![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামু আলাইকুম।
আমরা অনেকেই Dolancer এবং Skylancer কোম্পানির নাম শুনে থাকব। এরা নানাভাবে আমাদের ইন্টারনেটে কাজ করে টাকা উপার্জনের সুযোগ করে দিয়েছে। এ কাজগুলোর মধ্যে সবচেয়ে সোজা কাজটি হচ্ছে PTC অর্থ্যাৎ Paid To Click। কাজটা আর কিছুই না,যে কোন একটা লিংকে ক্লিক করে একটা নির্দিষ্ট সেকেন্ড wait করা।
সমস্যা হচ্ছে,এ কোম্পানিগুলোতে join করতে আগে একটা নির্দিষ্ট টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়,এবং তারপর কাজ শুরু করা যায়। এটি আমাদের মত গরীব দেশে অনেকের ক্ষেত্রেই সম্ভব হয় না।
কিছুদিন আগে পিসি হেল্পলাইন বিডি ব্লগে একটি নতুন PTC site সম্পর্কে জানলাম। নামঃ OnlineEarn4u। দেখলাম যে এখানে join করতে কোন টাকা দেওয়া লাগে না,শুধু join করার পর ১০০ দিন ফাও ক্লিক করে ১০০ ডলার উপার্জন করে ওদের দিতে হবে,এবং তারপর থেকে ওরা টাকা দেওয়া শুরু করবে। মানে Dolancer আর Skylancer-এ join করতে শুরুতে যে টাকা দেওয়া লাগত,initial সেই টাকাটা আর দেওয়া লাগছে না। আর পিসি হেল্পলাইন বিডি ব্লগে যাঁরা সেই পোস্টগুলো করেছেন,তাঁরা দাবি করেছেন যে তাঁরা টাকা পেয়েছেন এবং পাচ্ছেন। তো আমিও অ্যাকাউন্ট খুলে বসলাম,কারণ বাসায় বসে কম্পিউটারে গেম খেলা ছাড়া আর কোন কাজ নাই (যেহেতু মুভি দেখি না ঐভাবে),তাই ভাবলাম,যেহেতু কোন অর্থলগ্নি করতে হচ্ছে না,তো দেখিই না কী হয়! আর যদি টাকা পেয়েই যাই,তাহলে তো পোয়াবারো!
যাই হোক,আমরা অনেকেই জানি না কীভাবে PTC site-এ কাজ করতে হয়। পিসি হেল্পলাইন বিডি বা অন্য কোন ব্লগেও এ নিয়ে লেখা পেলাম না। তাই ভাবলাম,নিজেই বরং একটা লিখে ফেলি! বন্ধুবান্ধবসহ অনেকেরই কাজে আসতে পারে!
যাই হোক,প্রথমেই আমরা দেখে নিই OnlineEarn4u কী কী অফার দিচ্ছে।
পিসি হেল্পলাইন বিডি ব্লগেই এটা নিয়ে বিস্তারিত লেখা আছে,তাই আমি কথা না বাড়িয়ে লিংকগুলো দিয়ে দিচ্ছি।
http://www.pchelplinebd.com/?p=13442
http://www.pchelplinebd.com/?p=13442
তো,এখন আসি কীভাবে আপনি OnlineEarn4u-এ কাজ করবেন। আমি screenshot-সহ পয়েন্ট আকারে বলে যাচ্ছি,আশা করি বুঝতে কোন অসুবিধা হবে না। তারপরও কোন অসুবিধা হলে তা কমেন্টে পোস্ট করলে উত্তর দিতে চেষ্টা করব।
১) প্রথমেই আপনি একটা নতুন ইমেইল আইডি খুলে নিন,যাতে নানা রকম আপডেটগুলো পেতে বেশি কষ্ট করতে না হয়।
