![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭৬ প্রেসিডেন্ট জিয়া এ দেশটার জনসংখ্যা বিস্ফোরন নিয়ে যেভাবে ভেবেছেন বাকি এতগুলো বছর ধরে সেভাবে আর ভাবা হয়নি.......এখনো ভাবছেনা কেউ........ ডুবন্ত টাইটানিকের দশা হচ্ছে........ ডিসক্লেইমার : এই ব্লগের কোন প্রকার লেখালেখিতে কেউ
মুক্তিযুদ্ধ এক সামগ্রীকতা।
১৪৪০০০ বর্গ কিলোমিটারের অভ্যুদয়গাথা।
তথ্য- প্রামান্য আর কিংবদন্তীতে ভরপুর এর জানা অজানার বিশালত্ব এত প্রসারিত যে তার তুলনায় এই ব্লগটি নিতান্তই একছেঁড়া পাতা।
মুক্তিযুদ্ধের সময়কার অনেক রোমান্চ্ঞকর কিংবদন্তী শোনা যায়।
পত্রিকার পাতায় উঠে আসে সেগুলো।
টিভির পর্দায় শোনা যায় সেইসব দিনের কথা।
ধর্মযু্দ্ধের মোড়কে বাংলা উপনিবেশকে নিজেদের গোলামীতে বশ রাখার জন্য পাকিস্তানী ওয়ারলর্ডরা যেইসব কলংকের অমোচনীয় দাগ রেখে গেছে মুক্তিযু্দ্ধের পরতে পরতে সেগুলোর অধিকাংশই কেবল মুখে মুখেই শোনা গেছে।
মরন কামড় থেকে বাঁচার যুদ্ধে এই বাংলাদেশ ভূখন্ডের যেইসব নারীরা
অবিশ্বাস্য সাহস দেখিয়েছেন সেগুলোও মাত্রই বছর কয়েক গনমাধ্যমের নজরে পড়েছে।
আর নিজদেশের মানুষের সাথে বেঈমানী করা , নিজ দেশের স্বাধীনতার শত্রু নিকৃষ্টতম শ্রেনীর বুদ্ধিসম্পন্ন প্রানী রাজাকারদের চরিত্র বর্ননায় অপ্রয়োজনীয়।
তবুও এদের চরিত্রের বেহায়াপনা কতটুকু হতে পারে সেটাও বোধহয় পুরোপুরি জানা নেই অনেকের।
ইতিহাসের পাতা থেকে এমনই কিছু প্রামান্যের ৩ টি টুকরো নিয়ে এই ব্লগ।
ইয়াহিয়া খানের যৌন প্রমোদ :
বাংলাদেশে এমন অসংখ্য ধর্মভীরু প্রবীন রয়েছেন যারা ৪৭ দেখেছেন কৈশোরে , ৭১ দেখেছেন পরিনত বয়সে।
ধর্মভীরু এই সব মানুষরা দেখেছেন সাম্প্রদায়িক বন্চ্ঞনার ক্লেদ কেমন হতে পারে , দেখেছেন হিন্দু-মুসলিম দাঙ্গার রক্তহোলি।
দেখেছেন পিতার প্রাচীন ভূমি ছেড়ে নতুন শিকড়ের সন্ধানে ভাসমান হতে অগনিত হিন্দু মুসলমানকে।
আর তাই সেইসব ধর্মকাতর প্রবীনরা ৭১ এ নতুন স্বপ্ন -সম্ভাবনার স্বাধীন বাংলাদেশ পেয়ে যেমন উদ্বেলিত হয়েছেন , তেমনি সোহরাওয়ার্দী-শেরেবাংলার লেগ্যাসী , ব্রিটিশ খেদাও- ভারত ছাড় -স্বদেশী আন্দোলন আর ইতিহাসের টালী খাতায় গাঢ় দাগ ৪৭ 'র ভারত-পাকিস্তানের জন্মের প্রতি স্মৃতিকাতর হয়েছেন।
সেই সব ধর্মভীরু প্রবীনদের ৪৭-৭১ 'র প্রতি স্মৃতিকাতরতায় কতটুকু সারশূন্যতা ছিলো , কতটুকু মরীচিকা ছিলো তা হয়তো তাদের অনেকেরই জানা হয়নি কোনদিন।
মুক্তিযুদ্ধ বিরোধী নিজামী-মুজাহিদ-গোলাম আযমদের আমিরুল মুমীনিন ইয়াহিয়া খানের চরিত্রের এই কদর্য লাম্পট্যের প্রমান টুকু হয়তো সেইসব প্রবীনদের মনোপটে নতুন চিন্তার দাগ কাটবে।
১০ ই জানুয়ারী , ১৯৭২ , ডেইলী টেলিগ্রাফ , এম এফ এইচ বেগ :
অনুবাদ :
রাওয়ালপিন্ডিতে জেনারেল ইয়াহিয়া খান কে তার সাবেক চীফ অফ স্টাফ জেনারেল আব্দুল হামিদ খান সহ গৃহবন্দী ঘোষনা করা হয়েছে।
সাধারন মানুষের বিচারের দাবীর প্রেক্ষিতে এই সাবেক প্রেসিডেন্টকে পাকিস্তানের সর্বোচ্চ জাতীয় স্বার্থে গ্রেফতার করা হয়েছে।
পশ্চিম পাকিস্তানের প্রায় সর্বত্রই "ইয়াহিয়ার ফাঁসি চাই" শ্লোগান শোনা যাচ্ছে আর গনমাধ্যম নানা বিধি নিষেধের খড়গ মুক্ত হয়েছে , বাক স্বাধীনতার স্বচ্ছন্দতাও ফিরে এসেছে ;
ইয়াহিয়ার বিপক্ষে যে অভিযোগ আনা হয়েছে তাতে কেবল এটাই বলা হচ্ছেনা যে তার শাসনামল দুর্নীতি পূর্ন ছিলো ,
অভিযোগ করা হচ্ছে তার শাসনকালীন জীবন ছিলো প্রাচীন রোমের মতই লাম্পট্যে একাকার।
ইয়াহিয়ার যৌন প্রমোদ সঙ্গীনি ১২ জন বা এই রকম সংখ্যক নারীর ভাগ্য কি হবে তা এখনো অজানা , তবে বলা হয়েছে ক্ষমতাবান এবং বুর্জোয়া স্বামীর স্ত্রী --- ইয়াহিয়ার প্রমোদবালা এই সব নারীরা সবাই সুচিহ্নিত।
" প্রমোদনারীর অংগুলী হেলন"
একজন সামান্য পুলিশ অফিসারের স্ত্রী , যিনি সবার কাছে "আন্টি" নামে পরিচিত , তাকে অস্বাভাবিক ক্ষমতাশালী ধরে নেয়া হয়।
শোনা যায় তার আদেশে অনেক মাথা কুর্নিশ করে।
উদ্দাম যৌন উন্মত্ততার খবর বাতাসে ভাসছে , তারমধ্যে রয়েছে এক জেনারেলের ছেলের বিয়েতে পুরো ৩ দিন ধরে আমোদ প্রমোদ যখন সেনাবাহিনী পাকিস্তানকে ভেঙে যাওয়া থেকে রক্ষার জন্য লড়ছিলো।
এক রিয়ার অ্যাডমিরালের বাসায় আয়োজিত ডিনার পার্টিতে প্রসিডেন্ট ইয়াহিয়া মদে চুর হয়ে "মেলোডী কুইন" খ্যাত এক গায়িকাকে জাপটে ধরেন , তাকে নিয়ে সেইবাড়ীরই এক বেডরূমে ঢুকে পড়েন ;
পরের ৫ ঘন্টা প্রেসিডেন্টের আর দেখা মেলেনি।
বোরকা পড়া সেইসব বীরাঙ্গনা গেরিলারা :
সম্প্রতি দৈনিক কালের কন্ঠের পাতায় ৭১'র বিজয়ীনি শিরোনামে বীরাঙ্গনাদের উপর একটি সিরিজ করা হচ্ছে।
উঠে আসছে সেইসব অকুতোভয় নারীদের যুদ্ধদিনের গল্প।
এই যেমন ডিসেম্বর ১ , ২০১০ তারিখে ছায়ারুনের গল্পই ধরুন ।
বোরখা পরে পাক বাহিনীকে ফাঁকি দেয়া , "অবলা" নারী হাতে রাইফেল চালানো ......
স্বাধীনতার ৪০ বছর পর বিস্মৃতির তলানী থেকে ভেসে ওঠা এইসব সত্য কাহিনী গুলো শুনতে কতটুকু পানসে কিংবা তাজা শোনাচ্ছে জানিনা ,
তবে যু্দ্ধদিনের সেইসময়কার প্রামান্যটুকু হয়তো অনেক বেশী আবেদন পূর্ন হতে পারে :
ডেইলী টেলীগ্রাফ , ১৯৭১ , লন্ডন , ক্লেয়ার হোলিংওয়ার্থ :
অনুবাদ :
সারাদেহ বোরকায় আবৃত মহিলারা গোপনে অস্ত্র সরবরাহ করে পূর্ব পাকিস্তানে মুক্তিফৌজের সশস্ত্র বিপ্লবে অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে।
বিশেষ করে শহর এলাকায় , যেখানে মাইন , গ্রেনেড অথবা বোমা খুব গোপনে , কিন্তু যেভাবেই হোক পাচার করতেই হবে - এ ধরনের অপারেশন গুলোতে এই বোরকা আবৃত নারী গেরিলারাই আসল ভূমিকা পালন করছে।
বোরকা পরা এইসব নারী মুক্তিযোদ্ধারা সম্পূর্ন নিরাপদ , কেননা অস্ত্র বহনের সময় কোন সৈন্য বা পুলিশ সদস্য তাদের শারীরিকভাবে স্পর্শ করার কথা চিন্তাই করতে পারবেনা।
এমনকি মহিলা পরিদর্শকরাও বাসে - ট্রেনে তাদেরকে ছেড়ে দিচ্ছিলো যেখানে ইউরোপীয়ান মহিলাদের বেলায় রীতিমত পোশাকের ভেতরে আপাদমস্তক হাতড়ে বেড়ানো হচ্ছিলো।
অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারা , যারা বোরকা পরেন পারিবারিক রক্ষনশীলতার কারনে , তাদের ক্ষেত্রে মনে হচ্ছিলো তারা অত্যন্ত মোটা বা স্থুল দেহের এবং ঘরের বাইরে কাজ করেননা।
সব ঢেকে ফেলা কালো রঙ এর গাউন , হিজাব আর নেকাব - এই তিন মিলে বোরকায় আবৃত মহিলাদের দেখাতো (যারা মূলত গেরিলাদের সহায়তাকারী) ধীরে চলতে থাকা বিশাল এক ভারী বোঝার মত ।
" হাট থেকে হাটে "
ক্ষীপ্র আর সাহসী তরুনরাও নিরাপদেই অস্ত্র পাচার করতো ,
পায়ের সাথে বুলেটের ফিতা জড়িয়ে আর ঝুড়ির ভেতরে মাইন ভরে নিয়ে এমনভাবেই তারা চলাফেরা করতো যাতে কেউ তাদের মুখ , এমনকি হাঁটুও দেখতে পেতোনা।
সাধারনত যুদ্ধক্ষেত্রের ভেতর দিয়েই তারা অস্ত্র গুলো নিয়ে যেতো ধারেকাছের কোন গ্রাম্য হাঁটে যেখানে অস্ত্রগুলো বোরকা পরা মেয়ে কিংবা মহিলাদের কাছে চালান করে দিতো।
__________________________
স্বাধীন বাংলাদেশে বুকভরা নিঃশ্বাস নেয়ার সুযোগ দেয়ায় আজীবন কৃতজ্ঞতা থাকবে এইসব বিজয়িনী নারীদের প্রতি।
রাজাকারদের দ্বিচরিত্র :
রাজাকারদের চরিত্র আমার কাছে অনেকটা দ্য মমির বেনি গাবারের মতোই মনে হয় আমার।
বেঁচে থাকার জন্য এরা গলায় হাজারটা খোদার তাবিজ পড়ে থাকে।
কোন খোদাতেই এদের বিশ্বাস নেই আসলে।
এদের মুনাফিক চরিত্র এখনো বদলায় নি।
ধর্মের নাম ভাঙিয়ে তেলে ভাজা কই মাছের মত ফুলে ফেপে ওঠা এইসব রাজাকারদের অনেকেই যুদ্ধকালীন লুটপাটের সম্পদে প্রচুর বিত্ত-বৈভবের মালিক আজ।
সামাজিক জীবনে এদেরকে কেউ কখনো দেখেনি সমাজের দুঃস্থ-অসহায়-হাঁ-ভাতে বেঁচে থাকা মানুষদের প্রতি দয়াপরবশ হতে।
কিন্তু এরাই মহানবী (সাঃ) হাদীসের বুলি কপচায় দিনরাত অহর্নিশ।
এদের অমানুষ হৃদয়ের নিষ্ঠুরতা প্রকাশের জন্য বোধহয় কাজী নজরুল ইসলামের সেই কবিতাটিই সবচেয়ে বেশী মানায় :
"মসজিদে কাল শিরনী আছিল, অঢেল গোস্ত রুটি
বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটিকুটি!
