নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

ড্রোনগ্রাফি: পর্ব ৪

১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৯

ডেনমার্কের প্রায় মাঝখানে Middelfart এ গিয়েছিলাম অফিসায়াল মিটিংয়ে। হোটেলের লোকেশন অনেক চমৎকার একটা জায়গায় যেখান থেকে এখানকার বিখ্যাত দুটি ব্রীজ একসাথে দেখা যায়। মিটিং শেষে ড্রোনগ্রাফী করতে ভুলিনি। বৃষ্টি পড়ছিল তাই খুব বেশীক্ষণ উড়েনি ড্রোন। তাই আজ মাত্র তিনটা ছবি আপনাদের জন্য। ছবিগুলো DJI Spark ড্রোন দিয়ে ৫০ থেকে ১০০ মিটার উপর দিয়ে তোলা। আশা করি ভালো লাগবে।

Den Gamle Lillebæltsbro (The Old Little Belt Bridge। চালু হয় মে ১৪, ১৯৩৫ এ)




Den Ny Lillebæltsbro (The New Little Belt Bridge। চালু হয় অক্টোবর ২১, ১৯৭০ এ)






হোটেল Comewell। মিটিংটা এখানেই হয়েছিল।



আগের পর্বের লিংক-
ড্রোনগ্রাফি: পর্ব ৩

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


কিসের উপর মিটিং ছিলো? এতদুর দেশে গেলেন, নিশ্চয় অনেক টাকা খরচ হয়েছে, নিশ্চয় দরকারী মিটিং ছিলো; সেটার খবর নেই, ৩টা ছবি দিলেন, এছবিগুলো কি কোন প্রকারে অন্য ছবি থেকে আলাদা? ব্লগিং'এর জন্য কোনটা দরকারী বলে মনে হয়েছে আপনার?

১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪০

সাইফুল আজীম বলেছেন: আমিতো ডেনমার্কেই থাকি ভাই। ট্রেনে দুই ঘন্টা। দূর কই? আর আমার প্রজেক্ট মিটিংয়ের খবর দিয়ে পাঠকরা কি করবেন? ব্লগিংয়ে মিটিং নিয়ে লেখার ইচ্ছা আমার নাই। ড্রোন দিয়ে ছবি তোলা আমার শখ আর সেটাই সবার সাথে শেয়ার করা। ব্লগিং আমি দরকারে নয়, শখে করি।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫

রায়হান চৌঃ বলেছেন: সাইফুল সাহেবের কাছে একটা / দুইটা ড্রোন আছে :D

১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৪

সাইফুল আজীম বলেছেন: নিজের একটাই আছে। DJI Spark। তবে অফিসে অনেকগুলো আছে। DJI Phantom 3; 4; 4 PRO, DJI Inspire 1; 2, DAJI Matrice 210......এত্তগুলো :D

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: ছবি এত কম কেন??
বেশি বেশি দিবেন।

১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৯

সাইফুল আজীম বলেছেন: বৃষ্টি পড়ছিল এবং বাতাসের বেগও বেশী ছিল। তাই ৫ মিনিটের বেশী সময় পাইনি।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!!

ভালই নাম দিয়েছেন- ডোনোগ্রাফি ;)

ব্যাক্তিগত ড্রোন রাখা যায়! দারুন তো।
++++

১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৭

সাইফুল আজীম বলেছেন: কেন যাবেনা? ড্রোনতো এখন অনেকটা পার্সোনাল গ্যাজেটের মতোই। তবে উড়াতে লাইসেন্স লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.