নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

এলেবেলে -২০ (ড্রোনের চোখে ডেনমার্ক এবং অন্যান্য)

১৫ ই জুন, ২০১৯ দুপুর ২:২৮

# গত পরশু ফীল্ড ট্যুর ছিল যেখানে আমরা কৃষক এবং উদ্যোক্তাদের সামনে আমাদের গবেষণার ফল তুলে ধরেছিলাম। আগাছা চিহ্নিতকরণ এবং দমনে রোবটিক ভেহিকল, স্মার্ট ক্যামেরা, ড্রোন, ইত্যাদি আর কি। দিনটা ভালোই ছিল।






# কাজ শেষে একটু ড্রোনগ্রাফিও করেছিলাম। একই জায়গা থেকে ডেনমার্কের সব রূপ দেখেছি সেদিন। শিল্প সমৃদ্ধ ডেনমার্ক, কৃষিজ ডেনমার্ক, অসাধারন ল্যান্ডস্কেপের ডেনমার্ক, কিংবা গ্রামীন ডেনমার্ক সবই এক জায়গায়,একসাথে। সাথে একটা স্ফিয়ার ফটো ফ্রি!







# বিকালে যাচ্ছি স্পেন ট্যুরে। মাদ্রিদ-বার্সেলনা হয়ে ফিরব। আশা করছি এই ট্যুর থেকে ভালো একটি লেখা আপনাদের উপহার দিতে পারব।

# জুলাই মাসের ট্যুর Copenhagen-Brussels-Luxembourg-Hamburg-Copenhagen, তিন নতুন শহর এবং দুই নতুন দেশ.......জুলাই ১৮ থেকে ২০, ট্যুর সাথে ব্লগিং জমবে বেশ!

চলবে.......

পর্ব-১৯ (কোপেনহেগেন ফুড স্ট্রীট/ফেস্টিভ্যালে একদিন) এর লিংক:
https://www.somewhereinblog.net/blog/SaifulAzim26007happy/30276851

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৯ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


আপনি ডেনমার্কে কি পড়ালেখা করছেন, নাকি কাজ করছেন?

২| ১৫ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩৪

সাইফুল আজীম বলেছেন: ফুল টাইম প্রফেশনাল জবে আছি। আমি ২০১৭ সালে বাংলাদেশ থেকে এসে গবেষক হিসাবে কোপেনহেগেন ইউনিভার্সিটিতে জয়েন করেছি।

৩| ১৫ ই জুন, ২০১৯ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


আপনার ব্যাকগ্রাউন্ড ও রিসার্চ কোন বিষয়ে?

১৫ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

সাইফুল আজীম বলেছেন: আমি রিমোট সেনসিং এবং জিআইএস এ মাস্টারস করেছি। মাস্টারসের পর থেকেই precision agriculture এ ড্রোন এবং রিমোট সেনসিং ডাটার ব্যবহার নিয়ে কাজ করছি। আমি মূলত আগাছা চিহ্নিতকরণ এবং দমনকে কার্যকরী করতে এবং রিমোট সেনসিং ডাটা ব্যবহার করি।

৪| ১৫ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:



ভালো

৫| ১৫ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

রাজীব নুর বলেছেন: মুগ্ধ হয়ে ছবি গুলো দেখলাম।

৬| ১৫ ই জুন, ২০১৯ রাত ৮:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কোন মডেলের দ্রুন ব্যবহার করেছেন? সেটির সর্বোচ্চ গতিবেগ কত? দাম কতো। :)

১৬ ই জুন, ২০১৯ রাত ৮:২৫

সাইফুল আজীম বলেছেন: ডিজেআই স্পার্ক, দাম ডেনমার্কে এখন কম-বেশী ৪০০০-৪৫০০ ক্রোনার (প্রায় ৫২০০০ -৬০০০০ টাকা), সর্বোচ্চ গতিবেগ ৫০ কিমি/ঘন্টা। এটা আমার ব্যাক্তিগত ড্রোনের তথ্য।

৭| ১৬ ই জুন, ২০১৯ বিকাল ৩:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন পোস্ট অনেক ভালো লাগা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.