এমন সময় এলো মুসাফির গায়ে-আজারির চিন্
বলে ‘বাবা, আমি ভুকা ফাকা আছি আজ নিয়ে সাত দিন!’
তেরিয়াঁ হইয়া হাঁকিল মোল্লা – “ভ্যালা হ’ল দেখি লেঠা,
ভুখা আছ মর গো-ভাগাড়ে গিয়ে! নামাজ পড়িস বেটা?”
ভুখারী কহিল, ‘না বাবা!’ মোল্লা হাঁকিল – তা’ হলে শালা
সোজা পথ দেখ!’ গোস্ত-রুটি নিয়া মসজিদে দিল তালা! "
কিন্তু এরাই আবার নির্বাচনের ভরা মৌসুমে টাকার বোচকা নিয়ে মাঠে নেমে পড়ে।
টাকা দিয়েই তারা সমাজপতি - রাজনীতিশ্বরদের সাথে "ইনভিসিবল দোস্তি" তৈরী করে।
এদেশের অগনিত মসজিদের কোটি কোটি সাধারন মুসল্লীরা আজও এইসব দাঁত খিলানো রাজাকার নামের পশুদের পাশে দাড়িয়ে নামাজে কিয়াম করতে অস্বস্তিবোধ করে।
এই জীবানুর মতই কিলবিলে চরিত্রের রাজাকার শ্রেনীর বেহায়াপনার চালচিত্র ১৯৭১ এ কেমন ছিলো সেটা জানা যাক :
নভেম্বর ২১ , ১৯৭১ , দ্য নিউইয়র্ক টাইমস , কলকাতা থেকে বরুন রায় :
অনুবাদ :
রাজাকাররা যতোটা তোপের মুখে থাকার কথা তার চেয়ে কিছুটা ভালো অবস্থায় আছে তারা।
তারা একটা নতুন ধান্ধা খুঁজে পেয়েছে যাতে করে পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী গেরিলাদের কাছে কিছুটা হলেও দয়া ভিক্ষা করতে পারে।
তাদের এই নতুন ধান্ধাটা হচ্ছে দু পক্ষের হয়েই চর বৃত্তি করা।
রাজাকাররা , যাদের কে পশ্চিম পাকিস্তান সেনাবাহিনী নিযুক্ত করেছিলো স্বাধীন বাংলাদেশ আন্দোলনের বিদ্রোহীদের উপর নজরদারী করে খবরাখবর জানাতে, তারা এখন উল্লেখযোগ্যভাবে গেরিলাদেরকেই উল্টো পশ্চিম পাকিস্তানীদের ব্যাপারে গুরুত্বপূর্ন তথ্য পাচার করছে।
রাজাকার শব্দটির অর্থ রাজার অনুগত।
হিন্দু ভারতের সাথে একীভূতীকরন ঠেকানোর জন্য হায়দারাবাদ রাজ্যের সশস্ত্র মুসলিমরা ১৯৪০ এ এই শব্দে নিজেদেরকে পরিচিত করে।
" গত শরৎকালে এরা গঠিত হয় "
গত মে মাসে রাজাকার শব্দটির আবার আবির্ভাব ঘটে পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা একটি ডানপন্থী ফোর্সের " রাজাকার " নামকরনের মাধ্যমে।
রাজাকাররা একটি জগাখিচুড়ী বাহিনী - মূলত পশ্চিম পাকিস্তানী পুলিশ বাহিনী , মুসলীম লীগের সদস্য , জামাতে ইসলামী এবং আরো কিছু বাহিনী থেকে বাধ্যতামূলক ভাবে নিয়োগ করে এই বাহিনীটি তৈরী করা হয়েছে।
সংখ্যায় এরা ৬০০০-৭০০০।
মুসলিম -হিন্দু সবাই একবাক্যেই অভিযোগ করেছেন রাজাকাররা তাদের উপর গোপনে নজর রাখছে , নির্যাতন করছে এবং তাদের স্বজনদেরকে খুন করেছে।
ধরেই নেয়া হয় যে এদের কাজটাই হচ্ছে প্রত্যন্ত্ গ্রামান্চ্ঞল / ছোট শহর , যেখানে পাকিস্তান সেনাবাহিনী পৌছাতে পারবেনা সেখানকার মানুষের উপর খবরদারী-জবরদস্তি করা।
এছাড়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পলাতক কর্মী দের ব্যাপারে খবরাখবর জানানো এবং লীগের প্রচার প্রচারনার বিপক্ষে প্রচারনা চালানোও এদের কাজ।
যেহেতু পাকিস্তান সেনাবাহিনী ছোট কোন শহর বা প্রত্যন্ত গ্রাম এলাকায় অভিযান চালানোর আগে রাজাকারদের সাথে যোগাযোগ করে , তাই তারা আগে থেকেই জানে কখন আক্রমন চালানো হবে ।
একারনে তাদের হাতে প্রচুর সময় থাকে এলাকার বিদ্রোহী গেরিলাদের সতর্ক করার জন্য যাতে তারা পালিয়ে যায় কিংবা প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিতে পারে।
গতকাল গেরিলাদের একজন মুখপাত্র বললেন :
"আমরা এখন আর রাজাকারদেরকে মারছিনা। এরমানে এই নয় যে এদেকে মেরে ফেলায় কেউ আমাদেরকে আটকাচ্ছে। কিন্তু সেটা এই মূহুর্তে কাজে আসবেনা।
কারন এই মূহুর্তে ওদের কাছ থেকে যত তথ্য পাওয়া যায় পুরোটাই আমাদের প্রয়োজন।"
ঐ গেরিলা আরো জানালেন গত কিছুদিনের ঢাকার আশেপাশে মুক্তিবাহিনীর অনেকগুলো অপারেশনে সাফল্য আসার কারন রাজাকারদের দেয়া তথ্য অনুযায়ী গেরিলাদের সময়মতো ডেকে আনা ।
রাজাকাররা কেবল তথ্যই দিচ্ছেনা।
বিদ্রোহী গেরিলাদের কে তারা সুরক্ষাও দিচ্ছে।
রাজাকাররা যখন কোন এলাকায় থাকে পাকিস্তান সেনাবাহিনী প্রধান সড়কে পাহারা বসিয়ে সেসব এলাকা ছেড়ে চলে যায়।
তবে এর মানে এই নয় যে সব রাজাকারের কাছ থেকে সহায়তা পাওয়া যাচ্ছে , রাজাকারদের মধ্যে অনেকেই , যাদের পদবী উঁচু , এরা বাঙালীদেরকে তীব্রভাবে ঘৃণা করে।
রাজাকারদের ভেতরে বড় অংশটি যখন মুক্তিবাহিনীর আনুগত্য দেখানোর চেষ্টা করছে তখন বাকী অংশটি অনেকটা নিষ্ক্রিয় ভাবে পাকিস্তান সেনাবাহিনীর সাথেই পক্ষেই থাকছে।
দ্বৈত চরের কাজটা রাজাকারদেরকে ভালোই মানিয়েছে।
একদিককার চর হিসেবে পাকিস্তান সেনাবাহিনীকে তারা মুক্তিবাহিনীর ব্যাপারে অতটুকুই তথ্য দিতো যতটুকুতে মুক্তিবাহিনী কোন বিপদে বা ঝামেলায় পড়ার আশংকা থাকতোনা।
মূলত দ্বৈত চরের কাজ করে রাজাকাররা নিজেদের চামড়া বাচাতে চেয়েছিলো।
মে মাসে পাকিস্তান সেনাবাহিনী রাজাকার বাহিনী তৈরী করার পর হাজার সংখ্যায় রাজাকাররা গেরিলাদের হাতে মারা পড়েছে।
রাজাকার বাহিনীতে যারা যোগ দিয়েছে - এরা মুক্তিবাহিনীর জিঘাংসার মুখে পড়েছে , কারন ২৬ শে মার্চ স্বাধীনতা ঘোষনার পর থেকে এরা খুন -লুট - অগ্নিসংযোগ করে বেড়িয়েছে।
মুক্তিবাহিনীর একজনের মতে রাজাকাররা এখন সম্পূর্নভাবে একটি পথচ্যুত একটি দল এবং এদের খুব কমই সক্রিয় দেখা যায়।
শতশত রাজাকার এরই মধ্যে আত্নসমর্পন করেছে মুক্তিবাহিনীর হাতে এবং অন্যান্য সেক্টরে এখনো আত্নসমর্পন করছে।
এই গেরিলার মতে রাজাকাররা গেরিলাদেরকে সহায়তা করার কারন তারা বুঝতে পেরেছে পাকিস্তান জিততে পারবেনা।
___________________________
স্বাধীন জন্মভূমির সকল শহীদ এবং জীবিত বীর মুক্তিসেনানীর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা আর কৃতজ্ঞতা নিয়েই ব্লগটি শেষ করছি।
" তোমাদের এই ঋন কোনদিনও শোধ হবেনা "
অ্যাটাচমেন্ট :বাংলা ব্লগ দিবস প্রতিযোগীতা
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১০
দাসত্ব বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:০৪
কাউসার রুশো বলেছেন: আপাতত চোখ বুলিয়ে গেলাম। চ্রম জিনিস লিখছেন বুঝে ফেলছি।
পড়ে এস ভালো করে পড়ে কমেন্ট করতেছি।
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১০
দাসত্ব বলেছেন: চরম কিনা জানিনা , তবে আমার ধারনা ছিলো তথ্যগুলো সাধারন মানুষ জানেনা।
জানানোটা দায়িত্ব মনে হলো।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:০৫
কাউসার রুশো বলেছেন: আপাতত চোখ বুলিয়ে গেলাম। চ্রম জিনিস লিখছেন বুঝে ফেলছি।
পরে এসে ভালো করে পড়ে কমেন্ট করতেছি।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:০৫
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: অসাধারণ পোস্ট। ব্লগে পড়া অন্যতম সেরা পোস্ট। লেখককে অনেক অনেক ধন্যবাদ।
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১২
দাসত্ব বলেছেন: ব্লগটা পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
অ.ট. ইদানিং কোন ব্লগই ফেসবুকে শেয়ার করা যাচ্ছেনা।
এই পোস্টটাও শেয়ার করতে পারিনি।
আমাদের সার্ভারে কি কোন টেকনিক্যাল সমস্যা আছে ?
