নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এন এম সানোয়ারুল ইসলাম সেলিম

সেলিম৬২৫১

সেলিম৬২৫১ › বিস্তারিত পোস্টঃ

মহব্বতরে হাকীকত ও তার স্তর সমূহ

১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:২০



১. হযরত আশরাফ আলী থানবী(রহ.) বলেন-মহব্বতের হাকীকত হলো, মনের ঝোক ও আকর্ষণ। মহব্বতের এ পর্যায়টি সহজাত। এ পর্যায়ে মহব্বত অর্জনের নির্দেশ শরীয়ত প্রদান করেনি, তবে তা খোদাপ্রদত্ত একটি নেয়ামত। মনের এই ঝোকের ফলে আল্লাহ তা‘আলার সন্তুষ্টিকে অন্যদের সন্তুষ্টির উপর প্রাধান্য দেওয়া মহব্বতরে লক্ষণসমূহের অন্যতম। এ পর্যায়ে মহব্বত বিবেকসম্মত এবং শরিয়ত নির্দেশিত। স্থান বিশেষে এই প্রাধান্যর বিভিন্ন পর্যায় ও প্রকার রয়েছে। সেগুলোর মধ্যে প্রধানতম হলো, ঈমানকে কুফরের উপর প্রাধান্য দেওয়া। এটি আল্লাহ তা‘আলার মহব্বতের সর্বনিন্ম স্তর। এ ছাড়া কোনো মানুষ ঈমানদার হতে পারে না। আল্লাহ তা‘আলার মহব্বতের দ্বিতীয় পর্যায় হলো, আল্লাহর বিধানকে অন্য সবার উপর প্রাধান্য দেওয়া । এক্ষেত্রে বিধান সমুহের পর্যায় অনুপাতে মহব্বতের মান নির্ণিত হবে। কোনোটা হবে ওয়াজিব ও মধ্যম পর্যায়ের, আর কোনোটা হবে মুস্তাহাব ও উঁচু পর্যায়ের ।

( কামালাতে আশরাফিয়া-অনুবাদক মাওলানা জালালুদ্দিন )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.