নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি, মানবতা আমার ধর্ম, নেশায় কবি,পেশায় প্রকৌশলী।

সাখাওয়াত ইমন

কবি ও সাহিত্যিক

সাখাওয়াত ইমন › বিস্তারিত পোস্টঃ

ফিরে এসো

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩০



ফিরে এসো,স্বপ্ন সারথি হয়ে,
ফিরে এসো,ঘুম জাগরনের গানে,
ফিরে এসো,আশা জাগানিয়া কোন সুরে,
ফিরে এসো,ভোরের পাখি হয়ে,
ফিরে এসো,গোধূলী লগ্নে-
তোমার সেই নীড়ে।
যে নীড় ছেড়েছিলে,সেই কবে!
কি জানি, কোন টানে?
চিরসবুজ সেই প্রান্তর,শ্যামল বনের পাঁজরে-
তোমার মনের আখরে,
গড়া সেই নীড়,
ছোট্ট নদীর তীর।
আজো আছে,ছিল,থাকবে।
সেই অরন্য-
গড়েছি তোমার জন্য অভয়ারন্য।
তবু,ফিরে এসো,ফিরে এসো,ফিরে এসো,
সবুজ প্রান্তর,শ্যামল বন,ছোট্ট নদীর বুকে।

-মোঃ সাখাওয়াত হোসেন
২৪ চৈত্র ১৪২৩,শুক্রবার
(০৭ এপ্রিল ২০১৭)
সকাল ০৬.০০ টা
বুড়িগঙ্গার তীর,ঢাকা

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: স্বাগতম রঙ্গিন এই ভূবনে।

২| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৬

সাখাওয়াত ইমন বলেছেন: আপনাকে,অসংখ্য ধন্যবাদ।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই সামুতে ফিরে আসার জন্য অনেক অনেক আনন্দ প্রকাশ করছি সাথে অভিনন্দন।
আমার ব্লগবাড়ি ঘুরে আসায় ও অনুসরণে কৃতজ্ঞতা রাখছি।

আপনার কবিতা পড়ে অনেক মুগ্ধ হয়ে ফিরছি।
শুভকামনা আপনার জন্য সবসময়।

এরকম কবিতা উপহার পাবো নিত্য প্রত্যাশা এমনই।
শুভ হোক আপনার প্রতিক্ষণ।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৩

সাখাওয়াত ইমন বলেছেন: আপনাকে ও আভিনন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.