নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি, মানবতা আমার ধর্ম, নেশায় কবি,পেশায় প্রকৌশলী।

সাখাওয়াত ইমন

কবি ও সাহিত্যিক

সাখাওয়াত ইমন › বিস্তারিত পোস্টঃ

মাহে রমজান

১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৫



শাশ্বত কল্যানী মাহে রমজান,
মোদের জীবনে এনেছো অমিয় ফরমান।
অমরাবতী হতে তোমার আগমন,
তাই তোমার স্পর্শে শুচিতায় ভরে উঠুক মোদের জীব্ন,
স্রস্টার কাছে মম নিবেদন।
ফজর,যোহর,আসর,মাগরিব আর এশা,
পাই যেন পঞ্চবারে আল কোরানের দিশা।
জিকির আসকার তাসবিহ তাহলীল,
দিনের শেষে ইফতার মাহফি্ল,
ত্রিশ দিনের সিয়াম সাধনা,
ত্রিভাগে প্রতি দশকে রহমত,মাগফিরাত আর নাজাতের গুণপনা,
সেহরী,ইফতার,তারাবিহ সহ সকল আরাধনা্,
কবুল কর গো মালিক তব তরে করি বন্দনা।
তোমার মাঝে রয়েছে পবিত্র রজনী,
লাইলাতুল কদর নামে আমরা জানি
লওহে মাহফুজ হতে পাক কালামের বানী,
হযরত মোহাম্মদ (সাঃ)উপর জীব্রাঈল (আঃ)আনি
তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে অনেক সম্মান
বার বার ফিরে এসো মাহে রমজান।
শাশ্বত কল্যানী মাহে রমজান,
মোদের জীবনে এনেছো অমিয় ফরমান।
অমরাবতী হতে তোমার আগমন,
তাই তোমার স্পর্শে শুচিতায় ভরে উঠুক মোদের জীব্ন,
স্রস্টার কাছে মম নিবেদন।
ফজর,যোহর,আসর,মাগরিব আর এশা,
পাই যেন পঞ্চবারে আল কোরানের দিশা।
জিকির আসকার তাসবিহ তাহলীল,
দিনের শেষে ইফতার মাহফি্ল,
ত্রিশ দিনের সিয়াম সাধনা,
ত্রিভাগে প্রতি দশকে রহমত,মাগফিরাত আর নাজাতের গুণপনা,
সেহরী,ইফতার,তারাবিহ সহ সকল আরাধনা্,
কবুল কর গো মালিক তব তরে করি বন্দনা।
তোমার মাঝে রয়েছে পবিত্র রজনী,
লাইলাতুল কদর নামে আমরা জানি
লওহে মাহফুজ হতে পাক কালামের বানী,
হযরত মোহাম্মদ (সাঃ)উপর জীব্রাঈল (আঃ)আনি
তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে অনেক সম্মান
বার বার ফিরে এসো মাহে রমজান।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩২

লাবণ্য ২ বলেছেন: রমযান নিয়ে সুন্দর কবিতা।

১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৬

সাখাওয়াত ইমন বলেছেন: অশেষ,ধন্যবাদ।

২| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৩

বিজন রয় বলেছেন: রমজানের কব্তিা, ইসলামের কবিতা।
+++++

১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৯

সাখাওয়াত ইমন বলেছেন: কৃতজ্ঞতা,পাশে থাকবেন,দোয়া রাখবেন।

৩| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: রমজান নিয়ে সুন্দর কবিতা লিখেছেন।

১১ ই জুন, ২০১৮ বিকাল ৫:১৮

সাখাওয়াত ইমন বলেছেন: অশেষ ধন্যবাদ।

৪| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৯

সাখাওয়াত ইমন বলেছেন: আমার সম্মানিত পাঠকদের ভালো লাগলে,তবেই আমি খুশি।
অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.