![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিসমিল্লাহি রাহমানির রাহীম
আজ,
শনিবার, ০৩ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ
Saturday, 17 March 2018 A.D
২৮ জামাদিউস সানি ১৪৩৯ হিজরী।
আলহামদুলিল্লাহ, বসন্তের রোদ্র উজ্জল চমৎকার একটি দিন।
*আজকের দিনের বিশেষ তাৎপর্য হলো, আজ বাঙ্গালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
*গতকাল শ্রীলংকা ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের জয় ও চূড়ান্ত পর্বে উঠার এই মহেন্দ্রক্ষনে ১৬ কোটি বাংলাদেশী (কিংবা আরো বেশি) আনন্দের জোয়ারে ভাসছে।অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল!
সোনালী রোদ ঝলমল করছে। বসন্তের বাতাসে মন কেন জানি উদাসী হয়! গাছে গাছে সবুজ কচি পাতার সৌ্ন্দর্য আমাকে মুগ্ধ করে, হালকা নীল আকাশের মায়ায় আমি বিমুগ্ধ, কোকিলের কুহু কুহু তানে অভিভূত, আমার গারো এক বন্ধুর বাশির সুরে পুলকিত,অদূ্রে আমের গাছটি ও দেখি মুকলিত……হা হা হা…
বেশ ভালোই কাটছে আজকের দিনটি।
স্ত্রী,সন্তান ও মা,বাবা গ্রামের বাড়ীতে। সবার মাঝে থাকতে পারলে আরো ভালো লাগতো।
আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে যদিও পলাশ,শিমুল ও কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য এখনো দেখার সৌভাগ্য হয়নি,তবু রূপসী বাংলার, ঋতুরাজ বসন্তের নানান ফুল আর প্রকৃ্তির ছবি আকুল এই হৃদয়টাকে আরো ব্যাকুল করে তোলে।
হাজার বছর বেঁচে থাকতে চাই, আবহমান এই বাংলার মাঝে……
২| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: “যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান,
ততদিন রবে কীর্তি তোমার শেখ মজিবুর রহমান”.
জয় বাংলা।।(আজকের কমন কমেন্ট)
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন: আমাদের ভাগ্য বঙ্গবন্ধুর মতো একজন উদার মানুষ আমরা পেয়েছিলাম, আমাদের দুর্ভাগ্য আমরা তাকে অকালে হারিয়েছি ।। সেই ব্যাদনা আজও কষ্ট দেয়, আজ বংলাদেশে রোহিঙ্গা সসম্যা বঙ্গবন্ধু বড়জোড় এক সপ্তাহে ইতি টানতেন ।।