২:২২

সাইফুল আজীম বলেছেন: ড্রোনের ছবিটা বা তথ্য দেইনি কারন এই বিষয়ে আলাদা করে লিখতে চেয়েছিলাম। যাই হোক ড্রোনটার দাম বেশী হলেও আমি বেশ সস্তায় কিনেছি। সবমিলিয়ে বাংলাদেশী টাকায় ২৬০০০।

৪| ০৯ ই জুন, ২০১৯ সকাল ১১:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ডেনমার্ক দেশ টা কেমন?

০৯ ই জুন, ২০১৯ দুপুর ১২:২২

সাইফুল আজীম বলেছেন: ভালোইতো

৫| ০৯ ই জুন, ২০১৯ সকাল ১১:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: যতদূর জানি, কোপেনহেগেনে ড্রোন লাইসেন্স লাগে ড্রোন ফ্লাই করতে। আপনার নিশ্চয়ই পারমিট আছে?

০৯ ই জুন, ২০১৯ দুপুর ১২:২৬

সাইফুল আজীম বলেছেন: বাংলাদেশে থাকতেই আমার মন্ত্রনালয় প্রদত্ত লাইসেন্স ছিল আর ডেনমার্কে না থাকলে হয়? আমাকে জবের খাতিরে প্রতিদিনই ড্রোন অপারেট করতে হয়। শখের ব্যাপারতো আলাদা। আমি ক্যাটাগরি ১/এ লাইসেন্সধারী।

৬| ০৯ ই জুন, ২০১৯ সকাল ১১:৫৪

জুন বলেছেন: আমার ড্রোন নাই তাই গতকাল আসার সময় প্লেন থেকে তুলেছি মেঘের ছবি আর ঢাকার জনপদের ছবি :(




০৯ ই জুন, ২০১৯ দুপুর ১২:২৭

সাইফুল আজীম বলেছেন: এইটা আমার প্রিয় কাজ বিমান যাত্রায়

৭| ০৯ ই জুন, ২০১৯ দুপুর ১২:০২

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর ড্রোনগ্রাফী।

৮| ০৯ ই জুন, ২০১৯ দুপুর ১:০০

পুলক ঢালী বলেছেন: ওয়েলকাম ব্যাক। সুন্দর সুন্দর ছবি। ছবি যদিও কথা বলে তারপরও পরিচয় করিয়ে দিলে ভাল হতো। ডোনোগ্রাফী চলতে থাকুক।

একটা এরিয়াল ছবি শেয়ার করলাম।
মনে হচ্ছিলো টাইমজোন পেরুচ্ছি নিউইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া যাবার পথে।


আলো হাতে চলিয়াছি আধাঁরের যাত্রী :D

৯| ০৯ ই জুন, ২০১৯ দুপুর ২:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ফিরে আসার জন্য স্বাগতম।

ছবিগুলো দারুণ হয়েছে।

১০| ০৯ ই জুন, ২০১৯ বিকাল ৩:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বাগতম আপনাকে
ভালো লেগেছে ড্রোনগ্রাফী

১১| ০৯ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

রাজীব নুর বলেছেন: সামুতে ফিরে এসেছেন তাতেই আমরা খুশি।
দয়া করে আবার চলে যাবেন না। মান অভিমান ভালো না। তাতে নিজের'ই ক্ষতি। মানুষে রজীবন খুব ছোট। তাই প্রতিটা মুহুর্ত গুরুত্বপূর্ন।

পোষ্ট ভালো লেগেছে।

১২| ০৯ ই জুন, ২০১৯ রাত ৮:৩৯

আহমেদ জী এস বলেছেন: সাইফুল আজীম,




যে অভিমান নিয়ে নিরুদ্দেশ ছিলেন সামুর ড্রোনে আপনার সেই নিরুদ্দেশ থেকে ফিরে আসার ছবি ধরা পড়লো বেশ চমৎকার ভাবে।
যতো অভিমানই থাকুক সামুকে ভুলে যাওয়া সহজ নয়। তাই আবারও এলেন। স্বাগতম।

১৩| ১০ ই জুন, ২০১৯ রাত ৩:০২

কাছের-মানুষ বলেছেন: ভাল লাগল! সামুতে এসেছেন, নিয়মিত হবেন আশা করি!! এ বছর ঝামেলার কারনে নিয়মিত আসতে পারছিনা ! !

আজকের বাংলাদেশ এম্বাসির / মসজিদের ছবিগুলোও শেয়ার দিয়েন সামুতে!! =p~ =p~

১০ ই জুন, ২০১৯ রাত ৩:৫৭

সাইফুল আজীম বলেছেন: ছবি বলতে আমার কাছে শুধুই খাবারের ছবি। দূতাবাস নিয়ে কাল/পরশু একটি পোস্ট লিখব।

১৪| ১০ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩৩

মেঘ প্রিয় বালক বলেছেন: চোখ জুড়ানো দৃশ্য। সাথে লিখেছেন ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.