২) এবার এই লিংকে ক্লিক করে OnlineEarn4u-এ রেজিস্ট্রেশন করে নিন নিচের ছবিটার মত।
৩) আপনার ইমেইল আইডিতে এখন একটা ভেরিফিকেশন মেইল পাঠানো হবে। নিচের ছবিগুলোর মত কাজ করে OnlineEarn4u আইডিটি ভেরিফাই করে নিন।
৪) ভেরিফেকেশনের পর আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
৫) এখন আপনি অ্যাড ক্লিকের কাজ শুরু করতে পারবেন। অ্যাড ক্লিক শুরু করতে "Ads"-এ ক্লিক করুন।
৬) ১০০টা অ্যাড দেওয়া আছে। প্রথমটায় ক্লিক করুন।
৭) পরবর্তী পেজে অ্যাডটি লোড হবে এবং ৩০ সেকেন্ডের কাউন্টডাউন শুরু হবে।
৮) ৩০ সেকেন্ড শেষ হওয়ার পর আপনাকে পরবর্তী ছবির মত একটি ক্লিক করতে হবে।
৯) আপনি একটি অ্যাড দেখে ফেলেছেন। এখন "Close"-এ ক্লিক করে এ অ্যাডটি থেকে বেরিয়ে যান।
এভাবে আপনি এক এক করে ১০০টা ক্লিক সম্পন্ন করুন।
আমি নিজে করে দেখেছি যে মোটামুটিভাবে এক বসায় ২ ঘণ্টার মত সময় লাগে ১০০ ক্লিক করতে (মাঝখানে লোডশেডিং হলে কিন্ত এ হিসাব প্রযোজ্য নয়!)।
তো এতক্ষণ দেখলেন কীভাবে ক্লিক করবেন। আর এখন দেখুন কীভাবে আপনার কত টাকা জমা হল তা দেখবেন।
ক) প্রতিদিনের উপার্জন দেখতেঃ
১) হোমপেজে গিয়ে Account > Earnings এ যান।
২) এখানে আপনি আপনার প্রতিদিনের কাজের উপার্জন দেখতে পারবেন। এই উপার্জনটি মোট উপার্জনে যোগ করতে "Send to Transaction account"-এ ক্লিক করুন।
খ) মোট উপার্জন দেখতেঃ
১) হোমপেজে গিয়ে Account > Transaction Account এ যান।
২) এখানে আপনি আপনার মোট উপার্জন দেখতে পারবেন।
এবার আসি একটা অতি গুরুত্বপূর্ণ কথায়ঃ
OnlineEarn4u-এ ফ্রি অ্যাকাউন্ট খোলার কোন সীমিত সংখ্যা নেই। একজন যত ইচ্ছা তত অ্যাকাউন্ট খুলতে পারেন। এইজন্য আমি ৭টা অ্যাকাউন্ট খুলেছি!
আমি জানি আপনারা এখন কী ভাবছেন! ১টা অ্যাকাউন্টে ক্লিক করতে যদি ২ ঘণ্টা লাগে,তাহলে তো ৭টা অ্যাকাউন্টে ৭X২ = ১৪ ঘণ্টা লাগার কথা! এই ব্যাটা এত সময় কই পায়?
বিশ্বাস করুন,একটা অ্যাকাউন্টে ক্লিক করতে যে ২ ঘণ্টা লাগে,৭টা অ্যাকাউন্টে ক্লিক করতে ঐ ২ ঘণ্টাই লাগে! শুধু একই সাথে ৭টা ব্রাউজার খুলে নিতে হয়!
নিচের ছবিটা দেখুন!
আপনারাও ইচ্ছা করলে এইভাবে ৭টা ব্রাউজার খুলে কাজ করতে পারেন! কারণ ১টা অ্যাকাউন্টে ক্লিক করা যে কথা,৭টা অ্যাকাউন্টেও ক্লিক করা সেই কথা!
যে কোন প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখুন। যথাসম্ভব উত্তর দেবার চেষ্টা করব।
©somewhere in net ltd.