নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

ড্রোনগ্রাফি: আপাতত শেষ কিস্তি

১০ ই জুন, ২০১৯ রাত ৩:৪৮

আবহাওয়া ভালো থাকলে আমি প্রায় প্রতি উইকেন্ড/ফ্রি টাইমে ড্রোন উড়াই। এমনই কিছু ছবি ছিল আগের দুটি ব্লগে। আসছে উইকেন্ড/ফ্রি টাইমের ছবিগুলো ড্রোনগ্রাফি নামে নয় বরং এলেবেলে সিরিজে পোস্ট করার ইচ্ছা আছে তাই ড্রোনগ্রাফির এটাই শেষ কিস্তি।

DJI SPARK ড্রোনের আগে আমার ছিল DJI TELLO নামের একটি মাইক্রো ড্রোন। ৫ মেগা পিক্সেল ক্যামেরাওয়ালা এই ড্রোনটা সর্বোচ্চ ৩০ মিটার পর্যন্ত উপরে উঠতে পারলেও বেশ ভালোই ছবি তুলত। শেষ কিস্তিতে রইল সেই ছবিগুলো যেখানে বরফে ঢাকা কোপেনহেগেনের কিছু রূপ দেখতে পাওয়া যাবে, সাথে গ্রীষ্মকালতো আছেই।

প্রথমে DJI TELLO এর কিছু ছবি। মাত্র ১১৫০ ড্যানিশ ক্রোনরে (বাংলাদেশী ১৪০০০ টাকা) অতিরিক্ত ব্যাটারি, রিমোট কন্ট্রোলার এবং বিশ্বকাপের থীমওয়ালা স্টিকার সমেত ড্রোনটা কিনেছিলাম। DJI SPARK কেনার পর বিক্রি করে দিয়েছি। যত্নে রাখলে কোপেনহেগেনে ব্যবহার করা যেকোন জিনিষ বিক্রয় করা খুব সোজা।





এবার আসি ছবিগুলোতে। প্রথম দুটো ছবি একটি পার্কে তোলা, পরেরটি আমার অফিস ক্যাম্পাসের গ্রীন হাউসের কাছে এবং শেষেরটি শহুরে অফিস ক্যাম্পাসে তোলা। সবগুলোই শীতকালীন ছবি।









পরের ছবিগুলো আমার বাসার আশেপাশেই তোলা। খোলা মাঠ, সমুদ্র সৈকত, ফুটবল মাঠ এবং গল্ফ কোর্টে ছবিগুলো তুলেছিলাম। সমুদ্র সৈকতের এই ছবিটা তো আমার বসবাসরত মিউনিসিপ্যালিটি তাদের প্রচারেও ব্যবহার করেছে।









আগের দুই পোস্টে আপলোড করা ছবিগুলোর তুলানায় এই ছবিগুলোর রেজুলেশন বেশ কম কিন্তু ৫ মেগাপিক্সেলের ক্যামেরার থেকে আর কি ভালো আশা করতে পারি!

আগের ছবিগুলো পাওয়া যাবে নিচের লিংকে:

পর্ব ১: Click This Link

পর্ব ২: Click This Link

আজ কোপেনহেগেনে বাংলাদেশীদের জন্য আজকে দুটো বিশাল ঈদ উৎসবের আয়োজন ছিল দূতাবাস এবং মসজিদের পক্ষ থেকে। বিকালে সময়টা বেশ ভালোই পার করেছিলাম। সুযোগ পেলে কাল/পরশু কোপেনহেগেনের বাংলাদেশী দূতাবাস নিয়ে একছত্র লিখব আশা করছি।

সবাই ছবিগুলো উপভোগ করুন। শুভ রাত্রি!

মন্তব্য ৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৯ সকাল ৯:২৮

করুণাধারা বলেছেন: চমৎকার ছবি! ভালো লাগলো।

কোপেনহেগেনে বাঙ্গালীদের ঈদ উৎসব কেমন হল জানতে ইচ্ছে হয়। আশা করি পোস্ট দেবেন।

১০ ই জুন, ২০১৯ সকাল ১১:৪২

সাইফুল আজীম বলেছেন: জ্বী করব।

২| ১০ ই জুন, ২০১৯ সকাল ১০:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর ড্রোনগ্রাফী

৩| ১০ ই জুন, ২০১৯ সকাল ১১:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: এবারেরটাও সুন্দর হয়েছে ❤

৪| ১০ ই জুন, ২০১৯ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: ছবি গুলো বেশ ভালোই লাগলো।

৫| ১০ ই জুন, ২০১৯ বিকাল ৪:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। দ্রোন দূর্গম এলাকার বি তোলায় দারুন ভাবে সক্ষম। এ র প্রয়োজনীয়তা অপরিসীম আমাদের গবেষণায়। কিন্তু সরকারে কড়াকড়িতে দ্রোন কেনা হয়ে ওটেনি আমাদের।

১০ ই জুন, ২০১৯ বিকাল ৪:৫৫

সাইফুল আজীম বলেছেন: লাইসেন্স নেওয়াটা ঝক্কির তবে একবার নিয়ে নিলে কেল্লা ফতে।

৬| ১০ ই জুন, ২০১৯ বিকাল ৪:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: সবগুলোই পড়লাম । সুন্দর হয়েছে। তবে সর্বশেষটি ভীষণ ভালো হয়েছে।
শুভেচ্ছা নিয়েন ।

৭| ১১ ই জুন, ২০১৯ রাত ৩:০১

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: শেষ থেকে তিন নম্বরটা খুব দারুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.