![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“নুপূর’’চলো যাই,এই প্রাণহীন শহরটা ছেড়ে,
দূরে বহুদূরে প্রাচীন পুণ্ড্রনগরে।
যেখানে পরতে পরতে ছড়িয়ে আছে,
ইতিহাস,ঐতিহ্য আর ভালোবাসার উপাখ্যান,
সুখ-দুঃখ,হাসি-কান্না,আবেগ-অনুভূতির ঐক্যতান।
তারপর আরও দূরে-
ভাসব দুজন রক্তদহ বিলে,
স্বপ্ন ছড়াব আকাশের নীলে।
সুনীল আকাশের কায়ায় রক্তদহ বিল,
তোমার আমার মায়া দেখে গাইবে গাংচিল।
কলমীর বেগুনী ফুল-
তোমার কানের দুটি দুল।
কচুরিপানার ফুলে সাজাব তোমার খোঁপা
কি? চুপ কেন?
কাঁদছো কেন বোকা?
-মোঃ সাখাওয়াত হোসেন
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩৬
সাখাওয়াত ইমন বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: কবিতায় ভালো লাগা রইল
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৫
নূর-ই-হাফসা বলেছেন: জানার ইচ্ছে হলো৪ বছরে মাত্র দুই টি পোস্ট কেন ?
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১:১৫
সাখাওয়াত ইমন বলেছেন: অনলাইনে লেখালেখি করা হয়নি.....।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১:৫৩
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ অনুসরন করার জন্য ।
কবিতা ভাল লেগেছে
বেশ ছন্দময় কথা শৈলী ।
“নুপূর’’চলো যাই,এই প্রাণহীন শহরটা ছেড়ে,
দূরে বহুদূরে প্রাচীন পুণ্ড্রনগরে।
once the capital of Bengal but haএd been abandoned in 1575
একদা বাংলার রাজধানী পুন্ড্রনগর পরিত্যক্ত হয়েছে অনেক কাল আগে
দিয়ে গেলাম এখানে এই প্রাচীন শহড়ের কিছু চিহ্ন ঘুরতে সুবিধা হবে বলে ।
অনেক শুভেচ্ছা রইল ।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
সাখাওয়াত ইমন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইল।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর লেখেন ভাই। খুব ভালো লাগলো আপনার শব্দ গাঁথুনি।
শুভকামনা আপনার জন্য সবসময়।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৯
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।আপনার লেখার হাত ভালো ।