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:০৯
লালু কসাই বলেছেন: এক নিঃশ্বাসে পড়ে ফেললাম।
" তোমাদের এই ঋন কোনদিনও শোধ হবেনা "
আমরা তোমাদের ভুলবনা হে বীর বাঙ্গালী...............
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১২
দাসত্ব বলেছেন: এই ঋন শোধ হবার নয়।
এই কৃতজ্ঞটা চিরদিনের।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১১
চন্দ্রবিন্দু ও আরও অনেকে বলেছেন: +
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৩
দাসত্ব বলেছেন: ধন্যবাদ
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১২
খুজে ফিরি অজানা কে? বলেছেন: চমৎকার পোস্ট। প্লাস++++++
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৩
দাসত্ব বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৮| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১২
নষ্ট ছেলে বলেছেন: দারুন পোস্ট। আমার দেখা মুক্তিযুদ্ধ নিয়ে পোস্টগুলোর মধ্যে সেরা পোস্ট।
সরাসরি প্রিয়তে
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৪
দাসত্ব বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য কৃতজ্ঞতা।
আপনাকে বোধহয় ব্লগে খুব বেশী দেখিনা ইদানিং।
নাকি আমিই ব্লগে কম আসি ?
৯| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৩
ভিজামন বলেছেন: বেঁচে থাকার জন্য এরা গলায় হাজারটা খোদার তাবিজ পড়ে থাকে।
কোন খোদাতেই এদের বিশ্বাস নেই আসলে।
এদের মুনাফিক চরিত্র এখনো বদলায় নি।
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৭
দাসত্ব বলেছেন: কোন খোদাতেই এদের বিশ্বাস আছে বলে আমার মনে হয়না।
১০| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৪
এক্স বলেছেন: এই ব্যাভিচারী পাথর মেরে হত্যার উপযোগী ইয়াহিয়া খান পাকিস্তানের নেতা হলে পাকিস্তান ইসলামী রাষ্ট্র এই তত্ত্ব বিশ্বাস করা কঠিন. আদতে ১৯২৪ এর পর বিশ্বের কোথাওই ইসলামিক রাষ্ট্রের অস্তিত্ব ছিল না. ইতিহাস সাক্ষী ইয়াহিয়া খান ছিল মার্কিনদের একনিষ্ট দালাল. তার ক্ষমতায় আরহন, টিকে থাকা ও গনহত্যা চালানোর সবচেয়ে বড় ভাগীদার এই মার্কিনরা.
বাংলাদেশেও ছিল এবং আছে এরকম দালালেরা. এরা কেউ আমেরিকা আর কেউ ভারতীয় শিবিরে কাজ করে. বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে এরাই সবচেয়ে বড় বাধা. আলীগ যখন জামাতিদের বিরোধিতা করে তখন তাদের কেউই কিন্তু দেশের জন্য কিছু করে না বরং নিজ নিজ শিবির ও মনিবের স্বার্থ হাসিল করার জন্যই করে. মাঝখান থেকে বদনাম হয় ইসলামের, আর পোয়াবারো হয় ভারতের...
রাজাকার ভাদাকার না খেদানো পর্যন্ত মুক্তিযুদ্ধে জেতা সম্ভব নয়.
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২০
দাসত্ব বলেছেন: আসলে আমাদের দেশে সবকিছুর কৃতিত্ব-কতৃত্ব ইন্ডিভিজ্যুয়ালদের কাছে চলে যায়।
মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের হাতে ,
ইসলাম জামাত আর হুজুরদের কাছে ,
সার্বভৌমত্ব বিএনপি কাছে ......
পাবলিকের কাছে কিসুই নাই।
ফাঁপা গনতন্ত্র
১১| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৯
চে গুয়েভারা ২ বলেছেন: ৭১ একটা হারায়া যাওয়া নাম আমার আর একটা ৭১ চাই
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২২
দাসত্ব বলেছেন: রং ভিশন , ২০৫০ এর প্রজন্মের জন্য কেমন বাংলাদেশ রেখে যাবেন তা নিয়ে চিন্তা করুন।
১২| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৯
ইউনুস খান বলেছেন: ধারুন পোস্ট। অনেক অনেক ধন্যবাদ বস। ভালো থাকুন শুভ কামনা রইলো।
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৪
দাসত্ব বলেছেন: আপনার জন্যও শুভ কামনা।
অ.ট. : ইদানীং আপনার "দ" টা "ধ" হয়ে যাচ্ছে।
এটাকি টাইপো ?
১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৯
চে গুয়েভারা ২ বলেছেন: ৭১ একটা হারায়া যাওয়া নাম আমার আর একটা ৭১ চাই
১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২০
মাথা পাগলা ⎝⏠⏝⏠⎠ বলেছেন: তোমাদের এই ঋন কোনদিনও শোধ হবেনা।
অশেষ ধন্যবাদ এমন একটা পোষ্টের জন্য।
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৩
দাসত্ব বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।
১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২২
কথক পলাশ বলেছেন: অসাধারণ লাগলো। কয়েকবার পড়লাম।
"যারা স্বর্গগত তাঁরা এখনো জানে
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশ ব্রতের মহা শিক্ষা লভি;
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।"
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৬
দাসত্ব বলেছেন: আপনার কবিতার লাইন গুলো আমারো ভালো লাগলো।
ভালো থাকবেন
১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৮
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: " তোমাদের এই ঋন কোনদিনও শোধ হবেনা "
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৮
দাসত্ব বলেছেন: আসলেই নয়
১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৭
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: অ.ট. আমি যতটুকু জানি এটা ব্লগের সমস্যা নয়। ফেসবুকে কনটেন্ট শেয়ারের ক্ষেত্রে ক্যারেক্টার সংখ্যা বিষয়ক একটি বার রয়েছে। আপনি শেয়ার করার সময় শিরোণাম বা শিরোণামের সাথে বাড়তি যে কিছু লিংক আসে তা মুছে দিলেই শেয়ার করতে পারবেন। যেমন এই পোস্টের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের সেই কিংবদন্তীগুলো: ইয়াহিয়া খানের সেক্স অর্গি, বোরকা পরা গেরিলা আর রাজাকার... এটা কিন্তু নেবে। শিরোণাম এডিট করে দিতে হবে বা একটু সংক্ষিপ্ত করতে হবে,
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪২
দাসত্ব বলেছেন: আচ্ছা , জানতামনা বিষয়টা ।
থ্যাংকস
১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৩
মোঃ ফাহিমুজ্জামান বলেছেন: নতুন অনেক কিছু জানলাম। আপনার পোস্ট গুলো এই জন্যই ভালো লাগে।
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৫
দাসত্ব বলেছেন: ধন্যবাদ
১৯| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৬
নষ্ট ছেলে বলেছেন: ফেসবুকে শেয়ার করার একটা বিকল্প পদ্ধতি আছে।
ফেসবুকের যেখানে স্ট্যাটাস লিখেন সেখানে এই পোটের লিংকটা কপি করে পেস্ট করুন.... তারপর দেখবেন এই পোস্টের একটা থাম্বনেল সহ শিরোনাম ফেসবুকে অটো লোড হবে। এখন "Share" বাটন চাপুন
সামুতে আমাকে অনিয়মিতই বলতে পারেন। তবে আপনিও মনে হয় কিছুটা কম আসেন
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৭
দাসত্ব বলেছেন: হুমমমম
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৮
দাসত্ব বলেছেন: ফেসবুকের সমস্যা টা ১৭ নং কমেন্ট ফলো করে সলভড হয়ে গেসে।
আর আমি ব্লগে কম আসি বলতে , লগইন করি কম ।
তবে হ্যা , শুরুর দিকের চেয়ে অনেক কমই আসি।
২০| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:০০
চে গুয়েভারা ২ বলেছেন: 2050 সালে আমরা একটা সুমালিয়া রেখে যাবো। এরশাদ , খালেদা, হাসিনা , নিজামী এর সবাই কুত্তার জাত এরা ২০৫০ সালে গরুর খোয়ার ছাড়া আর কিছু দিতে পারবে না। আর আমারা তো কিছুই পারবো না
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:০৮
দাসত্ব বলেছেন: আমাদেরও একটা দায়িত্ব আছে।
জনসংখ্যা সমস্যাটা আমরা চাইলেই নিয়ন্ত্রনে রাখতে পারি।
প্রতিটা পত্রিকার রীডার সার্কেল থাকে।
এরা বিভিন্ন দিবসে অনেক কিছুই করে।
এরাও যদি ভলান্টিয়ার করে থাকে এইসব ব্যাপারে অনেক প্রোগ্রেস হয়।
২১| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:০২
লুৎফুল কাদের বলেছেন: দারুন এবং প্রিয়তে.
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:০৮
দাসত্ব বলেছেন: ধন্যবাদ , কেমন আছেন ?
