নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

ড্রোনগ্রাফি: পর্ব ২

০৯ ই জুন, ২০১৯ বিকাল ৪:৫৩

গতকাল ড্রোন দিয়ে তোলা কিছু ছবি পোস্ট করেছিলাম। আজ ২য় কিস্তিতে থাকছে ড্রোনসহ ১০টি ছবি। সবগুলোই কোপেনহেগেনের আশেপাশে তোলা। আজকে কোপেনহেগেনে বাংলাদেশীদের জন্য বড় দুটি উৎসবের আয়োজন করা হয়েছে। একটি এম্ব্যাসিতে আরেকটি বাংলাদেশ কালচারাল সেন্টারে। আজ আবহাওয়াও ভালো তাই অনুষ্ঠানগুলোতে যাওয়ার আগে কিংস গার্ডেনে রোদ পোহাতে এলাম আর সেই ফাঁকেই ব্লগিং করছি। আশা করছি ছবিগুলো ভালো লাগবে। ছবিগুলো ১০০-১৫০ মিটার উপর থেকে ডিজেআই স্পার্কের ১২ মেগা পিক্সেল ক্যামেরায় প্যানোরামা মোডে তোলা। মোবাইলে লিখছি বিধায় ছবিগুলো ঠিক সিকোয়েন্সে সাজাতে না পারিনি তবে ছবি তো ছবি, তাইনা?





















ছবিগুলোতে কোন ক্যাপশন দিচ্ছিনা কারন শুধুমাত্র ল্যান্ডস্কেপ দেখেই ছবিগুলো তোলা তাই বিতাং করে বলার কিছুই নেই

গতকাল আপলোড করা ছবিগুলো দেখতে চাইলে আগের পোস্টে যেতে পারেন এই লিংকে ক্লিক করে:

https://www.somewhereinblog.net/blog/SaifulAzim26007happy/30276666

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

গরল বলেছেন: ভালো লাগলো, চমৎকার সব ছবি। ইউরোপের যে কোন যায়গার ছবিই খুব ভালো আসে।

২| ০৯ ই জুন, ২০১৯ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: ড্রোনের দাম কত? বাংলাদেশি প্রাইস??

১০ ই জুন, ২০১৯ রাত ১২:৩৬

সাইফুল আজীম বলেছেন: বাংলাদেশী প্রাইস বলে লাভ নাই কারন বাংলাদেশে এই দামে পাবেননা। ৪০০০ ডেনিশ ক্রোনারে এখানে পাওয়া যায় যা বাংলাদেশী টাকায় ৫০০০০ টাকা বা তার একটু বেশী কিন্তু আমি কিনেছি ২০০০ ডেনিশ ক্রোনারে যা বাংলাদেশী টাকায় ২৫০০০ টাকা।

৩| ০৯ ই জুন, ২০১৯ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: ছবি গুলো খুব সুন্দর উঠেছে। ঝকমক করছে।

১০ ই জুন, ২০১৯ রাত ১২:৩৬

সাইফুল আজীম বলেছেন: সানি ডে পেলেই ড্রোন উড়িয়ে দেই

৪| ০৯ ই জুন, ২০১৯ রাত ৯:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর পোস্ট :)

৫| ১০ ই জুন, ২০১৯ দুপুর ১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ্ভালো লাগলো পোস্ট

৬| ১০ ই জুন, ২০১৯ দুপুর ১:৫৯

মেঘ প্রিয় বালক বলেছেন: খুবি মনোমুগ্ধকর ছবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.