নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

ড্রোনগ্রাফী- পর্ব ৭ (আরেকটু ছুটি স্পেশাল) এবং কোপেনহেগেনে পথ চলতে তোলা কিছু ছবি

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

গতকাল থেকেই কোপেনহেগেন এবং পার্শ্ববর্তী শহরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে যদিও স্নোফলের কোন দেখা নাই। এরই মাঝে কোপেনহেগেন থেকে দূরে Capital Region of Denmark এর বাইরে Zealand এর Frederikssund শহরে গিয়েছিলাম ড্রোনগ্রাফি করতে। Roskilde লেকের পাড়ে অবস্থিত এই শহরটি ল্যান্ডস্কেপের জন্য বিখ্যাত। আসা-যাওয়া মিলিয়ে বাসা থেকে ২ ঘন্টার ট্রেন জার্নি এবং ৫০ মিনিটের হাঁটা পথ পাড়ি দিয়ে তবেই এই স্থানের সন্ধান মিলেছে। পোস্টে ছবির সংখ্যা কম কারন অনেকগুলো প্যানোরামা তুললেও সবচাইতে সুন্দরগুলো এখানে দিচ্ছি আপনাদের জন্য। ছবিগুলো ৭০ - ১০০ মিটার উপর থেকে তোলা। বর্ননা দেওয়ার তেমন কিছু নাই তাই শুধু ছবিই সই।











যেহেতু ড্রোনের চোখে দেখা ছবির সংখ্যা কম তাই গত কয়েকদিনের কোপেনহেগেনে পথ চলতে তোলা কিছু ছবিও দিলাম। ছবিগুলো সবই বিকালবেলা তোলা কিন্তু এখানে ৪টার দিকেই সন্ধ্যা হয়ে যায় তাই দেখলে মনে হয় রাতের ছবি।







পর্ব ৭ এখানেই শেষ। ড্রোনগ্রাফীর পরের পর্ব নিয়ে হাজির হব ২০২০ এ। শেষ করার আগে বলে রাখি, ক্রিসমাস এবং নিউ ইয়ারের আতশবাজী নিয়ে হাজির হব এলেবেলে-২২ এ। সবাইকে আগাম নিমন্ত্রণ।

পর্ব ৬ এর লিংক:

ড্রোনগ্রাফি: পর্ব ৬ (ছুটি স্পেশাল)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: ছবি গুলো চমৎকার হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.