নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি, মানবতা আমার ধর্ম, নেশায় কবি,পেশায় প্রকৌশলী।

সাখাওয়াত ইমন

কবি ও সাহিত্যিক

সাখাওয়াত ইমন › বিস্তারিত পোস্টঃ

আমাদের স্বপ্ন

০১ লা জুন, ২০১৮ রাত ৮:২২

একসাথে স্বপ্ন দেখি মোরা,
একই আশায় বাঁধি প্রান,
আমাদের পন্য হবে দেশ সেরা,
গুনগত মানে,নাম্বার ওয়ান।
আমাদের রয়েছে দক্ষ কর্মীবাহিনী,
বুক ভরা আত্মবিশ্বাস আর বাহু ভরা বল
শানিত মেধা,অভিজ্ঞতা আর বৈচিত্র্যে ঝলমল।
যদি মোরা করি কোয়ালিটি ফার্স্ট কালচারের চর্চা।
খুলে যাবে অপার সম্ভাবনার দরজা।
কাজকে ভালোবাস,কাজের মাঝে দাও ডুব,
এমডি স্যারের অমিয় বানী মনে পড়ে খুব।
পরিস্কার,পরিচ্ছন্ন হবে কাজের পরিবেশ,
একাগ্র চিত্তে করতে হবে কাজে মনোনিবেশ।
ঐ যে অদূরে,বাস্তবতার উঠানে,আয়োজন হচ্ছে বেশ,
একটু পরেই ঘোষণা হবে,
ভলভো ইজ দ্যা নাম্বার ওয়ান ব্রান্ড অব বাংলাদেশ।


১৩ পৌষ ১৪২৪ বঙ্গাব্দ
২৭ ডিসেম্বর ২০১৭ খ্রিস্টাব্দ
কামরাঙ্গীরচর,ঢাকা।



বিঃদ্রঃ “আমাদের স্বপ্ন” কবিতাখানি, পান্না ব্যাটারি লিঃ(পান্না গ্রুপ)এর জন্য লিখা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর বিজ্ঞাপন।
আপনার বাড়ি নিশ্চয়ই ফরিদপুর?

২| ০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:১৬

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: ভাল B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.