২২| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:২১
চে গুয়েভারা ২ বলেছেন: ভাই বাংলাদেশে যদি কিছু করতে হয় তাইলে কমে ১০০০০০০০ মানুষ মারতে হবে তার পরে কিছু ভাবনা
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:২৪
দাসত্ব বলেছেন: বুঝতেসিনা , জনসংখ্যাই সব শেষ করে দিবে।
বাইরের শত্রু লাগবে না।
কি যে আছে বাংলাদেশের কপালে।
মে আল্লাহ সেভ মাই মাদার ল্যান্ড
২৩| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:৩৪
স্বপ্ন ও সমুদ্র বলেছেন: অনেক তথ্য অজানা ছিল। ধন্যবাদ এমন চমৎকার একটি পোস্টের জন্য।
প্লাস এবং প্রিয়তে।
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:৩৭
দাসত্ব বলেছেন: জানাতে ভালো লাগে। তাই ব্লগে আসি।
প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ
২৪| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:১৫
এলোমেলো রকস বলেছেন: শ্রমসাধ্য পোস্টের জন্য +
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৬
দাসত্ব বলেছেন: ধন্যবাদ
২৫| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:১৭
বিজ্ঞান বলেছেন: আপাতত, সোকেসে
রাইতে পরুম নে বর্তমানে ল্যাবে আছি ।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৬
দাসত্ব বলেছেন: ওকে
২৬| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:৩৬
মজারু বলেছেন: সিম্পলি গ্রেট..!
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৬
দাসত্ব বলেছেন: ধন্যবাদ
২৭| ১৪ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৪:০০
ওয়াসিক মু্ঃ ইশতিয়াক ইজাজ বলেছেন: +++++++++++++++++++
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৭
দাসত্ব বলেছেন: থ্যাংকস
২৮| ১৪ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৪:০৮
বিবেকহীন বলেছেন: এই রকম অনুসন্ধানী পোস্ট বেশী বেশী দরকার। মুক্তিযুদ্ধ নিয়ে পলিটিক্যাল পোস্ট/মন্তব্য দেইখা দেইখা ক্লান্ত।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৯
দাসত্ব বলেছেন: মুক্তিযুদ্ধ নিয়ে যতটুকু জানাবো অবশ্যই এমনভাবেই জানাবো যাতে বিভাজন - দলাদলি ওভারকাম করে সবার একই রকম অনুভূতি হয়।
২৯| ১৪ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৪:২৪
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ভাই শেষের দিকে ঝুড়ি হাতে দুই মহিলার ছবিটা দেইখা আমি চোখে পানি আটকাইয়া রাখতে পারি নাই।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২০
দাসত্ব বলেছেন: হয়তো আপনার মত অতটা সেন্টিমেন্টাল হতে পারি নাই , তবে ব্লগটা লিখার সময় খুব ফীল করসি কি লিখতেসি
৩০| ১৪ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৫:০৪
লিটল বয় বলেছেন: +++++++++++++++++++++++
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২০
দাসত্ব বলেছেন: আচ্ছা
৩১| ১৪ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৫৫
পাগলা ভাই বলেছেন: প্রিয়তে রাখলাম +++
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২০
দাসত্ব বলেছেন: প্রিয়তে রাখার জন্য ধন্যবাদ
৩২| ১৪ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১০
স্পেলবাইন্ডার বলেছেন:
রাজাকারদের চরিত্র আমার কাছে অনেকটা দ্য মমির বেনি গাবারের মতোই মনে হয় আমার।
আসলেও তাই!
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২১
দাসত্ব বলেছেন: আসলেই সেটা , এখনো এরা কি রকম সব ভেল্কী দেখায় সময় বুঝে !
৩৩| ১৪ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৩৭
েমঘদূত_েমঘ বলেছেন: আপাতত শোকেসে। পরে আইসা ভালো মত পড়ুমনে ।
+++++++++++++++++++++++++++++++++++
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২২
দাসত্ব বলেছেন: আচ্ছা
৩৪| ১৪ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৩৫
ছোটমির্জা বলেছেন:
দারুন জিনিস মনে হচ্ছে।
পরে পড়ব।
পো পি
৪৬ নং+
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৩
দাসত্ব বলেছেন: ওকে
৩৫| ১৪ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৫
কঠিনলজিক বলেছেন: প্লাস এবং প্রিয় তে।
প্রথম বার সামুর কাছে একটি পোস্ট স্টিকি করার আবেদন করছি।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৩
দাসত্ব বলেছেন: স্টিকি না হলেও সমস্যা নেই , ইনফরমেশন সার্কুলেশনটাই বড় কথা।
একজন থেকে আরেকজন জানাটাই আসল
৩৬| ১৪ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪২
কৌশিক বলেছেন: কঠিনলজকের সাথে চরমভাবে সহমত
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৪
দাসত্ব বলেছেন: ধন্যবাদ
৩৭| ১৪ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৬
হাসান মাহবুব বলেছেন: সিম্পলি গ্রেইট পোস্ট!
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৫
দাসত্ব বলেছেন: থ্যাংকস ফর দ্য কমপ্লীমেন্ট
৩৮| ১৪ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫১
লাভাস্রোত বলেছেন: +++++
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৫
দাসত্ব বলেছেন: ধন্যবাদ
৩৯| ১৪ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০০
ফাইরুজ বলেছেন: দুর্দান্ত+++
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৬
দাসত্ব বলেছেন: ধন্যবাদ
৪০| ১৪ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০১
ফাইরুজ বলেছেন: দুর্দান্ত+++
৪১| ১৪ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৫
চতুষ্কোণ বলেছেন: অসাধারণ এক কথায়। পোষ্টটি স্টিকি করা হোক।
+++++
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৬
দাসত্ব বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৪২| ১৪ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৫
জিহাদ ৭০০৭ বলেছেন: প্রিয়তে। তবে আমি নতুন।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৭
দাসত্ব বলেছেন: ধন্যবাদ
৪৩| ১৪ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১০
স্টাডি-ইটিই বলেছেন: Valo likhesen...current jabar age porte boshesilam...sompurno porar jonne mobile theke ashlam...shokol sharthobadi chetona dharider sure fele oshamprodayek o shoktishali gonotontrer veet toyre ashun shoke kaj kori.
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৭
দাসত্ব বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
৪৪| ১৪ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৩
মাশফিক হক বলেছেন:
অনেক তথ্য জানলাম... অসংখ্য ধন্যবাদ!
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৮
দাসত্ব বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৪৫| ১৪ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৩
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: প্লাস
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৮
দাসত্ব বলেছেন: ধন্যবাদ ।
আপনাকে বোধহয় ব্লগে কম দেখা যায় এখন
৪৬| ১৪ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৫
সুবোধ ভদ্র-জেলা ফরিদপুর বলেছেন: এমন পোষ্ট স্টিকী করতেও আবার আবেদন জানানো লাগে! অসাধারণ লেখা ।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৯
দাসত্ব বলেছেন: ধন্যবাদ সুবোধ
৪৭| ১৪ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২০
ভালো বলেছেন: প্লাস ।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৯
দাসত্ব বলেছেন: ধন্যবাদ
৪৮| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:০৫
মনে নাই বলেছেন: অসাধারন। দারুন লিখেছেন।
পোষ্ট স্টিকি করা হউক।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৯
দাসত্ব বলেছেন: স্টিকি রিকোয়েস্টের জন্য কৃতজ্ঞতা
৪৯| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩৩
ছোটমির্জা বলেছেন: সুবোধ ভদ্র-জেলা ফরিদপুর বলেছেন: এমন পোষ্ট স্টিকী করতেও আবার আবেদন জানানো লাগে! অসাধারণ লেখা ।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩০
দাসত্ব বলেছেন: আবারো ধন্যবাদ
৫০| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৪
[ ওঁরাও মাহাতো ] বলেছেন: রাগ হচ্ছে পোস্টটা পড়ে।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩০
দাসত্ব বলেছেন: হুমমমমম।
অ.ট. আপনার নিকটার মানে বুঝলাম না ?
৫১| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৯
জাহাজী পোলা বলেছেন: পোস্টটি স্টিকি করা হোক!!
পোস্টটি স্টিকি করা হোক!!
পোস্টটি স্টিকি করা হোক!!
পোস্টটি স্টিকি করা হোক!!
পোস্টটি স্টিকি করা হোক!!
পোস্টটি স্টিকি করা হোক!!
পোস্টটি স্টিকি করা হোক!!
পোস্টটি স্টিকি করা হোক!!
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩১
দাসত্ব বলেছেন: থ্যাংকস
৫২| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২০
বোকা মানব বলেছেন: অসাধারন লেখা। প্রিয়তে গেল।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩১
দাসত্ব বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ
৫৩| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৫
জর্জিস বলেছেন: পোষ্ট স্টিকি করা হউক।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩১
দাসত্ব বলেছেন: ধন্যবাদ জর্জিস
৫৪| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৮
েভােরর স্বপ্ন বলেছেন: "একদিককার চর হিসেবে পাকিস্তান সেনাবাহিনীকে তারা মুক্তিবাহিনীর ব্যাপারে অতটুকুই তথ্য দিতো যতটুকুতে মুক্তিবাহিনী কোন বিপদে বা ঝামেলায় পড়ার আশংকা থাকতোনা।"
আপনার লেখা থেকে উদৃতি দিলাম। আসল ব্যাপার হলো এসকল দ্বৈত চরের কিছু ছিল রাজাকার আর কিছু ছিল মুক্তি যোদ্ধা।
আমার এলাকার একটা ঘটনা বলিঃ ভদ্র লোকের নাম আব্দুল খালেক(ছদ্দ নাম) । ৭১ সালে উনি রাজাকার ছিলেন(তথা কথিত)। সেই সময় কাউকে রাজাকার বা পাক বাহিনী ধরে নিয়ে গেলে উনি ছাড়িয়ে আনতেন। সবসময় রাজাকার বা পাকিদের মাঝখানেই থাকতেন। মুল বিষয় হলো উনি ছিলে এলাকায় অবস্থানকারি গেরিলাদের ইনফর্মার। পাক আর্মিদের মুভ মেন্টের ইনফরমেশন উনি পাস করতেন গেরিলাদের। আমাদের এলাকা ৯ ডিসেম্বর শত্রু মুক্ত হয়। ৫ বা ৬ তারিখে উনি পাকদের কাছে হাতে নাতে ধরা পড়েন। তাকে নির্যাতন করে মৃত ভেবে ফেলে রাখে। পরবর্তি সময়ে উনি ধীরে ধীরে বেচে যান। মৃত্যুর আগ পর্যন্ত উনি লীগের কর্মি ছিলে।
এই মানুষটাকে আপনি কি বলবেন। রাজাকার ?? উনার ভুমিকাকে কিভাবে মুল্যায়ন করবেন। দ্বৈত চর।
আমি তাকে মুক্তি যোদ্ধা বলব। এলাকার সবাই সেটাই বলে।
এই বিষয়ে সামন্য দ্বিমত পোষন করছি। আমি দ্বি-চরের সবাইকে রাজাকার বলতে চাচ্ছি না।
পোস্টা সুন্দর হয়েছে। ৬৯নং ++++++
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৪
দাসত্ব বলেছেন: যারকথা বললেন উনি অবশ্যই মুক্তিযোদ্ধা।
আমার নানার লাইনেজ বুজুর্গের।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মি এই বাড়ীকে খুব সম্মান দেখিয়েছে।
ঐ বাড়ীর ৫ জন ছেলে মুক্তিবাহিনীতে গিয়েছে , আর ৩ জন আর্মির সাথে ছিলো।
ঐ ৩ জন মূলত গ্রামের মানুষকে আর্মির হাত থেকে বাচাতো
৫৫| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫৬
বাংলার আগন্তুক বলেছেন: সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ। বিশ্বাস করবেন কিনা জানিনা পড়ার সম্য় রোঁম খাড়া হয়ে গিয়েছিলো।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৫
দাসত্ব বলেছেন: হ্যা , এগুলো চাক্ষুস প্রমান সহ পড়তে বেশ দারুন ফীলিংস হয়।
আপনাকেও ধন্যবাদ
৫৬| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫৭
দু-পেয়ে গাধ বলেছেন: ++++++++++++++++++++++++
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৫
দাসত্ব বলেছেন: ধন্যবাদ
৫৭| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০০
জীবন মায়া বলেছেন: অ-সাম পোস্ট। প্লাস এবং প্রিয়তে। পোস্টটি স্টিকি করার আবেদন জানাচ্ছি।
কোন জামাতী বেজন্মা মাইনাস দিয়া গেসে। রাজাকারের বাচ্চাটারে লাত্থাইয়া ফাকিস্তানে পাঠানো হোক
।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৬
দাসত্ব বলেছেন: স্টিকি রিকোয়েস্টের জন্য ধন্যবাদ
৫৮| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০৪
সাধারণমানুষ বলেছেন: অসাধারন পোষ্ট ..... বললে কম বলা হবে। প্রিয়তে নিয়ে গেলাম
কতৃপক্ষকে অনুরোধ করবো পোষ্ট স্টিকি করার জন্য ।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৭
দাসত্ব বলেছেন: থ্যাংক্স ফর দ্য কমপ্লীমেন্ট
৫৯| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:২১
মিনহাজ উদ্দিন বলেছেন: এই পুস্টে মাইনাস কেন? কোন রাজাকার মাইনাস দিলি?
