নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

ড্রোনগ্রাফি: পর্ব ৬ (ছুটি স্পেশাল)

২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২১

গতকাল ছিল এ বছরের শেষ অফিস। ক্রিসমাস এবং নিউ ইয়ার মিলিয়ে ২০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারী পর্যন্ত অফিস বন্ধ। ছুটির সময়টা একটু পড়াশোনা, আশেপাশে ঘুরে বেড়ানো, দাওয়াতে যাওয়া এবং ড্রোনগ্রাফী করে পার করার প্ল্যান করেছি। তাই প্রথম দিনেই ড্রোনগ্রাফী শুরু করে দিলাম। আমি কোপেনহেগেনের ঠিক মাঝে থাকি কিন্তু আজকে যেখানে ড্রোনগ্রাফী করতে গিয়েছিলাম তা আসা-যাওয়া মিলিয়ে ট্রেনে দেড় ঘন্টা, সাথে আরও পয়তাল্লিশ মিনিট (প্রায় পাঁচ কিমি) হাঁটা পথ দূরে। হাতে সময় থাকায় একটু sphere photography করলাম। এটা করতে ড্রোন চারিদিকে ৫০টি ছবি তুলে তাকে এক করে যা থেকে তৈরী হয় Little Planet। এছাড়াও প্যানোরমা এবং সাধারন ছবিও তুলেছিলাম।

বলে রাখি ৫০টি ছবির দুই সেট, ৪টি প্যানোরমা এবং সাধারন, সবমিলিয়ে ১৫০টি ছবি তুলেছিলাম। প্রসেসিং শেষে কোয়ালিটি বিচারে ছবির সংখ্যা ৯ এ এসে দাড়ায়। সেই ৯টি ছবি থেকে ৫টি বাছাইকৃত ছবি আপনাদের জন্য। আজকে আকাশ মেঘলা তাই ছবিতে আলোর পরিমান কম কিন্তু তা ছবি উপভোগের ক্ষেত্রে কোন সমস্যাই নয়।

শুরু করি Little Planet দিয়ে। এই প্ল্যানেটে ছুটির -বাড়ি, রাস্তা-ঘাট, গাছ-পালা, পানি, মাটি ইত্যাদি সব আছে। খুঁজে দেখুন, পাবেন:



Farum Lake এর পাড়ে গিয়েছিলাম। লেকটি এখানকার ৩য় বৃহত্তম লেক যাতে ছোট দ্বীপও আছে। নানা কারনেই এটি ড্যানিশ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। লেকের একটি প্যানোরমা:



লেকের পাড়ে মাঠ, বন-জঙ্গল জুড়ে হাঁটার বা সাইকেল চালানোর দারুন ব্যবস্থা। যখন ড্রোন উড়াচ্ছিলাম তখন অনেকের সাথেই দেখা হয়েছিল যারা হাঁটতে বা সাইকেল চালাতে এসেছিলেন। বন-জঙ্গল এবং মাঠের কিছু ল্যান্ডস্কেপ:





সবশেষে পাশের শহরের ছবি, সাথে ডেনমার্কের বিখ্যাত পাবলিক ট্রান্সপোর্ট S-Train কেও দেখতে পাবেন:



সবাই ভালো থাকবেন। পর্ব-৭ নিয়ে আসছি এই ছুটির মধ্যেই।

পর্ব-৫ এর লিংক:
ড্রোনগ্রাফি: পর্ব ৫ (অফিস ক্যাম্পাস এবং সামান্য VIKING স্পেশাল)

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:


ডোনোগ্রাফির একটা শেষ কিস্তি দেখেছিলাম, মনে হয়; ইহা কি শেষের পরেরটা?

২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৬

সাইফুল আজীম বলেছেন: ওইটা “আপাতত শেষ” ছিল। আবার শুরু করলাম আর কি!

২| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ভীন্নমাত্রার শখে আমাদেরও দারুন আনন্দ হচ্ছে

ড্রোনোগ্রাফির মজার মজার ছবি দেখছি :)

+++

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৪| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

চমৎকার। উপভোগ করছি। ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.