![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নদেখি যা কিছু সত্য ও সত্যকে আলিঙ্গন করে, তার শেষপ্রান্তে যাব।
আজ কয়েকদিন ধরে অভিজিৎ রায় এবং ফারাবী বন্দনা। মনে হচ্ছে দুই প্রান্তের দুই মহানায়ক! ফারাবী'র লেখার হাত ভাল সন্দেহ নেই। কিন্তু এই অতি উৎসাহী আবেগী ছেলেটাকে মিডিয়া বেশ ভালোভাবেই পেয়েছে। ফারাবী'র সাথে কথা বলে ওকে কখনোই স্থীর চিন্তার মানুষ বলে মনে হয়নি। আজ একটা পোষ্টে দেখলাম ফারাবী নাকি জসিমউদ্দিন রহমানী'র পর আনসারউল্লাহ দ্বায়িত্ব নিয়েছে। হাঁসবো না কাতুকুতু অনুভব করবো বুঝতে পারছিনা। কোন চিন্তার বিরুদ্ধে আগ্রাসন চালাতে হলে ঐ দর্শনের একজন মহানায়কের চিন্তাকে ইস্যু করতে হয়। আমাদের দালাল মিডিয়া ফারাবী'র মত একজন হিরোইজমে আক্রান্ত ইম্যাচুউরড ছেলেকেই পেল।
©somewhere in net ltd.