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৮
দাসত্ব বলেছেন: ডাসন্ট ম্যাটার।
পোস্টে যা বলা হয়েছে প্রমান সহই বলা হয়েছে
৬০| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:২৪
বিদ্রোহী কান্ডারী বলেছেন: খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৮
দাসত্ব বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৬১| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৩৪
বিদ্রোহী কান্ডারী বলেছেন: ভোরের স্বপনের মত আমার জানা একটি ঘটনা আছে। যুদ্ধের সময় ওই ব্যাক্তি নিজের ছেলেকে মুক্তিযুদ্ধে পাঠিয়ে নিজে রাজাকার বাহিনী তে যোগ দিয়েছিলান গ্রামের মানুষকে বাচানোর জন্য। বারবার পাক বাহিনীর হাত থেকে গ্রামের লোকজনকে বাচানোর জন্য যুদ্ধের শেষদিকে পাক বাহিনী তাকে হত্যা করে। সেদিন পাশের গ্রামে পাক বাহিনী ৮০জন লোককে হত্যা করে কিন্তু তার কারনে আমাদের গ্রামে কেউ মারাযায়নি একমাত্র তিনি ছাড়া। অথচ তিনি ছিলেন একজন নামাযী বুজুর্গ ব্যাক্তি। এই মানুষটির অবদান গ্রামের কেউ ভুলবেনা।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪০
দাসত্ব বলেছেন: ৫৪ নং এ আমার রিপ্লাইটা পড়ে দেখুন।
এরকম কিছু ঘটনা আছে অবশ্যই , এবং তারা অবশ্যই মুক্তিযোদ্ধা
৬২| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫২
মিরাজ is বলেছেন: অনেক কিছু জানা হল। অনেক সুন্দর পোষ্ট ।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪০
দাসত্ব বলেছেন: ধন্যবাদ
৬৩| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৩
সাইফুর বলেছেন: প্লাস
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪০
দাসত্ব বলেছেন: ধন্যবাদ সাইফুর
৬৪| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৩
নষ্ট ছেলে বলেছেন: এই পোস্টের ইনফরমেশনগুলো বেশির ভাগ মানুষের কাছেই অজানা। পোস্টটা আসলেই স্টিকি হওয়ার দাবি রাখে।
মডারেটর মহোদয়ের কাছে অনুরোধ করছি পোস্টটা কিছুদিনের জন্য হলেও স্টিকি করা হোক।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪২
দাসত্ব বলেছেন: বিএনপি পন্থী হওয়ার কারনে আমি বোধহয় সামু কতৃপক্ষের ব্ল্যাক লিস্টে আছি
৬৫| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৪
দাসত্ব বলেছেন: ATTN :
পড়াশোনাগত কারনে এই মুহূর্তে একটু বেশী ব্যস্ত।
ফিরে এসে কথা হবে।
যেকোন মন্তব্যের জন্য অগ্রীম ধন্যবাদ
৬৬| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:০৯
রান০০৭ বলেছেন: এমন একটা পোষ্ট অবশ্যই ষ্টিকি করা উচিত। এক প্লাসে মন ভরল না। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫২
দাসত্ব বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ
৬৭| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:২০
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
ডিসেম্বরে আসা সেরা পোস্টগুলার একটা।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫৮
দাসত্ব বলেছেন: পোস্টটা নিয়ে এত প্রশংসা হবে আমার ধারনা ছিলোনা।
এনিওয়ে ধন্যবাদ
৬৮| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:২৫
নিভৃত নয়ন বলেছেন:
পোস্টটি স্টিকি করা হোক!!
পোস্টটি স্টিকি করা হোক!!
পোস্টটি স্টিকি করা হোক!!
পোস্টটি স্টিকি করা হোক!!
পোস্টটি স্টিকি করা হোক!!
পোস্টটি স্টিকি করা হোক!!
পোস্টটি স্টিকি করা হোক!!
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০০
দাসত্ব বলেছেন: ধন্যবাদ
৬৯| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:৩৬
সোহরাব সুমন বলেছেন: অসাধারন। অনেক নতুন বিষয় জানলাম !
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৪
দাসত্ব বলেছেন: অনেক আর কই , মাত্র ৩ টা
৭০| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:৫১
নষ্টছেলে বলেছেন: সরাসরি প্রিয়তে++++++
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৬
দাসত্ব বলেছেন: জেনে খুশী হলাম
৭১| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ২:১৭
স্বদেশ হাসনাইন বলেছেন:
সোহরাব সুমন বলেছেন: অসাধারন। অনেক নতুন বিষয় জানলাম !
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৭
দাসত্ব বলেছেন: জানাতে পেরে আমিও খুশী হলাম
৭২| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ২:৪৫
মামুন বিদ্রোহী বলেছেন: ৭১ এর একটা দিনের মর্ম অনুধাবনের ক্ষমতা বাঙালীর নেই। কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে মহিলারাও যুদ্ধে নামতে বাধ্য হয়েছিল। কত কষ্টের এই স্বাধীনতা, কত ত্যাগের, কত ধৈর্যের, কত অভিমানের.......
স্টিকি করা হউক
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৮
দাসত্ব বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখলাম।
ব্লগে কি একেবারেই আসেন না ?
৭৩| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:১১
লুৎফুল কাদের বলেছেন: আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
এই রকম একটা পোস্ট স্টিকি হইনা আর কিয়ের **আল ছাল স্টিকি করে.
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৯
দাসত্ব বলেছেন: বেশ চাপে আছি , ব্লগে বেশীক্ষন তাহকতে পারিনা।
স্টিকি হওয়ার দরকার নাই ।
অলরেডী ৩ টা ব্লগে এটা পাবলিশ করসি।
৭৪| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:১২
আআশিক বলেছেন: স্টিকি করা হওক
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:১০
দাসত্ব বলেছেন: ধন্যবাদ
৭৫| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:৪৫
কালো-ভোমরা বলেছেন: এই কমেন্টটি অন্য এক জায়গায় করেছিলাম।
দু চার জন রাজাকার যে দুইপক্ষে কাজ করেছে সেটা তো নতুন কিছু নয়। আবার দু চার জন মুক্তিযোদ্ধাদের ভিতরেও এই রকম রয়েছেন। হুমায়ুন আহমেদের একটা টেলিফিল্মে দেখানো হয় একজন রাজাকার কিভাবে পরে বেশ ভাল আচরণ করে।
দাসত্বের পোস্টে মার্কিনী পত্রিকার রেফারেন্স থাকা একটা ভাল বিষয়। কিন্তু এটাতে রাজাকারদের ভাল হিসাবে তুলে ধরার একটা ব্যাপার রয়েছে। এই ধরণের জেনারেলাইজেশনের চেষ্টা আরো প্রকট হবে যদি সেটা স্টিকি পোস্ট করা হয়। সন্যাসীর পোস্ট যেমন অতি জেনারেলাইজেনশন করতে গিয়ে ধরা খেয়েছে, দাসত্বের পোস্টও সেইক্ষেত্রে একই দোষে দুষ্ট হবে। দাসত্বের পোস্টে রাজাকারদের গণহারে প্লাস দেয়ার সম্ভাবনা রয়েছে। সন্যাসীর পোস্টে তার পক্ষের লোকজনেরও অনেকের প্লাস পড়ে নি।
এই পোস্ট স্টিকি হলে আরেক দফা বিতর্ক হবে।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২০
দাসত্ব বলেছেন: ঐ ডাবল ক্যারেক্টারের কারনেই তো রাজাকাররা বেহায়া -
সেদিনেও বেহায়া , আজকেরও বেহায়া।
তবে কে জানে আপনার যুক্তিটাও ফেলতেসিনা।
মিসআন্ডারস্ট্যান্ডিং হইতে পারে
৭৬| ১৫ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৪:২৬
হার্ট লকার বলেছেন: স্টিকি করা হোক
৭৭| ১৫ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৪:২৭
হার্ট লকার বলেছেন: অনেক তথ্য মনে করিয়ে দিলেন.... অনেক ধন্যবাদ
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৩
দাসত্ব বলেছেন: ধন্যবাদ
৭৮| ১৫ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৫:৪৬
হাদী নয়ন বলেছেন:
পোস্ৎা পড়া হইছিল না এখন পড়লাম, + এবং প্রিয়তে।
সেই সথে মডুকে আবেদন করছি
পোস্টটি স্টিকি করা হোক!!
পোস্টটি স্টিকি করা হোক!!
পোস্টটি স্টিকি করা হোক!!
পোস্টটি স্টিকি করা হোক!!
পোস্টটি স্টিকি করা হোক!!
