নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

এলেবেলে-১৮ (ছবিতে কোপেনহেগেনের রোজনামচা, ড্রোনগ্রাফি এবং অন্যান্য)

১২ ই জুন, ২০১৯ রাত ২:৫২

# বৃষ্টি মাথায় বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়ে অফিসে পৌঁছে দেখি ঝলমলে রোদ চারিদিকে। বাসায় ফিরে ভেবেছিলাম সৈকতে জলকেলি করব কিন্তু গিয়ে দেখি কেউ নেই এবং বেশ ভালোই ঢেউ। যদিও পানি কোমর পার হবে কিনা সন্দেহ কিন্তু একা সাগরে নামতে কেমন যেন গা ছমছম করে। সাঁতারও জানিনা ঠিকমত। যদি টান দিয়ে নিয়ে যায়!

# গাড়ি মেলায় গিয়েছিলাম বিকালে। আমেরিকান মাসল কার কিংবা পিচ্চি গাড়িগুলো দেখতে অসাধারন! আপনারাও দেখুন কিছু নমুনা।















# গাড়ির মেলার কাছেই ঘোড়ারও দেখা পেলাম, সাথে কোপেনহেগেনের সুপরিচিত কার্লসবার্গ ক্যারেজ।



# দুই বছর হতে চলল কোপেনহেগেন অথচ এই প্রথম পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে বোট ব্যবহার করলাম। ইচ্ছা ছিল এতে চড়ে ফুড ফেস্টিভ্যালে যাব কিন্তু মনের ভুলে ঘাটে নামতে পারিনি।আশা করছি সেখানে কাল যাব।





# বোট থেকে দেখি সী-প্লেন টেক-অফের প্রস্তুতি নিচ্ছে। দূরে হলেও মোবাইলে ছবি তুললাম। অনেকদিন পর যুদ্ধজাহাজ, সাবমেরিন আর ভাইকিংদের জাহাজটাকও দেখলাম। সময় করে একদিন এই তিনটাকে দেখে আসতে হবে।







# ১০০ মিটার উপর থেকে ড্রোনের চোখে সূর্যাস্ত দেখবেন নাকি? দেখুন তাহলে, সাথে মাছের চোখওয়ালা স্টাইলে (Sphere) আমার বাসার চারপাশটাও দেখুন।





চলবে.........

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৯ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট কিন্তু কারো মন্তব্য নেই আফসোস।

আামার ছোটো ছেলে এই পোস্ট পছন্দ করবে নির্ঘাত । গাড়ি দেখলেই সে কাইত.......

১২ ই জুন, ২০১৯ বিকাল ৪:২০

সাইফুল আজীম বলেছেন: আপু তাহলে আমার পুরানো পোস্ট যেখানে খেলনা গাড়ির সংগ্রহ আছে ঔইটা দেখাইয়েন তাকে।

২| ১২ ই জুন, ২০১৯ বিকাল ৪:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ দেখাবো

৩| ১৪ ই জুন, ২০১৯ রাত ৯:০১

সাদা মনের মানুষ বলেছেন: ভীষণ ভীষণ ভালোলাগা, এসব দেখলে ইচ্ছে করে ঘর ছেড়ে বেড়িয়ে পড়ি এখনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.