নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

ড্রোনগ্রাফী - পর্ব ১০ (লাইম স্টোনের খনিতে ডাইনোসরের সন্ধানে এবং অন্যান্য)

১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪০

লক-ডাউন থেকে মুক্তির আনন্দে ভাই-ব্রাদারেরা মিলে-মিশে ডেনমার্কের অন্যতম “Kalklandet” বা লাইম স্টোনের খনি এবং এর কাছেই সাগর পাড়ে Stevens Klint নামক খাড়িতে ঘুরতে এসেছিলাম। পর্ব ১০ এ থাকছে এই ট্যুরেরই কিছু ড্রোনগ্রাফী সাথে কিছু সাধারন ছবিও।

Kalklandet এখন খনি হলেও ৬৩ মিলিয়ন বছর আগে এখানে সাগর ছিল যাতে অতিকায় ডাইনোসর সময়ের প্রানীর বসবাস ছিল। এখানে একটি জিওলজি মিউসিয়ামও আছে। সেখানে তথ্য এবং ফসিলের সাথে সাথে হাতুড়ি-বাটালও ভাড়া পাওয়া যায় যা দিয়ে যে কেউ খনি খুঁড়ে ডাইনোসরের ফসিলের সন্ধান করতে পারে। আসুন খনির কিছু ছবি দেখা যা এগুলো ফোন দিয়ে তোলা।











খনির প্রধান আকর্ষন সবুজ এখন নীল পানির লেগুন। তথ্যমতে আকরিকের রকমভেদে এই রংয়ের সৃষ্টি। ড্রোন দিয়ে ২০ মিটার উপর থেকে তোলা লেগুনগুলোর কিছু ছবি। নিয়ম-নীতি এবং প্রচুর বাতাসের কারনে বেশী উপর থেকে ছবি নিতে পারিনি তাই ২০ মিটারই সই।















খনি ঘুরে ঘরে ফেরার পথে আমরা Stevns Klint নামক খাঁড়িতে গিয়েছিলাম যা UNESCO World heritage এর অংশ এবং এখানে উল্কাপাতের চিহ্ন এবং ডাইনোসরের ফসিল দুই ই পাওয়া গিয়েছে। এখানে ১২০০ শতাব্দীর গীর্জা এবং স্নায়ু যুদ্ধকালীন বাংকারও রয়েছে। প্রচুর বাতাসের কারনে ড্রোন দিয়ে ৩০ মিটার উপর থেকে মাত্র কয়েকটা ছবিই তুলতে পেরেছি। সেই ছবি এবং আরও কিছু ছবি চলুন দেখে নেই।













পর্ব - ১০ এর সমাপ্তি এখানেই। আশা করছি সবার ভালো লেগেছে ছবিগুলো।

গত পর্ব:
ড্রোনগ্রাফী - পর্ব ৯ (বনে-জঙ্গলে এক দিন)

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২০ রাত ৯:৫০

করুণাধারা বলেছেন: ভালো লেগেছে, কিন্তু স্থানের পরিচিতি থাকলে আরো ভালো লাগতো।

ড্রোণ চালাতে লাইসেন্স লাগে?

১৫ ই জুন, ২০২০ রাত ১১:৫৮

সাইফুল আজীম বলেছেন: হ্যাঁ, ড্রোনের ওজন ২৪০ গ্রামের নিচে হলে থিওরি লাইসেন্স। ২৪০ গ্রামের উপরে রেগুলার লাইসেন্স। আমার আপ টু পাঁচ কেজি পর্যন্ত উড়ানোর ২ এ লাইসেন্স আছে। তবে অচিরেই ২ বি নিতে যাচ্ছি যাতে ৭ কেজি পর্যন্ত উড়ানো যাবে।

২| ১৬ ই জুন, ২০২০ রাত ১২:১১

রাকু হাসান বলেছেন:


দেশের ছবি দেখতে চাই । দারুণ তুলেছেন । শেয়ারে ধন্যবাদ । ড্রোনের মডেল এবং দামটা একটু জানতে চাই ।

১৬ ই জুন, ২০২০ রাত ১২:৫৯

সাইফুল আজীম বলেছেন: আমিতো দেশে থাকিনা। তবে ২০১৪ - ২০১৭ দেশে কৃষিক্ষেত্রে ড্রোন নিয়ে কাজ করার কিছু ছবি তুলেছিলাম যা আমার টাইমলাইনে আছে। সময় করে এখানে পোস্ট করব একদিন।

Drone: DJI Spark

Price in Denmark at This Moment: Between 3000 - 3500 KR (38000 to 45000 BDT)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.