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৪
দাসত্ব বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য কৃতজ্ঞতা
৭৯| ১৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:১৭
কায়েস মাহমুদ বলেছেন: অসাধারন পোস্ট এবং প্রিয়তে।
লেখক বলেছেন: আসলে আমাদের দেশে সবকিছুর কৃতিত্ব-কতৃত্ব ইন্ডিভিজ্যুয়ালদের কাছে চলে যায়।
মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের হাতে ,
ইসলাম জামাত আর হুজুরদের কাছে ,
সার্বভৌমত্ব বিএনপি কাছে ......
পাবলিকের কাছে কিসুই নাই।
ফাঁপা গনতন্ত্র
আপনার এই মন্ত্যব্যে অসংখ্য জাঝা দিলাম।
এই পোষ্টা স্টিকি করার জন্যে জানাভাই এবং অরিলাপা কে অনুরোধ রইলো।
পোস্টা স্টিকি করা হোক, এক কথায় সুপার্ব।
আল কোরানে আল্লহ কি সাধে কৈছে যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্নস্তরে থাকবে ওদের দ্বৈত চরিত্রের কারনে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৬
দাসত্ব বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ
৮০| ১৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:২৭
ধীবর বলেছেন: অসাধারণ লিখেছেন দাসত্ব ভাই। কিন্তু যেহেতু আঃ লিগ স্বাধীনতার একক সোল এজেন্ট, তাই তাদের লেখা ইতিহাস ছাড়া অন্য কারো লেখার গুরুত্ব যে পাবে না সেটা বলাই বাহুল্য। হয়তো এজন্যই অনেক দুঃখে খান আতা গা লিখেছিলেন, "থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে... তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভীড়ে।" আপনার লেখা সাধারণ মানুষের মধ্যেই শ্রদ্ধার সাথে থাকবে। অনেক ধন্যবাদ।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৮
দাসত্ব বলেছেন: খান আতার গানটা মনে করিয়ে দেয়ায় ভালো লাগলো।
গানটার ইউটিউব লিংক দিতে পারেন ?
৮১| ১৫ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৫৪
বিদ্রোহী-৪৬২ বলেছেন: স্টিকি করা হোক
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩১
দাসত্ব বলেছেন: ধন্যবাদ
৮২| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩৫
দাসত্ব বলেছেন: ATTN :
দয়া করে ব্লগাররা কেউ মন্তব্যে স্টিকি রিকোয়েস্ট করবেননা।
বিষয়টা আমার জন্য বিব্রতকর।
একটা পোস্ট স্টিকি হওয়ার জন্য ১০ রিকোয়েস্টই যথেষ্ট।
এখানে বোধহয় ৩০ + রিকোয়েস্ট আছে।
স্টিকি যেহেতু হয়নি সেহেতু মডারেশন প্যানেলের নীতিমালায় ভিন্ন কিছু থাকতে পারে।
যেকোন মন্তব্যের জন্য অগ্রীম ধন্যবাদ
৮৩| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪৪
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: এক কথায় অসাধারন একটি পোষ্ট.....+++
অনেক কিছু জানবার আছে....
অসংখ্য ধন্যবাদ.....
বিজয় দিবসের লাল শুভেচ্ছা রইলো......
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫০
দাসত্ব বলেছেন: ধন্যবাদ
৮৪| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫৪
পেইড ব্লগার বলেছেন: প্রিয়তে।
পোস্টটি স্টিকি করা হোক!!
পোস্টটি স্টিকি করা হোক!!
পোস্টটি স্টিকি করা হোক!!
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০২
দাসত্ব বলেছেন: প্রিয়তে নেয়ায় ধন্যবাদ
৮২ নং কমেন্টটা পড়ুন
৮৫| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫৬
াঢারে ালো বলেছেন: সিম্পলি সুপার্ব,যেমন তথ্য উপাত্ত তেমনি অসাধরণ উপস্থাপনা ৷ সরাসরি শোকেসে,অন্তর থেকে ধন্যবাদ আপনাকে ৷ এভাবেই আমাদের মত তরুনদের উদ্যমের মাঝেই বেচে থাকবে আমাদের স্বাধীনতার সূর্য সন্তানেরা ৷ বঙ্গমাতার হে বীর সন্তানেরা তোমাদের ঋণ কখনই,কোনভাবেই শোধ হবার নয় ৷ পোস্টটাকে স্টিকি করার নিষ্ফল আবেদন করে গেলাম
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০৩
দাসত্ব বলেছেন: ধন্যবাদ আঁধারে আলো , আপনার কমেন্টের শেষ লাইনটা পড়ে বেশ ভালো লাগলো।
এইভাবে রিকোয়েস্ট করলে সমস্যা নাই।
৮৬| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:১৯
একলা পাখি বলেছেন: জব্বর একখান পোস্ট ....
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
সবার পক্ষ থেকে আমিই দিয়ে দিলাম ......।
১৬ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৭:১১
দাসত্ব বলেছেন: অনেক ধন্যবাদ
৮৭| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:২৬
আরিফসুমন বলেছেন: অনেক সুন্দর লিখছেন।।++++++
১৬ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৭:১২
দাসত্ব বলেছেন: ধন্যবাদ
৮৮| ১৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০৫
মাসুদুল হক বলেছেন: দারুন পোষ্ট ...প্রিয়তে রাখলাম। পোষ্টটা স্টিকি করা উচিত ছিল। অবশ্য মডারেটরদের বুদ্ধির যে নমুনা দেখলাম তাতে সেই আশা করছি না।
১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০৯
দাসত্ব বলেছেন: ধন্যবাদ মাসুদুল হোক , ব্লগ জগতের অগনিত ব্লগারদের শোকেসে ব্লগটা টা সবসময় স্টিকি থাকুক..... তাহলেই সার্থক
৮৯| ১৯ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪০
ক্রস ফায়ার০০৭ বলেছেন: পুরষ্কারের জন্য অভিনন্দন
২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:০৬
দাসত্ব বলেছেন: সামুর কাছ থেকে কোন মেইল পাই নাই।
অভিনন্দনের জন্য ধন্যবাদ
৯০| ১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:২২
মাজহারুল হুসাইন বলেছেন: ভাইয়া আপনাকে অভিনন্দন । আমার fb id
২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:০৭
দাসত্ব বলেছেন: আপনার আইডি টা ঠিক বোঝা যায় নাই।
আপনি আমাকে [email protected] লিখে সার্ছ দিলে ফেসবুকে পাবেন।
৯১| ১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:২৪
মাজহারুল হুসাইন বলেছেন:
৯২| ১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:২৫
মাজহারুল হুসাইন বলেছেন: লিন্ক কিভাবে দেয় ?
২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:০৮
দাসত্ব বলেছেন: লিংক দিলে কিছুটা অংশ বাংলায় বা ডট টা এক স্পেস গ্যাপ রেখে দিবেন...
৯৩| ২০ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৫
মৈত্রী বলেছেন: দাসত্ব ভাই, অভিনন্দন!!!
প্রবাসে থেকে ব্লগিং করেন, আপনাদেরকে অনেক মিস করি।
৭ টা বই পাইছেন, সামুর অফিস থেকে কালেক্ট করে নিয়েন।
২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:০৯
দাসত্ব বলেছেন: ধন্যবাদ ব্রো....
সামু আমাকে এখনো নোটিফাই করে নাই ....
৯৪| ২১ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৮:৩৯
ফাহাদ চৌধুরী বলেছেন:
এক কথায় অসাধারন পোষ্ট.....!!
২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:০৭
দাসত্ব বলেছেন: ধন্যবাদ ফাহাদ চৌধুরী
৯৫| ২১ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৩১
খোচা বলেছেন: অসাধারন লিখেছেন। পোষ্ট সোজা প্রিয়তে।
২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:০৯
দাসত্ব বলেছেন: অনেক ধন্যবাদ
৯৬| ২১ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৪৯
স্বপ্নরাজ বলেছেন: অসাধারন পোস্ট। সোজা প্রিয়তে। এই পোস্ট টা স্টিকি করা হয়নি কেন তার কিছুটা বলেছেন ধীবর তার মন্তব্যে।
বিদেশে বসে এতো রেফারেন্স জোগাড় করেন কিভাবে? ট্রানজিট নিয়ে আপনার কাছ থেকে একটা বিস্তারিত পোস্ট আশা করছিলাম।
২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:১১
দাসত্ব বলেছেন: স্টিকির বিষয়টা শুনতে শুনতে আমি ক্লান্ত।
ট্রানজিট নিয়ে একটা পোস্ট করার চিন্তা আমারো মাথায় ঘুরছিলো কয়েকদিন ধরে।
দেখি , ইনশাল্লাহ লিখে ফেলবো।
৯৭| ২১ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:০৫
রেজোওয়ানা বলেছেন: চমৎকার, অনেক কিছু জানলাম.....
অভিনন্দন......
২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:১২
দাসত্ব বলেছেন: অভিনন্দনের জন্য ধন্যবাদ
৯৮| ২১ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:২৮
টুনা বলেছেন: আমি আশাবাদী । আমরা পারব । কিন্তু টাইম লিমিট বলতে পারছিনা ।এই দেশ একদিন স্বপ্নের দেশ হবে । ধন্যবাদ শেয়ার করার জন্য । ভাল থাকবেন ।
২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৩
দাসত্ব বলেছেন: আপনিও ভালো থাকবেন
৯৯| ২১ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৩০
একাকি একজন বলেছেন: কষ্ট করে লেখার জন্য ধন্যবাদ এবং +
২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৪
দাসত্ব বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১০০| ২১ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫৮
মাথা পাগলা ⎝⏠⏝⏠⎠ বলেছেন: দুটো কথা:
১। লেখাটা পোষ্টের পর পরই একবার মন্তব্য করেছিলাম। আজ দুটো কথা বলার জন্য আবার লিখছি, যেই দুজন মাইনাস দিয়েছেন, আপনারা কারা, এমন লেখা বাঙালী এবং বাঙলাদেশী মাত্রের ই ভাল লাগার কথা, তাহলে কি আপনারা বাঙালী নন? বাংলাদেশী নন? যদি নাই হন, তবে বাংলা ব্লগে ঘোরাঘুরি করেন কেন। আর যদি হন, তাহলে কি লেখকের নাম দাসত্ব শুধু এই কারনেই মাইনাস ??? অনেক ক্ষেত্রে মতের মিল নাই হতে পারে, তাই বলে লেখা না পড়েই মাইনাস ! লেখক কে না পড়ে লেখা কে পড়ুন।
২। বিজয়ী লেখা গুলো ব্লগে ষ্টিকি হয়ে গেছে, আমরা জানছি কে কে বিজয়ী হয়েছেন এই প্রতিযোগীতায়, অথচ, লেখকের আজকের (২১-১২-১০) লেখা একটি কমেন্ট থেকেই জানতে পারছি, সামু এখনও তাকে নোটিফাই করে নি। কি আজব কথা, বিজয়ী লেখা লিষ্টে উঠে গেল অথচ লেখকই এখনও জানল না, কি ব্যাপার সামু??? তুমিও ত দেখি কম যাও না।
২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৫
দাসত্ব বলেছেন: ১.
