নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

ড্রোনগ্রাফি: পর্ব ৫ (অফিস ক্যাম্পাস এবং সামান্য VIKING স্পেশাল)

১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৭

মেঘলা আবহাওয়া এবং থেমে থেমে হওয়া বৃষ্টির মাঝেই আজকে অফিস ক্যাম্পাসে এক দফা ড্রোনগ্রাফী করলাম। একটু বর্ননা সহকারে পোস্ট করা ছবিগুলো নিয়েই আজকের পর্ব। ওহ্ আজকে ডেনমার্কের বিখ্যাত VIKING নিয়ে সামান্য স্পেশাল কিছু আছে। ছবিগুলো DJI SPARK ড্রোন দিয়ে ৩০ থেকে ৯০ মিটার উপর দিয়ে তোলা হয়েছে।

এইটা গবেষণায় ব্যবহার করা গ্রীন হাউজ যা প্রায় সবসময়ই আল্ট্রা-ভায়োলেট আলোয় আলোকিত থাকে। এখানে কৃত্রিম পরিবেশে নানা রকম ফসল চাষ করা হয় এবং তার জন্য এই ব্যবস্থা। একই রকম দুইটা ছবি দিলাম কারন ড্রোনের ক্যামেরা ম্যানুয়ালি কন্ট্রোল করে আলো-আঁধারি ছবি তুলতে চেয়েছিলাম।





Autumn এলেই ক্যাম্পেসের গাছগুলো বদলে যায়। পাতা ঝরাতে গিয়ে গাছগুলোতে অন্যরকম একটা সৌন্দর্য চলে আসে।





এক ছবিতে আমার পুরো অফিস ক্যাম্পাস। এর সামনের অংশে ভেটেনারি সেকশন এবং বাকি অংশে ক্রপ সাইন্স সেকশন। আমি ক্রপ সাইন্স সেকশনের অধীনে প্ল্যান্ট প্রটেকশন রিসার্চ গ্রুপে কর্মরত।



শীত আসতেই এখানকার মাঠগুলো ধূসর হয়ে যায় কিন্তু এই মাঠই আবার সবুজ এবং সোনালী হয়ে যাবে ফসলের মৌসুমে।



ছবিতে দেখা রাস্তাটি দেখতে আর দশটা রাস্তার মতই মনে হতে পারে কিন্তু এর একটি ঐতিহাসিক গুরুত্ব আছে। ভাইকিংদের যুগে এটিই ছিল তাদের চলাচলের অন্যতম রাস্তা যা দিয়ে তারা কোপেনহেগেন থেকে ডেনমার্কের অন্য অংশে চলাচল করত। আশেপাশে ছিল ভাইকিংদের গ্রাম যা এখনও আছে তবে সেখানে সাধারন মানুষ থাকে। গ্রামে অবশ্য একটি যাদুঘর আছে। এমনকি রাস্তার ওপারে যেই মাঠে আমি এক্সপেরিমেন্ট করি সেখানে ভাইকিংদের মনুমেন্ট সমেত কবরস্থানও আছে।



আজকের ড্রোনগ্রাফী এখানেই শেষ। আবহাওয়া ড্রোন উড়ানোর উপযোগী থাকলেই নতুন কোন জায়গায় ছবি নিয়ে হাজির হব।

আগের পর্বের লিংক:
ড্রোনগ্রাফী: পর্ব ৪

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: ড্রোন একটা কিনেই ফেলব কিনা ভাবছি!

১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৩

সাইফুল আজীম বলেছেন: কিনে ফেলুন। তবে বাজারে নতুন আসা DJI Mavic Mini থেকে দূরে থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.