যেই ২ জন মাইনাস দিয়ে গেছে এরা সম্ভবত জামাতে ইসলামী আর নিজামী-মুজাহিদদের নাম দেখে মাইনাস দিয়ে গেসে।
সম্ভবত ব্লগের অ্যান্টাই-দাসত্ব সিন্ডিকেটের কেউ এই কাজ করে নাই।
২.
সামু খুব হাস্যকর কিছু কাজ করসে।
তারা আমার পোস্ট স্টিকি করে নাই।
ইটস অলরাইট , আমি যে তাদের ব্ল্যাকলিস্টে আছি সেটা আমি জানি।
তাহলে আমার সাবমিশন ট্র্যাশ করে ফেললো না কেন ?
প্রফেসর আনিসুজ্জামানের হাতে যাওয়ার আগেই সেটা বাতিল।
কেউ জানতো না , কেউ বুঝতো না।
তারা আমার সাবমিশন প্রফেসর আনিসুজ্জামানের কাছে ফরোয়ার্ড করলো , আবার প্রাইজ পাওয়ার পর আমাকে নোটিফাই করলো না।
নোটিশবোর্ডের স্টিকি পোস্টে বলা ছিলো বিজয়ী প্রতিটা ব্লগ স্টিকি হবে আলাদা ভাবে।
তারা শরৎ চৌধুরীর (কৃতজ্ঞতা সহ) পোস্ট স্টিকি করে এখন মান বাঁচাতে চাইছে।
নোটিশবোর্ডের ব্লগে পরিস্কার লেখা ছিলো প্রত্যেক কনটেস্টার কে ব্লগ নিক , ইমেইল আইডি , ব্লগের লিংক দিতে হবে।
কিন্তু এখন বলা হচ্ছে সামুর সাথে উইনার ব্লগারদেরকে যোগাযোগ করতে।
রিডিকুলাস !
আমি পুরস্কারের কাঙাল নই।
বাংলা ব্লগে প্রো / মডারেট রাইট ব্লগার সার্কেলে আমি যথেষ্ট সক্রিয়।
সামুকে লীভ করার অনেক আলোচনাই হয় ক্ষোভ থেকে।
কিন্তু তারপরও আমি সামুতে লিখছি।
এর কারন সাধারন ব্লগারদের কাছে জাতীয় প্রত্যেকটা ইস্যুতে মডারেট রাইটদের অবস্তাহন , চিন্তা - দর্শন টাকে প্রেসেন্ট করার জন্য।
ব্লগটাতে এরমধ্যে ১৭৫০ হিট হয়ে গেসে , কমেন্ট ২০০+ .
ডেমোক্রেসী উইনস !
ব্লগের সর্বেসর্বা হলেই সাধারন মানুষকে হারানো যায়না আশা করি সামুর নিয়ন্ত্রকরা সেটা এই ব্লগ থেকে বুঝতে পারবেনা।
স্টিকি , পুরস্কার - সবকিছুই অগুরুত্বপূর্ন ।
সামুর মডারেটর আইপি চেক মাত্রই জানেন আমি দেশের বাইরে থেকে ব্লগিং করি।
তারা আমাকে একটা সৌজন্যতামূলক মেইল পর্যন্ত করেনি !
বলা হচ্ছে উইনার ব্লগারদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
হাস্যকর !
১০ জন মাত্র ব্লগার , তার ওপর আমি সামুতেই ব্লগিং করি , আমার ইমেইল আইডি - ব্লগ লিংক সবই সামু কতৃপক্ষ জানে।
আওয়ামী পন্থী হীনমন্য ব্লগারদের মত যদি সামুর মডারেটরেদের ভেতরেও অ্যান্টাই দাসত্ব স্ট্যান্ড থাকে তাহলে আমি সেটা আরিল্ড-জানার কাছে নোটিফাই করছি।
আর এই ব্লগ কনটেস্ট নিয়ে কিছু বললে বলতে হবে
মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটা ভালো মানের ব্লগ লিখার পরও উইনিং লিস্টে কাউসার রুশোর কোন ব্লগ না থাকাটা আমার কাছে অপ্রত্যাশিত ছিলো।
১০১| ২১ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:০২
হুপফূলফরইভার বলেছেন: এত অল্প কথায় এত নিখুত লুঙ্গিটান (ইয়াহিয়াখানের কৃকির্তি) ছিম্পলি গ্রেইট~
২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৭
দাসত্ব বলেছেন: ধন্যবাদ হুপফুল
১০২| ২১ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২৮
কাকপাখি ২ বলেছেন: +
২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৮
দাসত্ব বলেছেন: ++
১০৩| ২১ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২১
সৈয়দ ইবনে রহমত বলেছেন: চমৎকার পোস্টের জন্য +। আর বিজয়ী হওয়ার জন্য রইল অভিনন্দন।
২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৮
দাসত্ব বলেছেন: আপনাকেও বিজয়ী হওয়ার জন্য অভিনন্দন
১০৪| ২১ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৫
দুখী মানব বলেছেন: আপনার লেখা পড়লে রক্ত গরম হয়ে যায়
২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৯
দাসত্ব বলেছেন: ধন্যবাদ দুখী মানব , থ্যাংকস ফর দ্য কমপ্লীমেন্ট
১০৫| ২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪৩
মোস্তাফিজ রিপন বলেছেন: কৃতজ্ঞতা রইল।
২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪০
দাসত্ব বলেছেন: ব্লগটা পড়ার জন্য আপনার প্রতিও কৃতজ্ঞতা রইলো
১০৬| ২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫৪
মানবী বলেছেন: অসাধারণ সংগ্রহ!!
পোস্টটির জন্য আন্তরিক ধন্যবাদ।
প্রতিযোগিতায় বিজয়ী লেখককে আন্তরিক অভিনন্দন :-)
২৪ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:০৯
দাসত্ব বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১০৭| ২৩ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:০৮
রিমন০০৭ বলেছেন: কেন আগে পড়িনাই আপনার লেখাটা সেটা ভেবে নিজেকে চড় মারতে ইচ্ছা করছে।
যেখানেই থাকুন, ভাল থাকুন সবসময়।
২৪ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:১০
দাসত্ব বলেছেন: ধন্যবাদ , আপনিও ভালো থাকুন
১০৮| ২৩ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩০
একজন আমি বলেছেন: বিজয়ী লেখককে অভিনন্দন
২৪ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:১১
দাসত্ব বলেছেন: ধন্যবাদ একজন আমি
১০৯| ২৪ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:০৮
ভালবাসার দেয়াল বলেছেন: অভিনন্দন
২৫ শে ডিসেম্বর, ২০১০ রাত ৩:২৫
দাসত্ব বলেছেন: ধন্যবাদ ভালোবাসার দেয়াল.....
১১০| ২৫ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৪৬
ছদ্মবেশী উপকেন্দ্র বলেছেন: সেদিনের মানুষের আত্মত্যাগের কথা ভাবলে মাথা নিঁচু হয়ে আসে ...
২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ৩:২১
দাসত্ব বলেছেন: হুমমম
১১১| ২৫ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
স্বাধীন জন্মভূমির সকল শহীদ এবং জীবিত বীর মুক্তিসেনানীর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা আর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দুর্দান্ত পোস্ট । সেরা হবার মতনই !
শুভ কামনা ।
২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ৩:২৩
দাসত্ব বলেছেন: আপনাকেও শুভ কামনা শিপন
১১২| ২৫ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:২২
অভিবাসী বলেছেন: দুখী মানব বলেছেন: আপনার লেখা পড়লে রক্ত গরম হয়ে যায়।
সহমত।
২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ৩:২৪
দাসত্ব বলেছেন: ধন্যবাদ অভিবাসী
১১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৫
তিতা কথা বলেছেন: চাঞ্চলকর তথ্য
২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ৩:২৪
দাসত্ব বলেছেন: তিতা তথ্য....
১১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৫
মৃতস্বর বলেছেন: তিতা কথা বলেছেন: চাঞ্চলকর তথ্য
+++
২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ৩:৩৪
দাসত্ব বলেছেন: ++++ , ধন্যবাদ
১১৫| ০৩ রা জানুয়ারি, ২০১১ দুপুর ১:০০
ফিরোজ-২ বলেছেন: ++++
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ৯:৫৮
দাসত্ব বলেছেন: ধন্যবাদ
১১৬| ০৩ রা জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৩
শেরজা তপন বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে এমন অজানা বিষয় গুলো শেয়ার করার জন্য
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:০২
দাসত্ব বলেছেন: শেয়ার করতে ভালো লাগে বলেই ব্লগে আসি.... আপনাকেও ধন্যবাদ
১১৭| ০৩ রা জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৪
আমার জন্য লেখা বলেছেন: dear blogger,
we are sorry to inform that we had to remove one of your comments from a particular post (শিবির আবার জেগেছে ) .
সামুর মডুদের কাছ থেকে কি আশা করা যায়?
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৩
দাসত্ব বলেছেন: কিসুই বুঝলাম না....
১১৮| ০৩ রা জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪৪
বিজ্ঞান বলেছেন: আবশেষে পোষ্ট ষ্টিকি ................
ধন্যবাদ সামু যদিও কাজটা অনেক আগেই করতে পারত যদি না লেখক ডানপন্থি হত ।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৪
দাসত্ব বলেছেন: অবশেষে হইলো....
কি অবস্থা ?.... জিনিস তো পাঠান নাই.....
১১৯| ০৩ রা জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩০
বলাক০৪ বলেছেন: স্বীকার করতে লজ্জা নাই যে ডিসেম্বরে যখন সাবিনার গলায় টিভিতে বেজে উঠলো 'সবকটা জানালা খুলে দাও না....ওরা আসবে....., তখন 'ওদের' কথা মনে পড়ে এইবারই প্রথম আমার চোখ ফেটে কান্না এলো।
ব্যক্তিগত ক্ষতির মতই (ব্যক্তিগত ক্ষতিই তো!) ব্যথা লাগতে লাগলো 'ওদের' প্রত্যেকের জন্য। এই প্রথম সত্যি সত্যি আমি আমার ত্রিশ লক্ষ আপনজনের জন্য অঝোরে কাঁদলাম।
আপনি নিশ্চয়ই বয়সে আমার চেয়ে অনেক নবীন। আপনার যে ফিলিংস তা সম্ভবতঃ আরো অনেক অনেক নবীন বাংলাদেশীর মধ্যে আছে। আপনাদেরকে এই প্রবীন বাংলাদেশির শুভেচ্ছা। পোস্ট দুর্দান্ত হয়েছে।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৫
দাসত্ব বলেছেন: আপনার অনুভূতির প্রতি শ্রদ্ধা রইলো..... আর আমি আসলেই অনেক নবীন..ধন্যবাদ
১২০| ০৩ রা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৪
অগ্নিবীনা বলেছেন: সুন্দর ও তথ্যবহুল পোষ্টের জন্য ধন্যবাদ।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৫
দাসত্ব বলেছেন: ধন্যবাদ অগ্নিবীণা
১২১| ০৩ রা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৭
পদ্ম।পদ্ম বলেছেন: ++
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৫
দাসত্ব বলেছেন: +++
১২২| ০৩ রা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩২
শাহেদ_আহমেদ বলেছেন: স্টিকি হইলো নাকি?
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৬
দাসত্ব বলেছেন: হুমমমমম
১২৩| ০৩ রা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৩
তীর জোক বলেছেন: এত দিন পর আঠা
যাইক পছন্দের পোস্ট
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৭
দাসত্ব বলেছেন: হুমমমম... পোস্ট আপনার পছন্দ হৈসে এইটাই আসল কথা
১২৪| ০৩ রা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৪
মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: খুব সুন্দর হয়েছে। অসাধারন লিখেছেন।
প্লাস ও প্রিয়তে।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৭
দাসত্ব বলেছেন: আপনাকেও + এবং ধন্যবাদ
১২৫| ০৩ রা জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৭
মাইন রানা বলেছেন: দারুন কালেকশন এবং দলিল ও বলা যায়
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৭
দাসত্ব বলেছেন: এক রকমের দলিলতো বলা যায়ই.....
১২৬| ০৩ রা জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১১
শামির শাকির বলেছেন: অভিনন্দন লেখককে। +
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৮
দাসত্ব বলেছেন: অভিনন্দনের জন্য ধন্যবাদ
১২৭| ০৩ রা জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৮
এস এইচ খান বলেছেন: প্লাস এবং প্রিয়তে।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৮
দাসত্ব বলেছেন: ধন্যবাদ এস এইচ খান
১২৮| ০৩ রা জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৭
জলপতনের নিরবতা বলেছেন: কোনো কিছু বলার দরকার আছে বলে মনে করি না। সরাসরি প্রিয়তে।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৮
দাসত্ব বলেছেন: প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞ.....
১২৯| ০৩ রা জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৬
অপেক্ষমান বলেছেন: সব সময় আপনার লেখার অপেক্ষায় থাকি।এরকম প্রজেন্টেশন আর কোথাও পাইনা। এবারের লেখাটা ড়ঙতে দেরি হয়ে গেল। অনেক ধন্যবাদ। আপনি একটা লেখার জন্য যে পরিমান পরিশ্রম করেন তা সত্যিই তারিফ যোগ্য।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৯
দাসত্ব বলেছেন: আপনার মন্তব্য খুব ইন্সপায়ারিং...... ধন্যবাদ অপেক্ষমান
১৩০| ০৩ রা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০২
মিটুলঅনুসন্ধানি বলেছেন: চমৎকার পোস্ট....
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৯
দাসত্ব বলেছেন: ধন্যবাদ
১৩১| ০৩ রা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৮
কাঙাল মামা বলেছেন: প্রিয় +
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:১২
দাসত্ব বলেছেন: খুশী হলাম....
১৩২| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৬
নন্দনপুরী বলেছেন:
পোষ্ট ও মুক্তিযোদ্ধাদের ছবি দেখে গর্বে আমার চোখে পানি ধরে রাখতে পারলামনা..
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:১২
দাসত্ব বলেছেন: আপনার অনুভূতি জেনে ভালো লাগলো......
১৩৩| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৮
আলিম আল রাজি বলেছেন: এক কথায় দারুন।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:১২
দাসত্ব বলেছেন: ধন্যবাদ আলিম
১৩৪| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ৯:০৭
আলিসন আলভা বলেছেন: +++
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:১২
দাসত্ব বলেছেন: ++++ , ধন্যবাদ
১৩৫| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:২৪
শূণ্য উপত্যকা বলেছেন: আগেই পড়া ছিল। আবার দেখলাম।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:১৩
দাসত্ব বলেছেন: ধন্যবাদ শূণ্য উপত্যকা....
১৩৬| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:২৫
লাল তরঙ্গ বলেছেন: ভালোই করেছেন। রাজাকারদের একটা পজিটিভ চরিত্র ফাকতালে প্রচার করতে পারছেন।
ব্লগের মডুরাও আবার রাজাকারদের সদচরিত্র নির্মাণ প্রমোট করছে। চালিয়ে যান দাদা।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:১৫
দাসত্ব বলেছেন: বোল্ড হরফে ২ টি লাইন ছিলো অনুবাদে ..... শিরোনামে বলা হয়েছে "দ্বিচরিত্রের" কথা..... আপনার সতর্কতা টা সঠিক হলেও বোঝায় ভুল আছে....
ধন্যবাদ
১৩৭| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৬
বাবুল হোসেইন বলেছেন: অভিনন্দন ভাইয়া।
অনেক তথ্যবহুল লেখা। ভালো লাগার মত একটা পোস্ট।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:১৭
দাসত্ব বলেছেন: আপনাকেও অভিনন্দন বাবুল হোসেন..... আপনার পোস্টটাও খুব ভালো ছিলো....
খুব কম সময়ের জন্য লগইন করি বলে মন্তব্য করা হয়না....
১৩৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১২:১৯
জাহিদ আহমেদ বলেছেন: অত্যান্ত ভালো লেখা। ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই।আমি হিন্দুদের ব্যাপারটা খুব ভাবি। আমি তাদের কথা খুব মনোযোগ দেই, যেনো কোনো সাম্প্রদায়িক হিসেবে মুসলিমদের বদনাম না হয়।
আমি যেখানে বাস করি, সেখানে তাদের দাপটে কিন্তু ব্যাপারটা একেবারেই উল্টো।
এখানে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের রাজাকার বলে তারা। এমনকি যাদের জন্মই হয়নি ১৯৭১ সালে -তাদেরও। আমাকেও। আমার জন্ম ১৯৭৪ এ।
আপনার লেখাটা আমি প্রকাশ করতে চাই আমাদের স্হানীয় পত্রিকায়। মনে বড় দু:খ, তাই শেয়ার করলাম।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:২১
দাসত্ব বলেছেন: নির্দ্বিধায় প্রকাশ করতে পারেন আপনাদের পত্রিকায়......
আর বাকী যেটা বললেন....
আপনার কথা গুলো জেনে ভালো লাগলো.....
যাদের কথা বললেন তারা সুযোগসন্ধানী....
এদের ভেতরে মুসলিমদের প্রতি সংকীর্ন দৃষ্টি আছে.....
জাস্ট সতর্ক থাকবেন..... অ্যাভয়েড করবেন...
তারা চাইবে আপনাকে প্রোভোক করে টলারেন্সের কর্নার পয়েন্টে নিয়ে যেতে যাতে হুট করে মেজাজ খারাপ করে একটা সাম্প্রদায়িক গালি দিয়ে বসেন.....
সো বি কেয়ারফুল.....
এসব শয়তানীর কারন আমরা যারা প্রো রাইট তারা মুক্তিযুদ্ধের প্রতি আমাদের অনুভূতি- চিন্তা গুলোকে এক্সপ্রেস করিনা.... বোবা হয়ে থাকি....
কিছু মানুষ সুযোগ নেয় সেটার.....
শুভকামনা....
১৩৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ২:৪৭
এম আবু জাফর বলেছেন: ++++++++++++++++
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:২২
দাসত্ব বলেছেন: ধন্যবাদ আবু জাফর
১৪০| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ৮:০৭
প্রিয় বলেছেন: চমৎকার! +
আপনার রাজনীতিক পরিচয়টা না দিলেও পারতেন, যেহেতু ওটা ব্যাপার না - এ লেখার জন্যে।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:২৩
দাসত্ব বলেছেন: ধন্যবাদ প্রিয়.....
আর বাকী যেটা বললেন আমার মনে হয় সেখানেই আমার অনেস্টী......
১৪১| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৯
নিশাচর নাইম বলেছেন: অসাধারণ লেখা। +++++++++++
০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫১
দাসত্ব বলেছেন: ধন্যবাদ নাঈম
১৪২| ০৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৩১
সাজিদ. বলেছেন: পোস্টের শেষের ছবিটা দেখে মনটা কেমন যেন করে উঠল, কত কষ্ট কত ত্যাগের বিনিময় আমাদের এই দেশটা, অথচ আজ আমরা এর কি হালটাই না করে ছেড়েছি।
++
০৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:৪৯
দাসত্ব বলেছেন: " অথচ আজ আমরা এর কি হালটাই না করে ছেড়েছি "
হ্যা , আমরাই দায়ী এটার জন্য , মশার মত জনসংখ্যা বৃদ্ধির জন্য রাজনীতিবিদরা দায়ী নন , আমরাই দায়ী
১৪৩| ০৬ ই মার্চ, ২০১১ সকাল ১১:০৩
নাইট গার্ড বলেছেন: অসাধারন পোস্ট। সোজা প্রিয়তে।
২০১ তম "ভালো লাগলো" জানাতে পেরে গর্বিত।
১১ ই মার্চ, ২০১১ সকাল ৭:০৫
দাসত্ব বলেছেন: ধন্যবাদ নাইট গার্ড
১৪৪| ২৬ শে মার্চ, ২০১১ সকাল ৭:০২
কাগজ বলেছেন: অসাধারণ পোস্ট।
১৪৫| ০৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩০
অচেনা রাজ্যের রাজা বলেছেন: অসাধারন পোস্ট। সোজা প্রিয়তে নিলাম ।
১৪৬| ০৭ ই জুলাই, ২০১১ বিকাল ৩:০২
এম. মাসুদ আলম. বলেছেন: ভাল লাগলো।
১৪৭| ০২ রা অক্টোবর, ২০১১ বিকাল ৫:০০
saifulchowdury বলেছেন: " তোমাদের এই ঋন কোনদিনও শোধ হবেনা "
১৪৮| ০৬ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:৪১
বিডিলিটন বলেছেন: ধন্যবাদ জানাবো নাকি কৃতজ্ঞতা-প্রথমে বুঝে উঠতে পারছিলাম.। পরক্ষনেই মনে হলো-দুটো একসাথে জানালেও কম হয়। প্লিজ আপনি অনেক অ-নে-ক বেশী লিখুন। আপনার পুরষ্কার আমাদের হৃদয় থেকে, বেহেশতে বসবাসকারী মুক্তিযুদ্ধের শহীদদের পক্ষ থেকে।
১৪৯| ১৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:১২
রািকবুল আলম বলেছেন: অনেক সুচারু এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আপনার | এর বেশি কিছু বলতে চায় না |
১৫০| ১৯ শে এপ্রিল, ২০১২ সকাল ৭:০৫
মেঘের পিয়ন বলেছেন: অসাধারণ পোষ্ট ভাই। অনেক কিছু জানলাম। প্রিয়তে।
১৫১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৭
নষ্ট শয়তান বলেছেন: খুব ভাল লাগল ভাই
১৫২| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:১৬
যুবায়ের বলেছেন: অসাধারন একটি ব্লগ.....
প্রিয়তে নিলাম।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: +। অনেক অজানা বিষয় জানলাম। ধন্যবাদ।